প্রতিবাদী ভাই#😔😞   (সৌভিক করাতি)
454 Followers · 8 Following

read more
Joined 3 September 2019


read more
Joined 3 September 2019

মুখের তো প্লাস্টিক সার্জারি হয়ে যাবে,
চরিত্রের প্লাস্টিক সার্জারি কি করে করবে বলো?

-



স্মৃতি আকরে ধরে বেঁচে কি হবে,
তার থেকে ভালো, ভুলেই যাই।

-



জানিনা কোন বাঁধনে পড়ে,
শত অবহেলার মাঝেও,
আজও তোমার কথা মনে আসে,
তবে স্মৃতিতে জড়াতে পারিনা আর।

-



কখনও আনন্দমেলা,
কখনও আবার প্রিয়জনকে হারানোর যন্ত্রনা।

-



আজ সে কর্মহীন বলে তাকে অবহেলা করো না প্রিয়,
কারন সে তোমাকে পাওয়ার জন্য প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছে,
আর হয়তো দেখবে পরিস্থিতি একদিন তাকে ঠিক জায়গায় দাঁড়করিয়ে দেবে।

🤝 শুধু হাতটা ধরে রেখো 🤝

-



বহু কাল ধরে সন্তান না হওয়ার যন্ত্রণায়,
ক্লান্ত হয়ে পথ চেয়ে বসে থাকা মায়ের কোলে,
ফুটে উঠুক আলো.....

-



যেটা আজও স্কুলের প্রাচীরের চার দেওয়ালে ঘোরাফেরা করে,
যখন স্কুলে ঢুকি তখনই স্কুলের চাবি খোলার দাদু ডেকে ওঠে,
"আরে করাতি যে, কেমন আছিস"

-



রাস্তায় নির্যাতিত হওয়া মেয়েটাকে দেখে,
ঘরে এসে খবরের চ্যানেল খুলে,
পাখার হাওয়ায় বসে থাকা মানুষদের উদ্দেশ্য বলছি,
ওই ভালোমানুষের মুখোশ খুলে বসুন।
দয়া করে প্রতিবাদ করতে শিখুন।

-



হয়তো তোমায় স্পর্শ করার অধিকার অনেক আগে হারিয়েছি,
তবে তোমায় নয়ন ভরে তো দেখতে পারি।

-



তুমি ওই শিক্ষিত সমাজের বড়াই করো,
যেখানে তুমি প্রতিবাদ করতে গেলে তোমায় বসিয়ে দেওয়া হয় ।
আমি কিন্তু সবরকম পরিস্থিতিতে নিজেকে উজার করে দিতে পারি,
কারন আমি তোমার ওই মুখ বন্ধ করা শিক্ষিত সমাজের মধ্যে পড়িনা ।

-


Fetching প্রতিবাদী ভাই#😔😞 Quotes