তোমার চাওয়াটা খুব সামান্য
রাগটা খুব বেশি
তাই তো আমি তোমাকে খুব ভালোবাসি।।-
তুমি চাইলে সমস্ত পুরানো কথা ভুলে গিয়ে শুরু করা যায় নতুন আর একটা গল্পের নতুন বছর।
-
না যদি ভালোবাসতাম আজ মনে হয় ঠিক হত।
অার না যদি কেউ ভালোবাসতো আজ মনে হত আমার কি অধিকার নেই।
কাউকে পেয়ে হারানোর বেদনা।
আর কাউ কে না পেয়ে আপসোস করার বেদনা মেনে নেওয়াটা সত্যিই বড্ড কষ্ট দায়ক।-
Itna aashan nahi dil main kisiko jagade ke vulana
Itna mushkil nahi har din uski bade main na sochna-
এমন কেন হয় কাছে থাকতে চায়লে দূরে ঠেলে দেয় ?
এমন কেন হয় দূরে থাকতে চায়লে দু-হাত বাড়িয়ে কাছে টেনে নেয় ?
সত্যি এই মায়া-বন্ধনের পৃথিবীতে কেন-র উত্তর জানা থাকত তাহলে শত বেদনার থেকে মুক্তি পাওয়া যেত।-
বিসন্নতায় আটকে পড়েছি আমি,
যদি হাতটা ধরে টানতে বাঁচতে পারতাম আমি।
একাকীত্ব হওয়ার কারণে অবসাদ গ্রাস করেছে আমাকে।
অভ্যন্তরে সঙ্গী পেলে তাহলে উদাসীন থেকে মুক্তি পেতাম আমি।
টাকা ,ঐশ্বর্য রেখেই গেলাম,
যদি সঙ্গ দিতে প্রানটা তবে ফিরে পেতাম।-
না ভাবা তবুও তাকে নিয়ে ভেবে যাওয়া
না শোনা তবুও তার কন্ঠ শোনার ইচ্ছা।।
না দেখা তবুও দেখা হয়ে যাওয়া
না পাওয়া তবুও তাকে পাওয়ার ইচ্ছা।।
কলমে@রাজু-