QUOTES ON #সবার

#সবার quotes

Trending | Latest
23 SEP 2020 AT 21:27


প্রতি রাতে কতো স্বপ্ন আসে জানি
সে স্বপ্নও দেখি ভেঙ্গে যেতে ,
মনের ভিতর যত্নে রাখা ছোট ছোট
স্বপ্ন সহজেই পূরণ হতে ।
জীবনের প্রতিটি সুন্দর মূহুর্তে থাকে
সবার হৃদয়ে অনেক চাওয়া ,
সবাই তো একান্ত ভাবেই কামনা করে
স্বপ্ন ভেঙ্গে জীবন কাছে পাওয়া ।

-


4 JUL 2021 AT 7:32

সবার প্রিয় হতে গেলে,
মিশে যেতে হবে...স্বপ্ন সাজানো জগতে,
বহমান সময়ের মূল্য বুঝে,
প্রস্তুতি সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ে।

-



জীবন যুদ্ধ তোমার আমার,
জীবন যুদ্ধ সবার!
লড়তে হবে একা একাই,
জয়ের আনন্দ সবার!

-


10 JAN 2021 AT 20:58

হ্যাঁ গো ,হ্যাঁ গো ,হ্যাঁ;
তোমার দেওয়া ক্ষত বুকে নিয়ে,
আকাশ পথে সময় ছুঁয়ে ফিরব আমি আবার,
হয়ত মনুষ্য জন্ম না ও নিতে পারি ,
হয়ত কোনো ফুল হয়ে ফুটবো কোনো বাগানে,
আর তুমি কি হবে বলতো ??
আচ্ছা, এমন হয় যদি আমি তোমার বাগানের ফুল হই ;
তোমার স্পর্শ পাবো আমি প্রতিদিন ,
তোমার ভালোবাসায় ফুটে উঠবে মোর রেণুতে ও প্রাণ ,
হ্যাঁ, পরজন্মে ও তোমার হতে পারব কিনা জানি না ;
তাই কল্পনাতেও তোমার কাছে থাকতে চাই,
তাই মন বার বার বলছে ,
আকাশ পথে সময় ছুঁয়ে ফিরব আমি আবার ।🥀🥀🥀🥀

-


9 DEC 2019 AT 23:12

যখন সবকিছুর বিনিময়ে নিজেকেই হারিয়ে ফেলা হয়,
তখন নিজেকে নতুন করে গড়ে তোলার সাহসটুকুও জোটে না।

-


16 AUG 2024 AT 19:09

তোমার মেয়ে সময়মত ফিরুক তোমার ঘরে
সবার মেয়ে সময়মত ফিরুক সবার ঘরে।






বাকিটা ক্যাপশনে পড়ে নেবেন অনুরোধ রইল।(রানু)

-


13 MAY 2020 AT 15:56

আমরা কোনোদিন ভালোবাসায়
আবদ্ধ হয়নি প্রিয়,
তবে আমাদের মধ্যে একে-অপরকে
বোঝার ‌‌ক্ষমতা ছিল।
কিছু কারনে হয়তো আমাদের মধ্যে
বিস্তর ফাঁক রয়ে গিয়েছিল,
তাইতো আজ আমাদের সম্প্ক
সবার থেকে
একটু "আলাদা" হয়েই রয়ে গেল।।

-


13 JUN 2020 AT 10:51

জন্মদিন তো শুধুই আনন্দের উল্লাসের দিন,
গোটা বছর অপেক্ষা করিয়ে তবে আসে এই দিন।
চব্বিশ টা তো ঘন্টা মাত্র সবাই করে আহ্লাদ্
আনন্দেতে আত্মহারা আমি এই উন্মাদ।
নতুন জামা নতুন সবই নতুন ধাপে ওঠা;
বড়দের কে প্রণাম করে আশীষ্ নেওয়ার ছটা।
সবার সাথে হই-হুল্লোড়,জমিয়ে আড্ডা দেওয়া;
ভালো-মন্দ খাবারগুলো চেটেপুটে খাওয়া।
উপহার তো অনেক পাই,সবার কাছ থেকে:
আশীর্বাদটাই আসল জিনিস্, যা লভি বড়দের থেকে....।

-


26 JUN 2020 AT 11:38

তাকে অপমান করিনি কারণ আমি সবার মতো নই শুধু শান্ত ভাবে হাসিমুখে বলেছিলাম
"ভালো থেকো”

-


13 AUG 2019 AT 8:47

কারো হাত দেখা যাবে না,
আর কারো বিপদত্তরিনির সুতো ও জুটবে না।
এই সম্পর্কের ঘনত্ব কখনো সাগর,
কখনো বা উত্তপ্ত পিপাসু বালুচর।

আর এই বালুচরে সাঁতরে বেড়াচ্ছে,
আমার মতো অজস্র ক্যাকটাস....



{Happy Raksha Bandhan}

-