Shreuu   (@শ্রেয়া)
418 Followers · 45 Following

read more
Joined 12 December 2019


read more
Joined 12 December 2019
11 SEP 2020 AT 21:10

অস্তমান সূর্যের অবর্ণনীয় উজ্জ্বলতা
আজও সাক্ষী আছে,
কিছু অনাকাঙ্খিত উপসংহারও
সুখকর হয়।

-


7 SEP 2020 AT 20:56

আজকাল বিনা মেঘে বজ্রপাত হয়
কবিতাদের উপহার দেবো বলে
কানা-কড়ি বেচে সস্তার আবেগ কিনতে গেলে
নির্মেঘ অম্বরও বিদ্রুপ করে।
তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে ফিরে আসবে
জানি তোমার নির্জলা ব্রত,
যৌবন স্পর্ধা দেখালেও ভঙ্গ করবে না
কিন্তু... 'নীরার জন্য'
ফিরে তো আসতেই পারো।

ছত্রাকের আধিপত্যে নিষিদ্ধ সুগন্ধি ছিটিয়ে
সে সিংহাসন পেতে রাখে,
শেষ রাত্রির উল্কাপাত সাক্ষী দেবে
অহংকারের পরিবর্তে মধুর লাবণ্য ফুটে উঠেছে
'নীরার' অঙ্গে।
তোমার না হয় স্বপ্ন দেখা কুষ্ঠিতে নেই
কিন্তু জোছনা রাতে সে তো সর্বকালের স্বপ্ন দেখে।

-


6 SEP 2020 AT 14:05

এ শতাব্দীর ইন্তেজারের মেয়াদ ফুরিয়েছে
কবিতারা দোষী সাব্যস্ত হয়েছে অভিমানের কাঠগোড়ায়,
অনামা চরিত্রের গল্পে অযাচিত নৌকাডুবির পরও
পরাজয়ের অন্দরে কিছুটা অজানা সুখ পাওয়া যায়।

-


4 SEP 2020 AT 20:29

অগোছালো কবিতাদের সাথে বাস করে কিছু সস্তার বিষন্নতা
কলম ছুঁলেও আজকাল কলঙ্কের দেখা মেলে;
ধূসর ইতিহাসের আশ্রিতা কিছু স্বভাববিরুদ্ধ আদিম বিশ্বাসঘাতকতা
বিনা পূর্বাভাসে অভিশপ্ত শ্রাবণ ঝরে..তুমি বৃষ্টি হয়ে এলে বলে।

ভূমিকার 'আমরা' থেকে উপসংহারের 'আমি' র এক বিস্তীর্ণ যাত্রা
প্রশ্রয় বন্ধক রাখলে তোমার থেকে দূরে যাওয়া যায়;
বাস্তব খুঁড়তে যেও না... ওরা তোমার চেয়েও অধিক অস্বাস্থ্যকর
আঠালো অপেক্ষাগুলোর আসল আস্তানা জীর্ণতার আবহাওয়ায় ।

-


3 SEP 2020 AT 15:03

সংস্কারের অভেদ্য পর্দা ছিন্ন করে কিছুটা নিকট আসলে
প্রচ্ছন্ন বহু অজানা ক্ষতচিহ্নের সন্ধান পাওয়া যায়,
বাস্তবের প্রেক্ষাপট থেকে বহুদূরে অবস্থান করে বলেই
শশাঙ্কের ওহেন অত্যুত্তম মাধুরী পরিস্ফুট হয়।

-


1 SEP 2020 AT 15:29

কথা দিয়েছিলে হারিয়ে যাওয়ার উপাখ্যান লিখবে
আমি কবিতাদের চিরতরে পাঠিয়েছি নির্বাসনে,
মাঝপথে অনভিপ্রেত যতিচিহ্নের অনধিকার প্রবেশে
আমি মর্মাহত স্মৃতিদের ভালোবেসেছি সঙ্গোপনে।

-


31 AUG 2020 AT 10:33

এক শ্রাবণে সহস্র স্মৃতি মোছে না
বিংশ শতাব্দীর কিছু বিরহ জড়িয়ে আছে সেই রেনকোটের মায়ায়;
কবিতাদের আরাধনা করতেও মন চায় না
তাই নক্ষত্রখচিত রজনীও বারে বারে নিদ্রা হরণ করে নেয়।

বেদনাদের শ্বাসকষ্টের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি
অজানা স্থিরতা বিরাজ করে জীবনের নতুন অধ্যায়ের পাতায়;
শক্তিশালী অনুভূতিদেরও মেয়াদ ফুরিয়েছে
অতীতকে নির্বাসন দিয়েছি তার জন্মভূমির সীমানায়।

-


25 AUG 2020 AT 14:12

'হ্যাঁ' আর 'না' এর মাঝখানে এক আলোকবর্ষ দূরত্ব
আর তুমি সেই উদাসীনতার কাঁটাতারেই আটকা পড়ে আছো।
ভালোবেসে তো বিবর্ণতাকেই সঙ্গী করেছো
তাই আমি মৃত্যুকে অনুশোচনার সীমানায় অপেক্ষা করতে বলেছি।

এখনও যে সাহারায় শ্রাবণের সভ্যতা স্থাপিত হয়নি
অন্তরের অন্তঃপুর থেকে খবর এসেছে,
'সবুর করো'..
পিছুটান কাটিয়ে বুঝেছি সময়ই সকল ক্ষতয় মলম লাগায়,
কিন্তু সেই আসলে প্রকৃত হত্যাকারী।

গল্পশেষে স্মৃতিদের বিষন্নতার সায়রে বিসর্জন দেওয়াই শ্রেয়,
পিছু ফিরলে বারবার যে ধোঁয়াশার সম্মুখীন হতে হয়।

-


13 AUG 2020 AT 19:57

কিছুটা অভিশাপ বাকি রেখে দিও
প্রায়শ্চিও করে ভস্মের সাথে অজানার উদ্দেশ্যে ভাসিয়ে দেবো,
আর যে কটা দিন জীবনের সাথে বাজি খেলা চলবে
ভালো আর মন্দের মধ্যেকার সংকীর্ণ স্থানে বাসস্থান গড়ে নেবো।

কবিতা আর তুমি পরস্পরের মিথোজীবী ছিলে ,
আপন সাহচর্যের থেকে দূরত্ব বাড়িয়ে তোমার লাভ কি হলো?
জ্যোৎস্না যখন নির্জন রজনীকে সাদরে আলিঙ্গন করে
সকল নিস্তব্ধতায় বারবার তো তুমিই ফুটে ওঠে;
অভিমানগুলো আজও মধ্যরাত্রি রক্তাক্ত করে
শব্দগুলোর শিরচ্ছেদ করলে প্রতিটা টুকরোয়,
শুধুই...... তুমি।
বিমর্ষ শ্রাবণের ফোঁটায় ফোঁটায়
মরচে পড়া অনুভূতির প্রতি শিরায়
অসমাপ্ত গল্পের কাতর বেদনায়
শোনা যায় তোমার প্রতিধ্বনি।

ছেড়ে যাওয়া আর ধরে রাখার ক্ষুদ্র প্রয়াসের মাঝেও
নতুন করে ভালোবাসি...... তোমায়।

-


8 AUG 2020 AT 21:35

অনুভূতিগুলো আত্মগোপন করার উপায় পেয়েছি
অতীতের স্রোতে গা ভাসানোটা এখন বড্ড স্বভাববিরুদ্ধ,
কোষ বিভাজনের ফলস্বরূপ যেমন নতুন কোষের উৎপত্তি হয়
কোমল স্পর্শগুলোকেও বিভাজন করে নতুন রকমের ঘৃণার জন্ম দিয়েছি।

শ্রাবণের কাছে সংবাদ পাঠিয়েছি
নাটকের এই অঙ্কে বৃষ্টি নামা সম্পূর্ণ বারণ,
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যতটা হ্রাস পেয়েছে
শুষ্কতা ঠিক দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে।


স্থান পরিবর্তন হয়েছে যে,
সর্বহারার ঠিকানায় কি আর সর্বকালের সুখ পাওয়া যায়?

-


Fetching Shreuu Quotes