Dil......... Ruba.   (Dil(দিল) .)
228 Followers · 84 Following

read more
Joined 4 January 2019


read more
Joined 4 January 2019
AN HOUR AGO

সবুজের হাতছানিতে
বৃষ্টি ঝরায় সেথায়
যেথা কোকিলের ডাক শোনা যায় রাত দুপুরে।
কিছু অভিমান বুকে নিয়ে
উড়ে যায় মেঘ দিক থেকে দিগন্তে।

-


3 HOURS AGO

মন বড় চঞ্চল চারিদিকের অস্থিরতায়
অপ্রাসঙ্গিক মনে সেই গান,
যা গাইতাম শৈশবের আঙিনায়
আজ অতীত আর বর্তমান,
মেলানো হয়ে গেছে দায়।

-


10 MAY AT 17:28

নিপাত যাক সন্ত্রাস,
নিপাত যাক সাম্প্রদায়িকতা
ধ্বংস হোক অহংকার,
ধ্বংস হোক দাম্ভিকতা!
ফিরে আসুক সবুজ
বেঁচে যাক মানবিকতা!!

-


10 MAY AT 17:07

কিছু কট্টরপন্থী, মৌলবাদী ও সাম্প্রদায়িক মানুষ গুলোর জন্য বদনাম হয় একটা পুরো জাতি। অপরদিকে ভামিকা সিং ও সোফিয়া কুরেশী র মত মানুষের জন্য রক্ষা পায় একটা একটা সম্প্রদায়।

-


9 MAY AT 17:15

খেলা হয়ে গেছে শুরু
চারদিকের হাহাকারে বুক করে দুরু দুরু।
যুদ্ধ মানে বিনাশ ,যুদ্ধ মানে ধ্বংস
তবুও পরিস্তিতি বাধ্য করে নিতে অংশ।
নিষ্পাপ ধরাবুকে মিশাইল
আর পারমাণবিক বোমা পড়ে সেই দিন
মানুষের মনুষ্যত্বে র ভীত
এক্কেবারে নষ্ট হয় যেদিন।
স্বীকারোক্তি আসুক ভুলের,
প্রায়শ্চিত্ত হোক পাপের
সাইরেনের শব্দ না শুনি ঘুমের ঘোরে
বেঁচে যাক ধরা,বেঁচে যাক মানবিকতা
নিরাপদ থাকুক শিশু আপন মাতৃ ক্রোড়ে।

-


7 MAY AT 16:35

মনের ক্যানভাসে মাঝে সাঝে
উঁকি মারে এখনও,
পাওয়া না পাওয়ার হিসেব গুলো
আজও এলোমেলো।
কিছু সুখ অপ্রাপ্তি তে থাকে
একথাটি মনকে যায়নি বোঝানো!

-


7 MAY AT 15:33

জানি সাধারনের মাঝে তুমি অসাধারণ
মায়াবী চোখে করেছো কত হৃদয় হরন!
তোমার চলার পথে আসুক যত বাধা
মানবে নাকো হার ,তুমি যে অনন্যা।

-


6 MAY AT 18:52

জীবন হবে অনেক সুন্দর
ভেবেছিলাম পেয়ে যাব সবকিছু, যা আমার প্রয়োজন!
সময়ের প্রহসন হয় বড় নিষ্ঠুর
বুঝিয়ে দেয় কালের স্রোত বৃথা ছিল আমার সব আয়োজন!

-


5 MAY AT 18:43

মরসুমি ফুলে ভরে আছে ডাল,
জীবনে আসুক না বহু ঝড়
তবুও ভালোবাসার মানুষটি ভালো থাক চিরকাল!

-


30 APR AT 10:03

ভালো থাক পৃথিবীর সকল
পজিটিভ ভাবনার মানুষ গুলো!
নিপাত যাক হিংসা, বিদ্বেষ
অহংবোধ আর সন্ত্রাসী ভাবনাগুলো!

-


Fetching Dil......... Ruba. Quotes