Abhishek Dey   (Abhi)
2.5k Followers · 130 Following

Joined 11 March 2017


Joined 11 March 2017
4 SEP 2022 AT 10:16

স্বপ্ন দেখার সাহস বড়ই অদ্ভুত একটা ব্যাপার।
একটা ঘুড়ি কিনেই বিশ্বাস করা যায়,
গোটা আকাশটা নিজের।

-


2 SEP 2022 AT 20:25

আর তারপর,
অভ্যেস বলতে আমরা বুঝতে শিখব -
সিগন্যালের সাথে সুসম্পর্ক,
ভিড়ের কাছে জমা রাখা একাকিত্ব।

-


2 SEP 2022 AT 19:00

পায়ে হাঁটা দূরত্বের কোনো সংজ্ঞা নেই।
কেমন আছে পথের মন?
কে যাবে সাথে?


জেদ থাকলে এক চুলও এগোনোর নেই ,
আন্তরিকতা থাকলে আলোকবর্ষ।

-


13 JAN 2022 AT 9:39

Jate jate sunte ja aye zindagi,
sikayatein kabhi khatam na hongi...
Guzar ja, ya aise hi guzara kar!

-


7 DEC 2021 AT 8:53

অন্য কোথাও চোখের বাড়ি, সবই নেশার মতন লাগে ...


কিচ্ছু মনে নেই।
ফিরে তাকাই শুধু।
কৃতজ্ঞতায়, রাগে।

-


24 NOV 2021 AT 19:59

বাড়ি ফেরার অপেক্ষা কতটা ভারী, সন্ধ্যেরা মাপে।
দেরি হওয়ার মূল্য লিখতে গিয়ে তোমারও হাত কাঁপে?

-


14 NOV 2021 AT 19:21

আলোর এই খবর। দেওয়াল লিখন তোমার কথায়।
ছায়ায় ছায়ায় এত অভিমান। অনুরোধে? না অযথাই?

-


1 NOV 2021 AT 10:55

নিকষ আঁধারে,জোনাকির চিৎকারে, আলোর বিক্ষোভে..
অনেক দিন ঘুম আসে না বললে, তোমার অনুশোচনা হবে?

-


6 OCT 2021 AT 13:58

দুজনই স্রোত হারিয়েছে, দুজনই এখন বিপথগামী।
নদী বলেছিল, ভালোবাসা কেমন আছে -"আমি জানি "..

-


26 SEP 2021 AT 16:03

তোমার সাথে সাবলীল হয়ে উঠলে,
প্রশংসা নয়,
তখন কথায় কথায়
শুধুই তোমার খুঁত খোঁজার চাকরী নেব।

-


Fetching Abhishek Dey Quotes