একটা সময় পর অনুভূতি গুলো
মাঠে মারা যাবে।
কবিতারা আবার ছন্দ হারাবে।
নিয়ম করে বলা হবে না শুভ সকাল।
দেখা হবে না কাছের মানুষ এর স্ট্যাটাস।
পরিচিত থেকে হবে অপরিচিত।
সামনে আসলেও না চেনার মতো করেই মুখ নামিয়ে নিতে হবে।
আবারও ছন্দ ফিরবে আগের মতোই।
শুধু ফিরবে না অনুভূতি গুলো।-
ছেলেরা প্রত্যেক দিন মারা যায় একটু একটু করে।
কখনো প্রেমিক হারানোর ব্যথায়,
কখনো আবার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।
কখনো বৃদ্ধ বাবা-মা এর দায়িত্ব নিতে গিয়ে
নিজের স্বপ্ন কে দূরে ঠেলে।
কখনো আবার মনের মানুষ কে অন্যের হোতে দেখে,
আবার কখনো সংসারের বোঝা টানতে টানতে।
ছেলেরা বুঝতেই পারে না কখন সে পুরুষ মানুষে পরিণত হয়েছে ।
আর এভাবেই একটু একটু করে মারা যায়।-
আচ্ছা অপেক্ষা করা টা কী ভালোবাসা নয়?
কোনো এক বেকার ছেলের পাশে দাঁড়ানো টা কী ভালোবাসা নয়?
কোনো এক জনের জন্য পুরো বাড়ীর সবার সঙ্গে লড়ে নেওয়া টা কী ভালোবাসা নয়?
একাকীত্বের মাঝে কাউকে আপন করে ভাবা টা কী ভালোবাসা নয়?
এই সব ঠিক ভুল প্রশ্নের মাঝেও কাউকে আপন করার ইচ্ছে,কাছে পাওয়ার ইচ্ছেটাই ভালোবাসা।
যা বেঁচে আছে, আর ভবিষ্যতেও থাকবে।-
প্রেম আর পড়াশোনার মধ্যে অধভূত মিল আছে।
দুটোই দুর থেকে দেখতে ভালো।
যেই করতে গেছে বাঁশ খেয়েছে-
যখন কিছুই থাকবে না
তখন শুধু 1টা হাসি চাই
যখন সারাদিন অপেক্ষা করেও একটি বার কথা হবে না।
তখন একটা মিষ্টি হাসি চাই।
যখন সারাদিন বেস্ততায় কাটবে
তখন কোনো পুরোনো স্মৃতি মনে করে একটি হাসি চাই ।
যখন মুখের ওপর নানা রকম আকি বুকি কাটবে বয়সের ছাপ
তখন একটি মিষ্টি হাসি চাই।
যখন বিছানা সজ্জা হয়ে যাবে
মিটে যাবে জীবনের সব চাওয়া পাওয়া
তখনই একটা মিষ্টি হাসি চাই।-
Option আর choice এর মধ্যে পার্থক্য বুঝতে শেখো প্রিয়।
লড়াই যে option ই জেতা টা স্বাভাবিক কিন্তু কোথাও যেনো আপসোস না থেকে যায়.....-
এভাবে বেধে দেওয়া বা ছেড়ে দেওয়া নয়।
বরং অনেক শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে।
যাতে করে নতুন বছর নতুন নতুন সমস্যা গুলোর সমাধান করতে পারি আরো অনেক ভালো ভাবে।
নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️-
তো কি যায় আসে?
যার কাজ যা সে তো সেটা করবেই।
তুমি ভাবলেও করবে
আর
না ভাবলেও করবে।
তো করতে দাও,
কারু খিল্লি করে কেউ বা পায় মজা
আবার কেউ বা সাজা।-
আমরা জীবনের অনেক টা সময় ভালো মানুষ খুঁজতেই কাটিয়ে দেই অথচ তার পরও খারাপ মানুষটা কেই বেছে নেই তার পর অশান্তি,ডিভোর্স, আত্মহত্যা।
অথচ তার কিছু সময় যদি নিজে ভালো হওয়ার জন্য খরচ করি তাহলে দেখবে খারাপ মানুষ গুলো ও কেমন যেনো তোমার সংস্পর্শে এসে ভালো হয়ে যাচ্ছে।
তাই ভালোমানুষ না খুজে বরং নিজে ভালো হয়ে যাও দেখবে পৃথিবী পাল্টে গেছে ।-