এক টুকরো আলো আর পুরোটাই অন্ধকার সব মিলিয়ে হিমঘরটা দেখে গা ছমছম করে উঠলো। দুটো শরীর পাশাপাশি শুয়ে আছে। নিস্তেজ। কি নিশ্চিন্তভাবে ঘুমিয়ে থাকা যায়! জীবনের সবটুকু অভিনয় এই এখানেই গিয়ে শেষ হয় বুঝি। কতটা ভালোবাসতো ওরা একে অপরকে! কতটাই বা ঘৃণা করতে শুরু করেছিল ওরা!
ভালোবাসা আর ঘৃণার মধ্যে ব্যবধানই বা কতটুকু?
ইহলোকের মায়া কাটিয়ে চলে তো গেল, এবার ওরা কি এই প্রশ্নের জবাব একে অপরকে দেবে?
(ক্যাপশনে....)
-
আজ চলছে ভালোবাসার সাথে খুব দৃঢ় অভিনয়,
তাইতো সবাই পাচ্ছে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়।
অভিনয়ের এই শহরে সবার হৃদয়ে সব হারানোর চিৎকার,
মাঝেমধ্যে শোনা যায় আওয়াজগুলো আবার হাওয়াতে মিলিয়ে যায় বারবার।
সেদিন তোমাকে হৃদয়টা রাখতে দিয়ে করেছিলাম আমি ভুল,
সারা জীবন আমায় বয়ে বেড়াতে হবে শুধু হৃদয় ভাঙ্গার মাশুল।
এই পৃথিবীর বুকে মানুষ করে চলেছে ভালো থাকার মিথ্যা অভিনয়,
হৃদয়ের তীরে ভালবাসার পাড়ের হচ্ছে শুধু ক্ষয়।
কথা ছিল দুজন দুজনকে ভালোবেসে ভালো রাখার,
আজ তোমাকে সুখে রাখার দায়িত্বটা শুধুই আমার।
মনটা আজ অভিনয়ের আড়ালে দুঃখ লুকাতে চায়,
বাস্তবে জীবনটা বড় কঠিন সেটা আজ স্মৃতিরা জানায়।
একাকী একলা মনে ভাগ্যের পরিহাস আজ শুধুই হাসায়।
আজ শুধু অভিনয় করছি নিজের সাথে মিথ্যা সংলাপে,
হৃদয়টা পুড়ে হলো ছারখার তোমার অবহেলার উত্তাপে।
এই আধুনিক সমাজে আজ অভিনয় খুব দামী,
এখনো একলা ভাঙ্গা হৃদয় নিয়ে পড়ে আছি শুধু আমি।
মুখে হাসি নিয়ে বোঝাতে চাই সবাইকে আমার ভালো থাকার কথা,
আজ গোপনে রেখেছি প্রকাশ করিনি হৃদয়ে জমানো ব্যথা।
সুখ আনন্দ হারিয়ে গেছে তোমার মতোই নানা আঘাতে,
আজও জীবনটা ফিরে তাকাই দাঁড়িয়ে যখন জীবনের শেষ সীমানাতে।-
যাচ্ছে করে কেউ স্বার্থরক্ষার দাবিতে,খুঁজছে শুধুই নিজের সুখ
কেউ আবার থেকেও শত কষ্টের মধ্যে,রাখতে ভালো প্রিয়জনকে, থাকছে সর্বদা হাসিমুখ ।
জীবন নামক রঙ্গমঞ্চে সবাই এখন নাকি অভিনেতা??
সেথায় নিজের দুঃখ লুকিয়ে, হয় তো সবাই সুখের বিক্রেতা।।
জীবন নামক নাট্যমঞ্চের পারে কী সবাই অভিনয়
রাখতে ভালো প্রিয়জনকে কখনও কখনও সইতে সবকিছুই হয় ।।
-
আজ শুধু অভিনয়
টিকে থাকে মুখোশ ,
মৃত শব্দের ভিড়ে
যান্ত্রিক স্নায়ুকোষ ।
পাঁজরে কান্না এঁকে
স্মাইলিরা হাসে বেশ ,
সত্যিটা মুছে দেয়
আসলে ব্যাকস্পেস ।।-
আজ শুধু অভিনয়,
তাহলে কেন ভালোবেসেছিলি?
আজ দেখালি আমার তরে এত অভিযোগ!
খুব তো বলেছিলি আপন করব তোর সব গুণ,
চাই সে হোক ভালো কী খারাপ।
সব কী ছিল শুধুমাত্র অভিনয়?
হ্যাঁ ছেড়ে দিলাম তোকে
করলাম তোকে মুক্ত!
করছি যে তোকে না ভালোবাসার
আজ শুধু অভিনয়!
-
স্টেজের অভিনয় মানুষকে শিক্ষা দেয় ,
বাস্তবের অভিনয় মানুষকে কষ্ট দেয় ।
-
জীবনের রঙ্গমঞ্চ আমারা সকলে
মস্ত অভিনেতা
সেটা ভালো থাকার তাগিদেই হোক বা
ভালো রাখার......
-
ভরে গিয়েছে বিশ্বময়।
একটু ভালো থাকার উপায়,
অভিনয় দ্বারা খুঁজেছে সবাই।-
সেই স্বতঃস্ফূর্ত প্রান,
সেই উজ্জ্বল চোখ, চঞ্চল গতিধারা,
সেই প্রানবন্ত দিন,হিসেব ছিল না যার,
কালের নিষ্ঠুর আঘাতে আজ ম্রিয়মাণ।
আজ শুধু অভিনয়, মেকি রাংতায় মোড়া,
চটুল হাসিতে ঢাকা পড়ে মনের অসারতা।
স্তব্ধতার নীল স্রোতে ভেসে যায় অগুনতি প্রহর,
ধ্বংসের দিকে এগিয়ে চলে ক্ষয়িস্নু মন-শহর।-
"সম্পর্ক".....এই নিখাদ শব্দটার পেছনে কালো মুখোশে লুকিয়ে আছে একটা ভয়াবহ শব্দ - "অভিনয়"। আজ সব অনুভূতি, আবেগ, বিশ্বাস, ভরসা....এক নিমেষে গ্রাস করে এই "অভিনয়"। কিছু অভিনয়ে পারদর্শী মানুষ, রোজ অপরের মনের বাজি ধরে। আর কিছু ভরসায় বাঁচা মানুষ, আজও সকলের সামনে নিজের ভালোবাসার কাছেই নিলামে চাপে......। জীবনের থেকে বড় রঙ্গমঞ্চ, আর মানুষের থেকে বড় অভিনেতা হয় না.....🌟🌟🌟
-