স্ট্যাটাস
📌
মৃত্যু হাতে মুহূর্ত কিনি পদে পদে;
সমাজ ভরে গেছে দুপেয়ে শ্বাপদে।
দী.ক-
শুনতে নও তুমি আগ্রহী।
আমি বললেই আদিখ্যেতা,
তুমি তো একনিষ্ঠ সত্যাগ্রহী!
... read more
এই বৃষ্টি নাছোড় সারাবেলা,
কাগজ-নৌকায় ছেলেবেলা।
এই বৃষ্টি সদ্য-কিশোর মনে,
জোয়ার আনে নিষিদ্ধ গানে।
এই বৃষ্টি সারা আকাশ ছেয়ে,
ব্যালকনিতে কিশোরী মেয়ে।
এই বৃষ্টি ভীষণ অচেনা সুরে
স্বরলিপি শোনায় জলনূপুরে।
দী.ক-
ছদ্মবেশী
◽
পিছু ডাকলে ভীষণ রেগে যেত লোকটা,
ধমক দিতো প্রচণ্ড চিৎকারে, বিরক্তিতে।
তাবিজ - মাদুলি বেঁধেছিল বেশ কয়েকটা
রোগ - ব্যাধি আর কুনজর থেকে বাঁচতে।
গতরাতে সে লোকটাও গর্জে উঠেছিল,
তার মুখেও ফুটেছিল সংস্কারের ভাষা !
সে মুষ্টিবদ্ধ করেছিল তার দুহাত
প্রতিবাদের ধাঁচে,
গতকাল সে নিজেকে সেঁকেছিল
সংস্কারের আঁচে।
দীপঙ্কর কর্মকার-
ফেলে আসা পিছুটান
জল ছবিতে সুখবিলাস;
পদচিহ্নে প্রত্যাশা লিখি
ছেলেমানুষি অভিলাষ।
-
সহজাত
শখ
ছন্নছাড়া নামহীন তুচ্ছ জীবন
অন্তত একটা তকমা জুটুক,
দাবি তো নয় কিছু আহামরি!
পথ থাকলেই পথচলা, আমরণ
গলিতে একটা ঘাসফুল ফুটুক;
আর আকাশে নির্লিপ্ত একটা ঘুড়ি।
গগণচুম্বী কিছু তো নয়, খুবই সামান্য
নিরুচ্চারে চেয়েছিল ওরা, বে-না-মী।
হৃদয় জিতেছে গোলাপ জন্মগত নৈপুণ্য,
হায় ঘাসফুল! জুটেছে শুধু বদনাম-ই।
-
দর্শন
▪️
পার্থিব মায়ায় স্থবির
খড়কুটো জমিয়ে নিজেকে বলি
ব্যস, গোছানো জীবন! কিছুই নেই ফাঁকি !
ঠিক তখনই
ঘরছাড়া বেপরোয়া পাখির বুলি
এখনও তোর আকাশ ছোঁয়া বাকি।
দী.ক
-
মুখচোরা মৃতপ্রায় ইচ্ছেরা সচেতন অনাদরে ,
নিরুদ্দেশের গল্প বোনে অভিমানে, অগোচরে।-
সহজ পাঠের গল্পের মতো,
সহজ হয়ে ওঠে জীবনবোধ।
কায়ার শরীরে ছায়ার ক্ষত,
ফিকে হয়ে আসে চেনা রোদ।
-
না বলা কথাগুলো ভীষণ অভিমানে,
ঠিকানা খোঁজে জীর্ণ পাণ্ডুলিপির কোণে।
-
আশকারা পেলে চুপকথারা,
অভিমান জমে অন্তপুরে।
মেঘ সরলে মনের আকাশে,
অনুরাগ আসে চুপিসারে।
-