Sangita .......   (Sangita)
420 Followers · 602 Following

Joined 5 June 2019


Joined 5 June 2019
20 DEC 2020 AT 6:39

আজকের এই প্রেমের খেলায়, একদিন তুমিও অসহায় হবে....

-


6 JUN 2020 AT 7:31

চিনতে পারছো?
এ যে প্রকৃতির রাজত্ব চলছে....
সব অত্যাচারের জবাব একসাথে ফিরিয়ে দিচ্ছে এই প্রকৃতি,
আকাশ,বাতাস,সমুদ্রের নৃত্য এখন সামলাবে কে?
তুমি, আমি, নাকি আমরা....

কখন ও ভাইরাসে আক্রান্ত শিশু....,
কখনও আমফানে উপড়ে পড়া আশ্রয়স্থল।
কত জীব হারাচ্ছে প্রাণ....,
কোথাও আবার দাবানল , কোথাও পঙ্গপাল।
প্রকৃতি এবার ক্ষেপেছে সত্যিই ।

তবে কি আর শান্ত হবেনা প্রকৃতি?
কবে ফিরবে হারানো স্বস্তি?

আবার কবে ফিরবে হারানো স্বস্তি?

-


12 MAY 2020 AT 7:01


মনুষ্যত্ববোধ টা যদি নিজে থেকে না আসে..... ,
তাহলে তাকে মানুষ করার ক্ষমতা ক'জন রাখে ?










If the sense of humanity does not come by itself..... ,
then how many people have the power to make him human ?











-


11 MAY 2020 AT 9:03

বার বার নিজের আত্মবিশ্বাস হারায়....,
সেই বন্ধুত্ব ত্যাগ করাই শ্রেয় ।





In that friendship,
Losing your self-confidence again and again.....
It is better to leave that friendship.

-


11 MAY 2020 AT 8:34

কিছু হারিয়েছি ,
তবে হেরে যাইনি.....
তেমনি কিছু পাওয়াকে জিত ধরে নেওয়া ও ভুল ।




I lost something,
But I didn't lose.....
Similarly it is wrong to think that to get something means your win .

-


10 MAY 2020 AT 18:40

আর কিছুই নেই।

সমস্ত যন্ত্রণার প্রথম ঔষদ একমাত্র মায়ের কোল....
মায়ের কোলেই জীবন সার্থক ।




Mother is synonymous with love,
nothing more .
The first medicine for all the pain is the mother's lap.....
Life is successful in mother's lap .

-


5 MAY 2020 AT 7:36

রাত্রি পোহাইতেই আমার অপেক্ষার শুরু....
আর মধ্যরাতে ক্লান্ত ভেজা বালিশে তার অবসান...।




With sunrise my waiting started ....
And his end on a tired wet pillow in the middle of the night...

-


4 MAY 2020 AT 20:31

ভালো যদি বাসতেই চাও তবে নিজেকে বাসো...., অন্যের গল্পে উপসংহার হয়ে লাভ কি?


If you want to love then love yourself....,
What is the benefit of concluding another's story ?

-


1 MAY 2020 AT 9:42

চুপ আছি,
হেরে যাইনি...
চুপ আছি,
বোকা নই...
চুপ আছি,
দুর্বল নই...

সময় আসুক......
মূল্যটা সেদিন বুঝবে।

-


26 APR 2020 AT 9:57

এ এক অন্য ছুটি
নেই তো তার শেষ সীমান্ত.....

বেছে নিলাম বদ্ধ জীবন,
আতঙ্কে সব আতঙ্কিত।
মানুষ এখন মানুষ থেকে,
থাকে ভীষণ দূরে দূরে।
ভাবছি কবে পাবো মুক্তি,
হ্রাস পাবে করোনার শক্তি।


-


Fetching Sangita ....... Quotes