QUOTES ON #৪১৪২

#৪১৪২ quotes

Trending | Latest
16 JUN 2022 AT 19:23


জীবনের প্রথম ক্ষরণ রাতভর
শ্রাবণ
বাচাঁর নিত্য আবর্তন,ক্ষয়িত
তনু, মন।

-


16 JUN 2022 AT 17:31

বীভৎস রাত, দুঃস্বপ্নের মতো
বেকারত্ব!
মধ্যবিত্ত! জেনারেল! তুমি নিশ্চিত
শেষ অনন্ত...

-


17 JUN 2022 AT 7:52

জ্বলছে দেশ, জ্বলছে ধর্ম,
জাতপাত...
সব নির্বিশেষে, প্রতিহিংসার দাবানলের
সর্বনাশী করালগ্রাসে।

-


16 JUN 2022 AT 18:01

যতবার ভূলে যাবি, ততবার
মন
দিয়ে শোন, আমাকে ভালোবাসা
কঠিন ভীষণ।

-


18 JUN 2022 AT 11:03

-


16 JUN 2022 AT 23:35


লোনাজলে ভিজিয়ে বালিশ, নালিশ...
রেখে,
কষ্টগুলো পাশ ফিরে শোয়
বিষাদ মেখে।

-


16 JUN 2022 AT 22:49

ছুঁয়ে দিলে নিশ্চিত যুদ্ধজয় ,
সঞ্জীবনী ;
মুহূর্তরা স্থবির মুগ্ধতার ঘেরাটোপে ,
প্রিয় মুখখানি।

-


18 JUN 2022 AT 16:06

-


16 JUN 2022 AT 17:39

স্থির বিশ্বাস, পাবো না
তোমায়।
তবু চিরকাল রয়ে গেল,
হারানোর ভয়।।

-


16 JUN 2022 AT 22:14

দূরত্বে হয় না সম্পর্কের
অবনতি,
অনুভূতি টিকিয়ে রাখে সম্পকর্কে
আজীবন, সর্বদা।

-