ভালোবাসা
ভালোবাসা জীবিত থাকুক প্রতিটি পরিবারে।
থাকুক নাম না জানা ভালোবাসা হৃদয় গহীনে।
ভালোবাসা হোক জীবন্ত না হোক ছলনাময়,
ভালোবাসা হোক সম্মানের থাকুক শ্রদ্ধা ।
-
জড়িয়েছিলাম কেউ গড়ে কেউ বা ভেঙে দেয়,
জীবনের স্বাদ কি আর নিব ।
নিষ্ঠুর মানুষ গুলো আজও সমাজে মাথা উঁচু করে বাঁচে।
কেউ চিনতে পারে ওদের গোপন মন ,
কেউ বুঝেও মুখ খোলে না ।
সব কষ্ট গুলো তেতো বিষের মতো গিলে ফেলে।
সেই অধম ব্যক্তিদের ঈশ্বর ক্ষমা করুন যারা রোগে আক্রান্ত করতে জানে কিন্তু আরোগ্য করতে জানে না ।-
যে দেশে রূপকথা কেবল স্বপ্নই দেখে সারাক্ষণ,
স্বপ্নে সে হাসে , স্বপ্নে সে কাঁদে কিন্তু বাস্তবে শুধু ধোঁয়াটে আবরণ ।
রূপকথা শুধু গেয়ে চলে বিরহের গান
যে গানে সুর মেলানোর মানুষ কই,
একাই পাড়ি জমায় রূপকথা তার ঘুমের দেশে ,
কষ্টের মাঝেও সে ভীতরে অশান্ত আকৃতিতে নেয় একটু হেসে।
তার জীবন সে যে এক রূপকথার আয়নার মতো,
স্বচ্ছ মাঝেমাঝে ঐ মেঘলা আকাশের গুটি গুটি মেঘের মতো।
তবুও রূপকথা তার চোখের পাতা দুটো খোলা রাখে একটু স্বপ্নের আশায়,
সে ঘুমিয়ে পড়ে, শীতের উষ্ণতা তাকে জড়িয়ে ধরে নতুন জীবন দশায় ।-
but as a wřîtěř I can say proudly that the way I'm writing,thinking and dreaming this is my happiness. And I feel this the special blessings and kindness of Holy Father.
-
ঘুম চোখে নগর পথে
রাত গড়িয়ে বারটা তবু ও নাই কাঁথা নাই বালিশ নাই একখানি খাট ,
এমন ও ভাবে পার হয়ে যায় একখানি পাতলা চাদরে রাত,
কেউ দেখে না চোখে এমন রিক্ত মানুষেরা
কেবল সহ্য করে হাড় কাঁপানো শীত,
সংকটে ও তাদের সংক্ষিপ্ত জীবন নেই প্রাণ হারানোর ভীত ।
কুয়াশার বেড়াজালে তাদের একটুখানি পর্দার আড়ালে কিংবা শ্যাওলা পরা দেওয়ালে পিঠ ঠেকিয়ে কেটে যায় না গোনা কত দিন কত রাত,
কেউ আছে কি তাদের জন্য বাড়িয়ে দিবে হাত ?
যারা বঞ্ছিত , বিতাড়িত, ইচ্ছাকৃত পথিক তাদের মন আজ ভারী শক্ত ,
যাদের হৃদয় বিদীর্ণ নেই আর এক ফোঁটাও তাজা রক্ত,
শীতে শরীর জমে যায় দুঃখে হৃদয়ের জীবন্ততা শুকিয়ে যায়,
তাদের কথা ভাবতে ভাবতে আমার ও মাঝেমধ্যে
ঘুমহীন চোখ আর বিশ্রামহীন রাত গড়িয়ে যায় ।-
think back. See how sweet time we passed together eventhough you were to far. Is that moment knocking you to come back and to tie the garland flowers ? Or Was the moment just a moment of fog or dust?
🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎-
হায়রে অবশেষে সমাপ্তি হলো এই মিশ্র অভিজ্ঞতা,
রেখে যাচ্ছে হাজারো স্মৃতি ।
জীবন যুদ্ধে দৌড় আর হলো না শেষ,
দেখতে দেখতে দ্বারে এসে
হাজির হলো নতুন বছরের আবেগ ।
এ কি হবে আনন্দের নাকি স্বাদহীন অরঙিন ।
তবুও আশা রাখতেই হয় নিশ্বাস বয়ে চলা এ দেহমনে।
তবুও মনের প্রদীপ রাখব জ্বলন্ত ।
জীবনের শুরু উপভোগ করি নি দেখতে চাই অন্ত।-
ভেসে ওঠে বারে বার,
কে আছে এই স্বপ্ন বুঝজে আর ।
চোখ মেললেই অগনন স্বপ্নরা উড়তে থাকে,
চোখ বুজলেও স্বপ্নগুলো মনকে সজীব রাখে ।
নিঃশ্বাসে নিঃশ্বাসে বেজে ওঠে স্বপ্নের কলতান,
কেউ কী আছে এই সুরে সুর মিলাবে স্বপ্নে গাইবে গান?
ভাসতে নেই মানা গাইতে নেই মানা-
আসো অবুঝ মন আমার ফিরে আসো নিঃস্তব্দ আঁধার ঘর থেকে,
বাঁধ রঙিন স্বপ্নের বেড়াজাল ,
স্বপ্ন আন চোখে বাঁচ নতুন উদ্দীপনায়,
এগিয়ে যাও পাথুরে মন নবীন চেতনায় নবীন আশায় ।
-
কি লিখব আর,
নীরব মনটাও যে হাজারো ছন্দ এনে দেয়।
খুলে দেখ একবার চিঠির পাতা কত কথা কত অনুভূতি সেখানে তোমাকে কিছু বলতে চায় ,
তুমি খোলোনি নীরব চিঠি তাইতো ধুলো ভরেছে চিঠির গায় ।
জমানো সেই কত কথা একটু মুক্ত হতে চায়,
হায় রে রোদ আমার এই ছন্দ ভাষাকে দেও একটু আশ্রয় ।
মেঘের আড়ালে, ধুলোর দখলে আর থাকতে দিওনা
এই চিঠি লেখিকাকে,
এই রোদ প্রাণ ফিরিয়ে দাও নীরব এই অন্ধকার নিঃস্তব্দ চিঠিটাকে ।
Wřîtěř Lucy-