সাফল্য খোদিত থাকে আঘাতের প্রাচীরে,
প্রাপ্তিগুলো চক্ষুতটে ধোয় নোনা সাগরে,
মৃত-মুক্তো গরিমা বাড়ায় জ্যান্ত তিমিরে....-
🗝🔑চাবিকাঠি🔑🗝
উষ্ণ নিঃশ্বাসটা ছেড়ে
বিশ্রামের অবসাদ খুঁজে চলেছি।
কিন্তু কখনো ক্লান্তিটাকে জায়গা দেইনি
ব্যর্থতার কাঠগড়ায়...
আজও সহস্র ভাবনা উঁকি দেয়
মিট মিট করতে থাকা সন্ধ্যাতারাদের ভিড়ে।
একদিন হয়ত না চাওয়া স্বপ্নগুলো
ধরা দেবে পরিশ্রমের ঘামে।
সেইদিন সুখগুলো হেসে বলবে-----
"আজ সাফল্যের মজাটা বেশ আনন্দময়"।
-
সাফল্য যখন মানুষ কে গর্বিত করে তখন সেটা অনুপ্রেরণার জন্ম দেয় আর যখন অহংকারী করে তখন সেটা অনুসূচনার জন্ম দেয়।
-
লড়তে শেখো ব্যর্থতার কিছু গল্প জেনে,
সাফল্যের দিকে পা বাড়াও, অসাফল্যের বাঁধাকে মেনে।।-
জীবনে সবসময় সাফল্য আসতে নেই, মাঝে মাঝে ব্যর্থতাও আসা উচিত...
ব্যর্থতা না আসলে জীবনে সাফল্যের
স্বাদ আমরা কখনই অনুভব করতে পারবোনা.....
-
আজ যারা তোমার চেষ্টা গুলো নিয়ে মজা করছে তারাই একদিন তোমার সাফল্য নিয়ে গর্ব করবে
-
ফেলে আসা পথ তখনই ভালো লাগবে।
যখন তুমি তোমার ভালোলাগা গুলো ফেলে এগিয়ে যাবে।।-