জীবনে সুযোগ একটাই আসে,
কিন্তু আফসোস বার বার করতে হয়।
- স্বপ্নরুদ্রেক-
ডাইরি বন্দী ভালোবাসাটা
একদিন আগুনের ছাই আমি হয়ে যাবো
সেদিন হয়তো তোর আক্ষেপের শেষ থাকবে না কোনো।-
"জীবনে তুমি এমন কিছু করে দেখাও ! !
যাতে সারা পৃথিবীর লোকের নজর তোমার দিকে থাকে . . .
ঠিক , যেই কারণে সে তোমাকে ছেড়ে দিয়েছিল
একদিন সে তোমায় ছাড়ার জন্য আপসোস করবে. . ."-
আপসোস ...
সেই একাকী রাস্তায় একসাথে হাঁটা হলো না,
দুজনেই দুরত্বে চলে যাব রয়ে যাবে আপসোস,
জীবনে কাউকে প্রথম পেয়েও হারাবে সখা -
একবার কি ভেবে দেখছোস ??
সত্যিই অনেকটা রয়ে যাবে আপসোস ।
প্রথম আলাপেই ভালো লেগে গিয়েছিল আমার,
তোকে রেখেছিলাম হৃদপিঞ্জরে ,
সেই আমিই তোকে ছেড়ে যাচ্ছি আজ অনেক দূরে,
সয়ে নিস এই মনোকষ্ট রাখিস না অভিমান,
যা কিছু স্বপ্ন দিয়ে পাহাড় গড়েছিস করে দে মসৃন সমান ।
রাখিস না পিছুটান ভুলে থাক অভিমান করিস না আপসোস,
প্রেম হারাবে না প্রেমিক হারাবে রাখিস না আপসোস । ক্ষুদ্র লেখিকা ঝর্না লুসী
-
এক অবুঝ কে বোঝানোর চেষ্টায় নিজেকে ক্ষুন্ন করেছি।
কিছু না পাওয়ার মাঝেও নিজেকে সান্তনা দিয়েছি।
কিছু না পেয়েও অনেককিছু হারিয়েছি।
আজ তার শেষ প্রহরে আপসোস করেছি।
-
না যদি ভালোবাসতাম আজ মনে হয় ঠিক হত।
অার না যদি কেউ ভালোবাসতো আজ মনে হত আমার কি অধিকার নেই।
কাউকে পেয়ে হারানোর বেদনা।
আর কাউ কে না পেয়ে আপসোস করার বেদনা মেনে নেওয়াটা সত্যিই বড্ড কষ্ট দায়ক।-
আজ আরও একটিবার নিজের ভাগ্যের উপর আপসোস হচ্ছিল। আর সে আমার চোখের সামনে অন্য কারো হচ্ছিল 💔
-
কোনো একদিন তুমিও আফসোসের সুরে বলবে, 'ওর মতো আমায় কেউ বুঝেনি'!!🖤
-
আমি জানি আমি কাউ র কাছে
এতটা ও গুরুত্বপূর্ণ নই যে
কেউ আমাকে নিজের ভাববে,
কিন্তু আমার বিশ্বাস
আমাকে হারানোর পরে
কেউ তো খুব আপসোস করবে....!-
শরীর তোমার দখল দিলে
অনুভবের অনেক তলায়
চেনা ভাষার প্রতিশ্রুতি
কান্না হয়ে আটকে গলায়।।
সুখ কি আসল মুক্তি খোঁজে
বদ্ধ জীবন ছক কোষে যায়
সত্যি কথা সহ্য না হয়ে
মিথ্যে সেজে ঘুরে বেড়ায়।।
-