........
-
তোমার,
ফিরে আসার মিথ্যে আশায়
নামল চোখে শোকের নদী।
মলিন স্মৃতির মৃত্যবাণে রংবাহারী দুঃখযাপন,
(মনে) মশাল জ্বালায় নিরবধি।
-
নতুন ভোরের সূর্যোদয় দেখতে শেখো
সমস্ত ক্ষত সারিয়ে তুলতে শেখো
সমস্ত অবহেলা ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখো
মন আকাশে বৃষ্টি তো অনেক ঝরিয়েছো,এবার একটু রঙিণ করে তুলতে শেখো
অনেক তো কাঁদলে,এবার একটু হাসতে শেখো
পুরোনো স্বপ্নগুলোকে মুছে ফেলে আবারো নতুন স্বপ্ন দেখতে শেখো
অতিত নিয়ে না,বর্তমান নিয়ে বাঁচতে শেখো
ভালোবাসাকে বেঁধে রাখতে না,ভালোবাসাকে আগলে রাখতে শেখো
নিজে ভালোথাকতে না,অন্যকে ভালোরাখতে শেখো
সে হয়তো বা চলে গিয়েছিলো দূরে
করেছিলো নিজেকে আত্মগোপন
তবুও বলে দিও তাকে,
সে চিরকালই আমার একান্ত আপন-
মন কুঠুরিতে অবহেলার চোরাবালি দেয় করে প্রায়শই শব্দহীন।
জীবনের মরুভূমিতে ভালোবাসা, মরীচিকা ন্যায় অস্তিত্বহীন ।।-
।। যতবার ভেবেছি আরো একবার ফিরে দেখি তোমাকে
ততবারই তোমার দেওয়া অবহেলা ঘিরে ফেলেছে আমাকে।।-
• ধিক্কার দেবো কাকে?
জন্মবন্ধ জীবন কেন আজীবন কুৎসা রচে!
অধর্মেরা আত্মপক্ষে অযথা প্রকাশ্যে মুখ লোকায়
সমাজের বাতিঘর নিভে গেছে কবেই,
নাবিকরাও করেনা একটু আলোর ক্ষীণ আসা
দণ্ডাদেশের বিধির কবলে কত কলঙ্ক অপভ্রংশে মুক্তি পেল
শাসন করার মুক্ত দৃষ্টি হয়তো অক্ষমতায় বাড়া,
অপকর্মের হিসাব চুকিয়ে হয়তো খেলতে বসে পাশা।
কার্যসিদ্ধি আগুনমুখো, শর্ত পোড়ার আঁচে অসহায়ত্ব হয় সেঁকা
ভৌত জীবন কল্পে ঝুলে, ঘর কুড়িয়ে দিন এগোতে বাধ্য করে চোরা শর্ত
কারো পেটে শিক্ষা পচে, বেআইনি বিষ রক্তে ক্রমশ যাচ্ছে মিশে
নৈতিকতার ভিত কাঁচা, মনুষ্যত্ব পড়ে পাঁকে
জন্মগত অবহেলিত ওরা, ধিক্কার দেবো কাকে...
ওদের ধুঁকে বাঁচা গুনগুলোও বিপথগামী হবে কাল
উপরওয়ালা এসব দেখেও তেল দিয়ে নাকে, 'তিল'কে করে 'তাল'।-
আমার প্রতি তোর ভালোবাসা হয়েছে আজ অবলুপ্ত
কিন্তু ছাইচাপা আগুনের মতো আমার ভালোবাসা সুপ্ত
আগে কত প্রাণোচ্ছল ভালোবাসা ছিল, হয়েছিল তপ্ত
আজ তোর অবহেলাতে ভালোবাসা হল অভিশপ্ত ।।
-
দেশীয় সংস্কৃতি
----------------------
দেশীয় সংস্কৃতিকে অপ্রচলিতের গোষ্ঠীভুক্ত করে ঐতিহ্যবাহী তাঁতের শাড়িতে নাক ছিটকোচ্ছে ওই প্রণয়িনী,
ও ভুলেই গেছি, এখন তো শপিংমলে western পোশাকের ব্যান্ড চশমার ফ্রেমের আড়াল থেকে বিজ্ঞের মতো যাচাই করতে ব্যস্ত সব তরুণ তরুণী।
বাবা মার দেওয়া বাধা তোয়াক্কা না করে রাত্রি 2 টো পর্যন্ত মদ্যপানে বিভোর,
তাই Khushwant Singh-এর 'Karma' গল্পের আয়নাও যেন তাদের করছে অনাদর।
যদিও এটাই তাদের কাছে আধুনিক হওয়ার লক্ষণ,
তাই উরণচন্ডীগন নিজেদের ভাবে খুবই বিচক্ষণ।
অন্যদিকে ভিনদেশীরা কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে জমাচ্ছে এদেশে ভীড়,
ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিজ নিজ দেশের সংস্কৃতির বুকে মারছে তীর।
সমৃদ্ধপূর্ণ স্বাচ্ছন্দ্যময় মাতৃভূমি ছেড়ে ভারতের দারস্ত হয়ে নিজেদের নিয়োজিত করছে কৃষ্ণ আরাধনায়,
তাই কৃষ্ণও যেন নিরত তাদের মনে প্রেম সঞ্চারণের সাধনায়।
-
সময় যে কোনো কিছুরই উপেক্ষা করে না
সময়ের চাপে যেনো ছন্দময় পৃথিবী আজ হারিয়েছে তার গতি
সে যেন নিয়েছে এক অজানা সময়ের বিরতি
ব্যস্ততায় ঘিরে থাকা শহরটা আজ নিস্তব্ধ
সময়ের বেড়াজালে তো সকলেই আবদ্ধ
ভালোবেসে যে মানুষগুলো উপহারে দিয়েছিল দিনের প্রতিটা বেলা
আজ তারা ব্যস্ত ভীষণ,দিয়ে যায় শুধুই একরাশ অবহেলা
ভালোবেসে সময় চেয়ে নেওয়া মানুষগুলো আজ ক্লান্ত হয়ে উঠেছে
ব্যস্ততাকে ঘিরে তাদের ভালোবাসা আজ হারিয়েছে
-
আজ অজস্র অভিমানেরা ভীড় জমিয়েছে
মনও আজ সেই মেঘেই মেঘাচ্ছন্ন
ভালোবাসার পুরোটাই একাকীত্বে আচ্ছন্ন
অভিমান জমে মন আজ ভারপ্রাপ্ত
হৃদয়ও তোমার অবহেলায় ক্ষতবিক্ষত
তোমাকে ভালোবেসে যেই মন
পাশে চাইতো তোমায় দিনের প্রতিটি প্রহরে
সেই মন আজ বড্ড অভিমানী
আর মুখ ফেরাতে চায়না তোমার শহরে
বৃষ্টি তো সকলেই ভালোবাসে
তবে বৃষ্টির কারণ খুঁজতে চায় ক'জন
বাহ্যিকের হাসিমুখতো সকলের পচ্ছন্দের
তবে অন্তরের ব্যথা খোঁজে ক'জন
এখন আর নেই তোমার আর আমার মাঝে কোনো ভালোবাসার স্মৃতি
কারণ আমি যে লিখতে শিখেছি তোমায় ছাড়াই আমার গল্পের ইতি-