আমি কিছুটা ঝাঁঝালো বিষাক্ত পাহাড়ি ফুল
কিন্তু তুমি তো আসক্ত বাহারি গোলাপে-
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নীচে........🥀✨🌼🖤
বছর হল ৩৬৫ টা পাখির একটা ঝাক।
রোজ একটা করে উড়ে পালায়
চাইলেও তুমি এর একটাকেও ধরে রাখতে পারবে না............-
ও সময় একটু দাঁড়াও........
এই অবেলায় এতো হাঁটা যায় বলো.......
ক্লান্ত হয়ে গেছি, একটু স্থবির হয়ে বসি......
প্রান ভরে জিরিয়ে নেয় দুইদন্ড........
পলকে দেখে নেই ফেলে আসা দিন........
ভুল চাল গুলো শুধরে নেই একটিবার......
যে ছবি আঁকা হয়নি কোনদিন.......
একবার আঁকি গাঢ় নীল রঙে.........-
এক টুকরো ছন্দময় জীবন
কখনো খুশির হাওয়া বয় আপনমনে.......
কখনো আসে বিদ্যুৎ-এর ঝলকানি
জেচে বিনা আমন্ত্রণে........
কখনো লবনাক্ত ঢেউ
আছড়ে পড়ে বুকে.......
কখনো বা মুক্ত আকাশ
কুড়িয়ে পাওয়া সুখে..........
- Labanya-
ঝাপসা চোখের দৃষ্টি মলিন
ধূসর স্মৃতি, বেরঙিন
এইতো সেদিন রঙের ছটায় রঙিন ছিল সব
আজকে শুধুই ধূলোর পরত, স্তব্ধ কলরব-
ভুলে যাওয়া গান,
ফেলেআসা দিনের সুর,
মনের চিলেকোঠার ঘরে
রয়েছে অগোছালো ভাবে, অযত্নে
তবুও তো রয়েছে, শত পুরোনো
ধুলিমাখ অতীতের জঞ্জাল মাঝে
একচিলতে আবেগ মেখে,
মাঝে মাঝে অবুঝ মনের আবদারে
ধুয়ে মুছে পরিষ্কার করে খুঁজি
কিছু মন ভালো করা গল্প,
হয়তো এখনো হয়নি বিবর্ণ,
কিছু সুখ স্মৃতির মালা.........
এখন যদি কিছু অক্ষত থেকে যায়
তবে কুড়িয়ে নেবো সেটুকুই,
সাজিয়ে রাখবো আতর গন্ধ মাখিয়ে
চার প্রকোষ্ঠের এই ছোট্টো বাক্সে,
গহীন হৃদয় মাঝে...........
-
কথারা আজ ভীষণ চুপচাপ, নীরবতাই বলবে কথা
হৃদ গোপনে কঠিন শাষন তবু ভাবনারা আজ লাগামছাড়া
চুয়ে পড়া স্বপ্নরা আজও যেন ভীষণ এলোমেলো
বাধ্য আমি, বাধ্য তুমি, শুধু অবাধ্য এই শব্দগুলো...........-
এমন অনেক কিছুই আছে;
যা ভুলে যেতে হয়
চেনা অচেনা কতনা মূহুর্ত
কতনা মধুর স্মৃতি
সবই ভুলে যেতে হয়
অনেক অনেক বছর ধরে
আঁচলে ভরেছি যে ফুল
যেতে হবে সেই ফুলও
পথের ধূলায় ফেলে
স্মৃতিরা যায় সব বিস্মৃত অতলে
তাই এমন অনেক কিছুই আছে
যা ভুলে যেতে হয়
-লাবণ্য-
একটা উড়ো চিঠি হাজার হাজার বছর ধরে
ক্ষণিকের স্বপ্ন গুলোকে স্পর্শ করে চলে যায়.......
সেই খাম খুলে দেখার প্রয়াসে
পথ হেঁটে চলেছে মানুষ লক্ষ কোটি বছর ধরে.....
কত দূর হেঁটে গেলে কিংবা কতটা ছুটে গেলে
তার নাগাল পাওয়া সম্ভব...........??
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজও হয়রানি সামলায় মানুষ..........
কীভাবে ছুটতে হয় তা অজানা মানুষের আজও
জানা নেই বহূকাল.........
তবুও মানুষের সেই অজানার উদ্দেশ্যেই ছোটা
কেউ কেউ ছুঁতে পারে সেই চিঠি........
অনেকেই খাম ছোঁয়ার গল্প লিখে রাখে..........-