তুমি আর আমি
আর খানিকটা সময়।।-
প্রেম হলে ফুল দিয়ে সাজিয়ে দিতাম খোঁপা,
ভালোবাসি তাই খাতার পাতায়
আজও সেই ফুল আছে রাখা।-
যদি পারো.........
দুঃখ কে আপন করো,
আর তারপর
আর কারুর সাথে তা ভাগ করো না।-
তোমাকে প্রিয় ডাক নামে বড্ড কাছে ডাকতে ইচ্ছে করে।
দেখতে ইচ্ছে করে কাছ থেকে তোমাকে ভালোবাসলে
কেমন হবে সব।
জানতে ইচ্ছে করে ভালোবেসে ঘর বাঁধলে
কেমন হয় সেই ঘর।
আনাচে কানাচে লুকিয়ে থাকে আদর নাকি
ঘুরে বেড়ায় বেপরোয়া হয়ে দিন রাত।
অগোছালো নাকি তোমার পছন্দ পরিপাটি সংসার।
সত্যি বলছি, আমার জাগতে ইচ্ছে করে একটা রাত
তোমাকে পাশে বসিয়ে আমি ভাঙব সব অভিমান।
আমিও দেখবো সকাল শুধু আমার।-
অবশেষে তোমার শরীরে যেদিন মিশেছিল আমার উত্তাপ,আমি বহু তরঙ্গ দেখেছিলাম চোখের নিমেষে শেষ হতে,বুকের ওঠা নামা, অস্ফুটে বলে যাওয়া অধরের সম্মতি,ওষ্ঠ জানে কেমন ছিল, সেদিনের গোটা গল্পখানি। আধ খানা চোখ, আধখানা চাঁদ যেনো,নেমে এসেছিল ঘর জুড়ে । হালকা হাওয়ায় তোমার চুলের আঁচড় সারা গায়ে, আমি জেনেছিলাম ঝড় উঠলে ঠিক কতটা ক্ষয় হয়।
-
তোমার ঠোটে ক্লোরোফর্ম যেন
বেহুস করে আমার অবয়ব
শূন্য থেকে প্রতিবার শুরু
ভালোবাসা কি শুধুই মনখারাপ।
-
রোজ রাতে ঘুম এসে বয়ে নিয়ে যায়
কবিতার শবদেহ।
না জানি কত কথা জমে আছে প্রতি স্তরে।
বাকি থেকে যাবে ……..
একটা গোটা জীবন।
-
জীবিত প্রাণের থেকে
মৃত দেহ মনে পরে বেশি।
যেখানে বেঁচে থাকতে সবাই বলে
"নিজেই নিজেকে ভালোবাসো"
আর চোখ বন্ধ হলে
ভালোবাসে সেই সবাই।-
যতবার খুশি আমাকে ছেড়ে যেতে পারো!
শুধু ফিরে আসার প্রতিশ্রুতি দিও।
-