Raju Mondal  
6 Followers · 6 Following

Joined 13 June 2019


Joined 13 June 2019
10 APR 2021 AT 11:10

তোমার চাওয়াটা খুব সামান্য
রাগটা খুব বেশি
তাই তো আমি তোমাকে খুব ভালোবাসি।।

-


31 DEC 2020 AT 23:38

তুমি চাইলে সমস্ত পুরানো কথা ভুলে গিয়ে শুরু করা যায় নতুন আর একটা গল্পের নতুন বছর।

-


24 AUG 2020 AT 23:11

মন খুলে দেখো
পৃথিবী ঘুরে যাবে।
মন খুলে খেয়ো
পেট ভরে যাবে।

-


19 AUG 2020 AT 18:37

না যদি ভালোবাসতাম আজ মনে হয় ঠিক হত।
অার না যদি কেউ ভালোবাসতো আজ মনে হত আমার কি অধিকার নেই।
কাউকে পেয়ে হারানোর বেদনা।
আর কাউ কে না পেয়ে আপসোস করার বেদনা মেনে নেওয়াটা সত্যিই বড্ড কষ্ট দায়ক।

-


20 JUL 2020 AT 22:30

Itna aashan nahi dil main kisiko jagade ke vulana
Itna mushkil nahi har din uski bade main na sochna

-


10 JUL 2020 AT 17:38

এমন কেন হয় কাছে থাকতে চায়লে দূরে ঠেলে দেয় ?
এমন কেন হয় দূরে থাকতে চায়লে দু-হাত বাড়িয়ে কাছে টেনে নেয় ?
সত্যি এই মায়া-বন্ধনের পৃথিবীতে কেন-র উত্তর জানা থাকত তাহলে শত বেদনার থেকে মুক্তি পাওয়া যেত।

-


14 JUN 2020 AT 21:04

বিসন্নতায় আটকে পড়েছি আমি,
যদি হাতটা ধরে টানতে বাঁচতে পারতাম আমি।
একাকীত্ব হওয়ার কারণে অবসাদ গ্রাস করেছে আমাকে।
অভ্যন্তরে সঙ্গী পেলে তাহলে উদাসীন থেকে মুক্তি পেতাম আমি।
টাকা ,ঐশ্বর্য রেখেই গেলাম,
যদি সঙ্গ দিতে প্রানটা তবে ফিরে পেতাম।

-


12 JUN 2020 AT 16:37

না ভাবা তবুও তাকে নিয়ে ভেবে যাওয়া
না শোনা তবুও তার কন্ঠ শোনার ইচ্ছা।।
না দেখা তবুও দেখা হয়ে যাওয়া
না পাওয়া তবুও তাকে পাওয়ার ইচ্ছা।।



কলমে@রাজু

-


8 JUN 2020 AT 0:29

রোজ তারা জাগে।
মন খারাপের রাতে, মেঘের পর্দায়
নিজেকে রাখি লুকিয়ে।

-


6 JUN 2020 AT 16:34

বিশ্বে সব থেকে মজবুত শিকল হল - "মায়া"

-


Fetching Raju Mondal Quotes