জীবনের কিছু ভুলের মাশুল গুনতে হয়
সবকিছু হয়তো শুধরে নেওয়া যায়না
বর্তমানে রোজনামচায় মিশেও
অতীতগুলোই সামনে ধরে আয়না
অতীতের কিছু কথা থাক না
যেগুলো আর মন বলতে চায়না..
-
একটা সময় জানি এসে
সবাইকে পথ খুঁজতে হয় শেষে
হাতেখড়ি দিয়ে জীবন শুরু
জীবনই হলো আসল শিক্ষাগুরু-
দুচোখ ভরে , আগলে রাখবো মনের মনিকোঠায়
তোমাকে খুশিতে ভরিয়ে দেব আমার ভালোবাসায়
শুধু পথ চেয়ে বসে আছি তোমার আসার অপেক্ষায়-
আমায় তুই ভালবাসিস আগে বলবি তো,,
আমিই বোধ-হয় রেখেছিলাম না-বাসার শর্ত;
দৃষ্টি কেমন বদলে গেলো সময় অভিঘাতে।।
যেদিন তোকে প্রথম ছুঁলাম তোদের বাড়ির ছাদে,,
সেই ছোঁয়াতে প্রেম কি ছিলো???
নাকি শুধুই স্নেহ.....
আমার রাতের ঘুম কেড়েছে তোর চোখের সন্দেহ-
ভালোবেসে আমার এ মন,তোমাকে চাই সারাক্ষন
তোমাকে সাথে নিয়ে বাঁচতে চাই আমি আজীবন-
এ শহরে তোমার আনাগোনা
আমার মনের শহরে তুমি ভীষন চেনা
স্বপ্ন দিয়ে আঁকি তোমার ছবি রোজ
দূরে আছি তবুও অনবরত নিই তোমার খোঁজ
ছায়ার মতো থাকবো শুধু তোমার পাশে
আমার এ মন তো শুধু তোমায় ভালোবাসে-
Life is short,,Dream big and make the most of 2022❤❤❤
"" HAPPY NEW YEAR""2022 To ALL💗💗-
যেন মেঘলা দিনে
একলা ঘরে তোমায় ভাবি মনে মনে
কাছে যেতে ইচ্ছে করে তোমার
তবু চাইলেও পারি না আবার
ভালোবেসে আমার এ মন
শুধু তোমাকেই চাই সারাক্ষণ।।
-