Saswata Rana  
26 Followers · 11 Following

Joined 29 March 2018


Joined 29 March 2018
3 APR AT 7:18

Option আর choice এর মধ্যে পার্থক্য বুঝতে শেখো প্রিয়।
লড়াই যে option ই জেতা টা স্বাভাবিক কিন্তু কোথাও যেনো আপসোস না থেকে যায়.....

-


31 DEC 2023 AT 17:16

এভাবে বেধে দেওয়া বা ছেড়ে দেওয়া নয়।
বরং অনেক শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে।
যাতে করে নতুন বছর নতুন নতুন সমস্যা গুলোর সমাধান করতে পারি আরো অনেক ভালো ভাবে।
নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️

-


26 DEC 2023 AT 23:11

যেখানেই বুদ্ধির খেলা শুরু হয়
সেখানেই ভালোবাসার সমাপ্তি ঘটে।

-


17 DEC 2023 AT 22:05

তো কি যায় আসে?
যার কাজ যা সে তো সেটা করবেই।
তুমি ভাবলেও করবে
আর
না ভাবলেও করবে।
তো করতে দাও,
কারু খিল্লি করে কেউ বা পায় মজা
আবার কেউ বা সাজা।

-


12 NOV 2023 AT 10:23

আমরা জীবনের অনেক টা সময় ভালো মানুষ খুঁজতেই কাটিয়ে দেই অথচ তার পরও খারাপ মানুষটা কেই বেছে নেই তার পর অশান্তি,ডিভোর্স, আত্মহত্যা।
অথচ তার কিছু সময় যদি নিজে ভালো হওয়ার জন্য খরচ করি তাহলে দেখবে খারাপ মানুষ গুলো ও কেমন যেনো তোমার সংস্পর্শে এসে ভালো হয়ে যাচ্ছে।
তাই ভালোমানুষ না খুজে বরং নিজে ভালো হয়ে যাও দেখবে পৃথিবী পাল্টে গেছে ।

-


6 NOV 2023 AT 18:02

আমরা সব সময় ভাবি আমার কাছের মানুষ/মনের মানুষ এর কাছে সব সময় সুন্দর হয়ে থাকতে হবে,সাজানো গোছানো ।
কিন্তু আসলে ব্যাপার টা একদমই উল্টো।
যে থেকে যাওয়ার সে সব সত্যি টা যানার পরও থেকে যাবে।
আর যে সব সময় খুত ধরার সে সব কিছু ঠিক এর মধ্যেও ভুল বের করবে।
আজ না হোক কাল বের করবেই।
তো প্রয়োজন নেই কাউকে আকর্ষণ করার।

-


26 SEP 2023 AT 19:37

আমরা সবাই খুনী।
প্রত্যেক দিন নিজেকে খুন করি একটু একটু করে।
ক্লাস 10 এ পড়া ছেলেটা বাবা,মা এর পছন্দের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে গিয়ে পছন্দের ইতিহাস কে হারিয়ে ফেলছে।
কেউ বা পছন্দের শিক্ষক হতে গিয়ে দুর্নীতির শিকার হচ্ছে,পুলিশের লাঠি খাচ্ছে।
কেউ আবার দায়িত্ব বোধের কাছে নিজেকে হারাচ্ছে।
কেউ বা EMI এর বোঝায় নিজেকে কর্পোরেট এর 10টা থেকে 6টা পিসছে।
কেউ আবার পছন্দের অর্ধাঙ্গিনীর জন্য এই অফিস ওই অফিস ছুটে বেড়াচ্ছে।
কেউ আবার সমাজের চোখে ভালো হওয়ার জন্য নিজের ভালোবাসা কে বিকোচ্ছে।
কেউ আবার অন্যের ইচ্ছে পুরনের জন্য নিজের ইচ্ছের সঙ্গে আপস করছে।
দিন শেষে আমরা সবাই খুনী।

-


25 SEP 2023 AT 18:19

আমরা সারাদিন পাহাড় পাঠানোর মতো পরিশ্রম করি।
সকাল থেকে রাত
দিন শেষে হিসেব করি কত টাকা আয় কত টাকা ব্যায়, কত টাকা সঞ্চয়।
কিন্তু জীবন শেষে হিসেব টা পুরো আলাদা 2টো 12 হাত বাঁশ আর 6 টা 3 হাত সাইজের বাঁশ।
ব্যাস এই টুকুই তোমার কামাই বলতে পারো বা সঞ্চয়।
আসলেই জীবন টা একটা বাঁশের বাগান।
তাই কি হয়েছে,কি হবে সব ভুলে আনন্দ করো❤️❤️

-


23 SEP 2023 AT 20:03

আমরা দিন শেষে হিসেব খুঁজি,
ওই মানুষ টাকে আজও পেলাম না!
ওই মানুষ টা আজও আমার দিকে তাকালো না!
ওই কাজ টা হলো না!
কথা দিয়েও কথা রাখলো না.....
কিন্তু হিসেব টা এভাবেও তো হতে পারতো
মানুষটা না তাকানোর পরও আমি ঠিক আছি,
কাজটা হলো না তবুও তো সংগ্রাম করে যাচ্ছি.....
সারাদিনে অনেক গুলো খারাপ মুহূর্তের সঙ্গে সংঘর্ষ করার পর যে অভিজ্ঞতা হলো সেটার হিসেব কি রাখি....
তাই হিসেব রাখুন ভালো থাকার জন্য,ভালো লাগার জন্য।

-


15 DEC 2022 AT 15:55

Kisi ko na dekh kar vhi dekh liye......
Kisi ko bin chuye vhi Chu liye....
Kisi se itna dur Beth kar vhi kitna karib hum mehesus ho raha hai....
Keya ye payar hey!!!

-


Fetching Saswata Rana Quotes