jayanti maji   (Ranu)
209 Followers · 25 Following

আমি প্রকৃতিকে ভালবাসি। সততাকে সম্মান দেই। অভিমানী, সৃজনশীল মানসিকতার।
Joined 4 March 2020


আমি প্রকৃতিকে ভালবাসি। সততাকে সম্মান দেই। অভিমানী, সৃজনশীল মানসিকতার।
Joined 4 March 2020
14 SEP AT 20:39

মেঘের কাছে
---------------
ইচ্ছে ছিল হারিয়ে যেতে
মেঘ বালিকার দেশে,
একলা সেথা কইতে কথা
মেঘের সাথে ভেসে।
মেঘের আছে অসীম আকাশ
মুক্ত সেথায় সে,
আমার আমি বড্ড একা
সঙ্গ দেবে কে?
নিঝুম রাতে একলা যখন
আকাশ পানে চেয়ে ,
জোৎস্না হেসে কয় যে কথা
মেঘের কাছে এসে।(রানু)





-


14 SEP AT 19:54

প্রিয় কিছু জীবন থেকে হারিয়ে যাওয়ায় মনের যে অনুভূতির সৃষ্টি হয় তার নাম দুঃখ।
স্বপ্ন ভঙ্গের পর আশাহত মনের অনুভূতি হল দুঃখ।

-


13 SEP AT 20:28

আজ সিংহদুয়ার খুলেই অবাক!
ভোরের আকাশে দেখি
নরম স্নিগ্ধ আলোর বন্যায়
প্রকৃতি ভেসেছে একি!
দীর্ঘ দিনের প্রতিক্ষার পর
শরৎ এলো দ্বারে,
ঊষার আলোর স্নিগ্ধ ছোঁয়ায়
উঠোন গেছে ভরে।
ঘাসের আগায় শিশির বিন্দু
যেন লক্ষ লক্ষ মুক্তো,
শরতের প্রেমে ব্যাকুল হৃদয়ে
প্রকৃতি অনুরক্ত।
কাশের বনে ঢেউ খেলে যায়,
শিউলি ফুলের শয্যা,
প্রকৃতির বুকে প্রেমের আবেশ,
রাঙা ঠোঁটে তাঁর লজ্জা।(রানু)



-


13 SEP AT 19:36

হারানোর ভয়
---------------------
আঁকড়ে ধরে আছি আমি
একটু বাঁচার আশায়,
সময়ের হাত ধরে তাই
হাঁটছি নতুন দিশায়।
পথের শেষ বেশি দূর না,
হয়তো কটা বছর,
না ফেরার দেশে যেতেই হবে
শুনবে না যে ওজর।
এই প্রকৃতির বিচিত্র রূপ
হৃদয় করেছে জয়,
বুকের মধ্যে কান্না জমে
কেবল হারানোর ভয়।(রানু)

-


30 AUG AT 22:28


আমি জীবনের সাথে করেছি সন্ধি
মরণকে করতে বন্দি,
বিধাতা হেসে কয়,চিরসত্যকে
মিথ্যে করার একি ফন্দি।



-


30 AUG AT 20:40

মন্ত্র
-----------------------
যদি এমন মন্ত্র বর্ষিত হত
জীবন ধারার পথে,
আমার জীবন চলতো যদি
আমার নিজের মতে।
যদি এমন মন্ত্র বর্ষিত হত
এই সমাজের মাঝে,
নারীর সম্ভ্রম লুটতো না
বিকৃত এই সমাজে।

-


26 AUG AT 0:52

যবে থেকে শিখেছি চলতে
সেই থেকে আজও চলেছি।
কখনো চড়াই,কখনো উৎরাই,
আবার কখনো বা কিছুটা মসৃণ।
আঁকা বাঁকা পথ ধরে বহুদূরে
পৌঁছোতে চাই শেষ প্রান্তরে,
সেথা শান্তির কাননে
জীবনের পরিসমাপ্তি ঘটে;
মৃত্যুকে আলিঙ্গন করি সানন্দে।

-


25 AUG AT 21:52


শ্রাবণ নিয়েছে বিদায় আজি
শরতের আগমনে,
শিউলি ফুল সুবাস ছড়ায়ে
বাতাসের কোনে কোনে।
হিন্দোলিত কাশের বনে
গোধূলি ঢেলেছে রঙ,
সে রঙে আজ প্রকৃতির সাথে
রেঙেছে সবার মন।
Ranu





-


5 AUG AT 1:16

ক্যাপশনে পড়ে নিতে অনুরোধ রইল।
(রানু)

-


3 AUG AT 13:04

সকল কবি বন্ধুদের বন্ধুত্ব দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

-


Fetching jayanti maji Quotes