হীরের টুকরোর ন্যায় হিম হয়ে রও ঘাসের ডগায়,
মাড়িয়ে যেতে মন নাহি চায় অপলকে হেরি তোমায়।-
মায়ের পায়ে বিসর্জন হোক
পারিপার্শ্বিক যত আঁধার,
দীপাবলির আলোয় হোক
অশুভ শক্তির প্রতিকার।
সুখ সমৃদ্ধিতে অক্ষয় থাক
ধরার সকলের পরিবার,
আনন্দে থাকুক সকলে
শুভেচ্ছা রইলো আমার।।
শুভ শ্যামাপূজা ও দীপাবলির শুভেচ্ছা রইলো।
🙏🙏🙏🌺🌺🌺-
অভিমানে নিজেকে তোমার ভালোবাসা থেকে যতই
দূরে রাখি,
জীবন অবসানের পরে পরস্পরে হবো আত্মার মুখোমুখি।-
বিষন্ন মনে কেটেছে প্রহর হরদম,
মনের অপূর্ন ইচ্ছেদের ,ইচ্ছে পূরণের
বাঁধন হারা সাধের হয়েছে সমাগম
অকারণ স্নেহের হঠাৎ ঘটেছে আগমন
এবার হয়তো তাদের সাধ পূরণ হবে সমাপন।-
সকল মানব আগুন জ্বেলে দৃঢ় ভাষায় মুক্তি লেখো,
ভুল বিচারে পুড়বে দেশ ধৈর্য্য শুধু সামলে রেখো ।-
রাতভর বাহিরে অন্তরে অবিরত বর্ষণের পরে,
বৃষ্টিধোয়া সকালে দেখি ঝলমলে আকাশ,
ধুয়ে গেছে ধুলোর সাথেও জমা মলিনতা,
মনের সাথেও উজ্জ্বল হয়েছে চারপাশ ।।
-
হয়তো কোনো ক্ষণের প্রকোপে স্বেত মরাল আজ কালিমা লিপ্ত,
অশান্তির ছায়া শরীর জুড়ে আসলে সেই ক্ষণ ছিল
অভিশপ্ত।-
বিশ্ব ক্রিকেট যুদ্ধের অবশেষে আমরাই চ্যাম্পিয়ন
হলো টানটান উত্তেজনায় ভরা অপেক্ষার অবসান,
বিশ্বকাপ জয় করে ভারতীয় ক্রিকেট দল,
গর্বিত ও উজ্জ্বল করেছে ভারত মায়ের সম্মান।-
তোর সাথে সাময়িক মনের দূরত্ব হোক যত শত মাইল,
তোর অভিমানের অবসানে ভালোবাসার বন্ধনে রইবো চিরকাল।-
ঐ গুলঞ্চের ডালে কত গুনসম্পন্ন
ঔষধি হাওয়ায় দোলে,
আধুনিকতা ঘিরেছে আমাদের মন
টোটকা সব কিছু গেছি ভুলে ।।-