you deserve someone better মানুষ এটা বলে একটি সুন্দর সম্পর্কে শেষ করে দেয়।কিন্তু সত্যি তো এটাই better এর খোঁজে আমরা best মানুষকে হারিয়ে ফেলি। একটা perfect সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসা দিয়ে তৈরি করতে হয়।
এই best অপশন আকাশ থেকে তৈরি হয়ে পড়ে না। a perfect relationship is built when you make Each Other grow
এমনটা হয় নাকি dissolving someone better
বলে ছেড়ে চলে যাবে অন্য কাউকে ভালোবাসতে।
তোমার ভালোবাসায় একজন মানুষকে best তৈরী করতে পারে যদি ভালোবাসাটা সত্যি হয় তাহলেই.....-
খুব করে ভালোবেসেছিলাম,
তার হাসি, অভিমান, চোখের চাহনি—
সবকিছুই ছিল আমার দুনিয়া।
ভাবতাম, শেষ পর্যন্ত আমরা একসাথেই থাকবো।
কিন্তু জীবন সবসময় কবিতার মতো হয় না।
একদিন বুঝলাম—
ভালোবাসা মানেই পাশে থাকা নয়,
ভালোবাসা মানে তাকে হাসতে দেখা,
তোমার অনুপস্থিতিতেও।
তাকে মুক্ত করে দিলাম,
নিজের সবটুকু কান্না গিলে।
তার সুখের পথে আমি ছায়া হয়ে থাকলাম—
অদৃশ্য, নীরব, কিন্তু চিরচেনা।
ভালোবাসা হয়তো আজ নেই সামনে,
তবুও প্রতিটা নিঃশ্বাসে ওর নামটাই আসে।
কারণ,
যাকে খুব করে ভালোবাসা যায়,
তাকে ছেড়ে দেওয়াটাই হয়তো
ভালোবাসার শেষ ও শ্রেষ্ঠ উপহার।-
সত্যি তো এটাই যে,
এখানে প্রত্যাকেই তোমাকে কষ্ট দেওয়ার জন্য
আর সত্যি এটাও যে,
এটা তোমার হাতে তুমি কার থেকে কষ্ট পেতে
চাও
এটা তোমাকেই ঠিক করতে হবে যে, কার কথা তোমার মন পর্যন্ত পৌছাবে। প্রতিটা কথাই সিরিয়াস ভাবে নেওয়ার দরকার নেই। এটা তোমার জীবন, তোমার সিদ্ধান্ত।
তুমি কিভাবে জীবন যাপন করবে এটা তোমার দায়িত্ব তুমিই ঠিক করবে। তোমার খুশি বা তোমার দুঃখ এই দুইটার জন্যও
শুধু তুমিই দায়ী আর এটাই সত্যি-
না বলতে শেখো! না হলে সারাজীবন মানুষ তোমাকে ব্যবহার করতেই থাকবে।
যতক্ষণ হ্যাঁ বলতে থাকবে লোকেরা তোমাকে পছন্দ করতে থাকবে
যে দিন না বলবে তুমি, সেই মানুষগুলোই তোমার উপর অভিযোগ করতে থাকবে
প্রত্যাককেই খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না
শেখো নিজের জন্য বাঁচো কারণ মানুষ তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবেই
এই সমাজের প্রত্যাকেরই মন রেখে চলতে হয় না
-
আমার একটা বন্ধু আছে"
যে একটা মেয়েকে খুব ভালোবাসতো। সে আমাকে বলে তো যে ভুলে গেছি তাঁকে। কিন্তু আজও যদি মেয়েটির ছবি কোথাও পেয়ে যায় ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকে।
তার কাছে একটা ডায়রি আছে তাতে জানি না কিছুতো একটা লিখতেই থাকে
হতে পারে সেই মেয়েটিকে নিয়ে
সে এখন হঠাৎ করে প্রকৃতিকে ভালোবাসতে শুরু করেছে
ফুল, আকাশ,বনভূমি ,পাহাড় প্রকৃতির মাঝে হারিয়ে যায় মাঝে মাঝেই
নিজেই নিজেকে চুপচাপ বানিয়ে নিয়েছে
বেশি কথা বলে না কারো সাথেই....
-
তোমার প্রেমটা হলে ভালোই হতো
তুমিও কারো হাতের কোমল আঙুল গুলো প্রেমের স্পর্শে ছুয়ে দেখতে পারতে।
দেখতে কি যে এক গভীর শীতল অনুভূতি প্রেমিকার স্পর্শে কি জাদু লুকিয়ে আছে...
ভাবনাতে শুধু তাকেই আঁকতে
সাঁতার জানার পরেও ডুবে যেতে তার ভাবনার মোহনায়..
তাই আমি নিশ্চুয় হয়ে ভাবি !আমার বেস্টুর হয়তো একটা প্রেম হলে ভালোই হতো। সেও পেত প্রেমিকার পরশ ছোঁয়া তারও হতো অলৌকিক প্রেম কাহিনী ....-
আমার চোখেতে সেই প্রতিটা মেয়ে দুই পয়সার
যার কাছে সুন্দর রুপ তো আছে কিন্তু চরিত্র নেই...-
আমি কথা বলতে খুবই পছন্দ করি। কিন্তু
শুধু তার সামনেই যে আমার কথা গুলো গুরুত্ব দিয়ে শোনে। নয়তো আমাকে সব সময় নীরবই পাবে তুমি। আমি কথার উপর বেশি কথা বলি না।
আমি চুপ হয়ে যাই যখন আমার মনে হয় সামনের মানুষটা আমার কথা গুলো গুরুত্ব সহকারে শুনছে না!....-
আমার মনে হয়,
জীবনে যতোটা জরুরি আগে এগিয়ে যাওয়া
অতোটাই জরুরি এটা জানা যে,
কখন কোন জিনিসকে কোথায় ছেড়ে আসতে হয়!-
In simple words we say 'একাকীত্ব '
But in poem we say
তোমার কাছে স্মৃতির ভিড় থাকবে ঠিকই
কিন্তু
তুমি সবার মাঝে থেকেও একা থাকবে...-