এককালীন ভালো না লাগা যে সময়ের সাথে সাথে কখন গহীন অন্তরের অসীম ভালোবাসার ঊর্ধ্বে উঠে যাবে তা রাত জাগা তারাও বলতে পারে না।।
-
স্বামী আর প্রেমিক দুটো আলাদা জিনিস,
স্বামী তোমার মাথা কখন ঝুকতে দেবেনা,
কারণ তোমার মাথায় তার দেওয়া সিঁদুর আছে।
আর বেশিভাগ প্রেমিক তো তোমার দেহটাকেই ভালবাসে।
তাই সে যখন অন্য কাউকে পেয়ে যাবে,
তখন তোমার সাথেই কাটানো মূহূর্ত গুলো ভাইরাল করে দেবে।
তাই প্রেমিকের প্রতি দুর্বল হও না।
-
তুই ছিলি মনের কাছাকাছি
ছিলাম দুজনে খুব পাশাপাশি।
বেধেঁ ছিলি আমায় বন্ধুত্বের মত পবিত্র বন্ধনে
সে বাধন আজও আমি পারিনি কাটিয়ে উঠতে।
কালের প্রবাহে দূরত্ব বেড়েছিল আমাদের মাঝে বেশ
ব্যস্ত হয়ে পড়ছিলাম সাজাতে আপন আপন জীবনের রেশ।
এতকিছুর মধ্যেও,বিশ্বাস কর কোনদিন ভুলে যায় নি তোকে
তুই রয়ে গেছিস মনের সেই কোমল জায়গাটুকু জুড়ে।
সময়ের সাথে সাথে অনেক এল অনেক গেল
তবে তোর মত না কেউ হল
তাই সব দ্বার ঘুরে আসিয়া শেষে একথাই বলি
"আমার মতে তোর মত কেউ নেই"!
-
যে কয়েকটা স্বপ্ন বাকি ছিল
সেদিন বিকিয়েছি জলের দরে।
অযথাই কষ্টের কালো কাক এসে
ঠোকর দিত, ঘা বাড়াত।
ব্যর্থতার অসহ্য পচা দুর্গন্ধে
বিকল্প,পাশ ফিরার নতুনতা মাত্র।
তেল সলতে দুটোরই অভাব,
নিভু নিভু শিখায় কালবৈশাখীর ব্রাহ্মণত্ব।-
অতীত যখন পেছন থেকে ডাকে
মাঝে মাঝে সাড়া দিতে হয় তাকে
সাড়া দেওয়ার সময় নেই কারও
সবাই ভুলতে চাই অতীতকে আরও
তবুও মনে পড়ে পুরানো সেই দিন
ক্রমশ শরীর হয়ে যাচ্ছে ক্ষীন
বাসস্টপেতে অপেক্ষা করত তখন কেউ
সামনে যখন লক্ষাধিক মানুষের ঢেউ
সে এখন নেই এ মনের কুঁড়েঘরে
যদিও সে থাকে এখন অনেকদূরে...-
বাইরের বৃষ্টির সাথে মিশে যাচ্ছ আমার চোখের জল
হঠাৎ অনেক বছর পরে
ফোনের ওই প্রান্ত থেকে ভেসে আসছে
কিরে কেমন আছিস বল?
উত্তর দেওয়া হয়ে ওঠেনা
আসতে থাকে হাজারো প্রশ্নের ঢেউ
দুঃখ গুলো আজও থাক একান্তই আমার
বুঝতে এসো না কেউ।
হঠাৎ বন্ধ হলো কথা কেটে গেলো ফোনটা
সাথে সাথে ভেঙে গেল আমার মনটা।
চাইলেও করতে পারতাম না তোর সাথে যোগাযোগ
এখনো তো চাই তোরে জীবনটাই সুখী হোক।-
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি বিমানবন্দর
একবার পাড়িদিলেই সমস্যা থেকে বহুদূর
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি গজদন্তে তৈরী মিনার
উপরে উঠলেই নিচের ছোট্ট পৃথিবী সুন্দর
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি বিশাল অন্তহীন সমুদ্র
নীল জলে মিশে যাওয়া নগরের গর্জন
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি সাদা বরফ
রং চুরি করে বসে আছে মাথার উপর
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি সেই পুরানো তানপুরা
সুর ওঠে তবু কেন যে এতো মনমরা
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি বেহালার বস্তিতে ছোট্ট খেলাঘর
অবহেলাই ,অনাদরে বেড়ে ওঠা এক মিষ্টি অথচ কষ্টের শৈশব
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি শুধুই সাফল্য
সাফল্য আসবে নিশ্চই তখন কি আর জীবন পাশে থাকবে ?
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি শুধুই ব্যাভিচার
কে জানে কে কার পাপের ভাগিদার
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি অপ্সরা
একবার মিষ্টি হেসে তাকালেই জীবন হবে রামধনুতে ভরা
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি সালভাদর ডালি
হাজার স্কোয়ার ফিটের ঘরে প্যারিসের দেওয়াল আর লাগবেনা খালি
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি শুধুই শৃঙ্খলা
নিয়ম আর অনিয়মের মাঝে শব্দটাই আজ অধরা
মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি পুরোটাই ফাঁকি
রয়েছে সবই তাও কোথায় যেন অনেক কিছু বাকি-
অনেক দিন ধরে,
আমায় মাথায় এক খেয়াল আসে,
কি করে মেয়ে পটাতে হয়?
কোনো ধারণা আসে না মনে !
যদিও আসে -
প্র্যাক্টিক্যাল করার সাহস পায় না!
যদি কেউ এই বিষয়ে পারদর্শী থাকেন
দয়া করে যদি একটু শিখিয়ে দিতেন...-