LABANYA SARKAR   (লাবণ্য)
1.3k Followers · 117 Following

আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নীচে........🥀✨🌼🖤
Joined 16 October 2019


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নীচে........🥀✨🌼🖤
Joined 16 October 2019
12 JUN 2022 AT 19:38

আমি কিছুটা ঝাঁঝালো বিষাক্ত পাহাড়ি ফুল
কিন্তু তুমি তো আসক্ত বাহারি গোলাপে

-


1 DEC 2021 AT 19:45

বছর হল ৩৬৫ টা পাখির একটা ঝাক।
রোজ একটা করে উড়ে পালায়
চাইলেও তুমি এর একটাকেও ধরে রাখতে পারবে না............

-


22 JUN 2020 AT 20:07

ভাঙ্গনের পর কেন জানি না
মৌনতা বড়ই অর্থবহ হয়ে পড়ে

-


6 DEC 2021 AT 18:17

ও সময় একটু দাঁড়াও........
এই অবেলায় এতো হাঁটা যায় বলো.......
ক্লান্ত হয়ে গেছি, একটু স্থবির হয়ে বসি......
প্রান ভরে জিরিয়ে নেয় দুইদন্ড........
পলকে দেখে নেই ফেলে আসা দিন........
ভুল চাল গুলো শুধরে নেই একটিবার......
যে ছবি আঁকা হয়নি কোনদিন.......
একবার আঁকি গাঢ় নীল রঙে.........

-


19 DEC 2020 AT 11:40

এক টুকরো ছন্দময় জীবন
কখনো খুশির হাওয়া বয় আপনমনে.......
কখনো আসে বিদ্যুৎ-এর ঝলকানি
জেচে বিনা আমন্ত্রণে........
কখনো লবনাক্ত ঢেউ
আছড়ে পড়ে বুকে.......
কখনো বা মুক্ত আকাশ
কুড়িয়ে পাওয়া সুখে..........

- Labanya

-


12 OCT 2020 AT 19:31

ঝাপসা চোখের দৃষ্টি মলিন
ধূসর স্মৃতি, বেরঙিন
এইতো সেদিন রঙের ছটায় রঙিন ছিল সব
আজকে শুধুই ধূলোর পরত, স্তব্ধ কলরব

-


10 OCT 2020 AT 10:34

ভুলে যাওয়া গান,
ফেলেআসা দিনের সুর,
মনের চিলেকোঠার ঘরে
রয়েছে অগোছালো ভাবে, অযত্নে
তবুও তো রয়েছে, শত পুরোনো
ধুলিমাখ অতীতের জঞ্জাল মাঝে
একচিলতে আবেগ মেখে,
মাঝে মাঝে অবুঝ মনের আবদারে
ধুয়ে মুছে পরিষ্কার করে খুঁজি
কিছু মন ভালো করা গল্প,
হয়তো এখনো হয়নি বিবর্ণ,
কিছু সুখ স্মৃতির মালা.........
এখন যদি কিছু অক্ষত থেকে যায়
তবে কুড়িয়ে নেবো সেটুকুই,
সাজিয়ে রাখবো আতর গন্ধ মাখিয়ে
চার প্রকোষ্ঠের এই ছোট্টো বাক্সে,
গহীন হৃদয় মাঝে...........

-


8 OCT 2020 AT 9:34

কথারা আজ ভীষণ চুপচাপ, নীরবতাই বলবে কথা
হৃদ গোপনে কঠিন শাষন তবু ভাবনারা আজ লাগামছাড়া
চুয়ে পড়া স্বপ্নরা আজও যেন ভীষণ এলোমেলো
বাধ্য আমি, বাধ্য তুমি, শুধু অবাধ্য এই শব্দগুলো...........

-


1 OCT 2020 AT 10:30

এমন অনেক কিছুই আছে;
যা ভুলে যেতে হয়
চেনা অচেনা কতনা মূহুর্ত
কতনা মধুর স্মৃতি
সবই ভুলে যেতে হয়
অনেক অনেক বছর ধরে
আঁচলে ভরেছি যে ফুল
যেতে হবে সেই ফুলও
পথের ধূলায় ফেলে
স্মৃতিরা যায় সব বিস্মৃত অতলে
তাই এমন অনেক কিছুই আছে
যা ভুলে যেতে হয়
-লাবণ্য

-


28 SEP 2020 AT 19:32

একটা উড়ো চিঠি হাজার হাজার বছর ধরে
ক্ষণিকের স্বপ্ন গুলোকে স্পর্শ করে চলে যায়.......
সেই খাম খুলে দেখার প্রয়াসে
পথ হেঁটে চলেছে মানুষ লক্ষ কোটি বছর ধরে.....
কত দূর হেঁটে গেলে কিংবা কতটা ছুটে গেলে
তার নাগাল পাওয়া সম্ভব...........??
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজও হয়রানি সামলায় মানুষ..........
কীভাবে ছুটতে হয় তা অজানা মানুষের আজও
জানা নেই বহূকাল.........
তবুও মানুষের সেই অজানার উদ্দেশ্যেই ছোটা
কেউ কেউ ছুঁতে পারে সেই চিঠি........
অনেকেই খাম ছোঁয়ার গল্প লিখে রাখে..........

-


Fetching LABANYA SARKAR Quotes