ষোড়শী মেয়ের প্রথম চাহুনিতে
লেখা ছিল কত কথা,
মনের ভাষা প্রকাশ পেল
প্রথম চিঠির পাতায়।
প্রথম প্রেমের আবেশে তার
শিহরিত তনু মন,
ওষ্ঠে ফুটেছে লাজুক হাসি
যখন নয়নে মিলেছে নয়ন।
কিশোরী মনের প্রথম প্রেম
হোক চির শাশ্বত,
প্রভাতী আলোর কোমল ছোঁয়ায়
প্রথম কলির মত।
-
মনের দেওয়ালে ফাটল ধরেছে,
হৃদয় হয়েছে রিক্ত।
অতীত স্মৃতিতে জমেছে ধূলো,
নয়ন হয়েছে সিক্ত।
পোড়ো বাড়ির আগাছার মত
ভাঙন ধরেছে মনে,
তবুও স্মৃতি কাঁদায় আমায়
রেখেছি মনের কোণে।
-
মেঘলা মন উড়ন্ত মেঘ
কবির হাতে কলম,
ভাষার ছন্দে, বৃষ্টি আনন্দে
ময়ূর মেলেছে পেখম।
সহন গহন ঘন বরিষনে
উদাসী হয়েছে মন,
মেঘ বালিকা আঁচল বিছায়ে
ডাকে মোরে অনুক্ষণ।-
যা বৃষ্টির ফোঁটা কিংবা
একফোঁটা চোখের জলে
মুছে যাওয়ার ভয় হয়।
যদি আকাশের রামধনু
নেমে আসতো এ জীবনে,
রঙিন হত সাতটা রঙে,
গাঢ় রঙে রেঙে উঠতো জীবনটা।
স্বপ্ন গুলোও হয়ে উঠতো রঙিন ,
খুঁজে পেতাম বেঁচে থাকার মানে।-
দুঃখের দিনে
একলা মনে
কহিযে কথা
আপনার সনে
নির্জন কোনোখানে।
একলা আকাশ
গেছে ডুবে চাঁদ
আষাঢ়ের শেষ
ঘন কালো মেঘ
ভাসিবে ধরা বরিষনে।
-
বীজ পুঁতেছো,জল দিয়েছো
যত্ন করে কত,
সেই ঠকবে,ফলের আশা
যে করবে যত।
বরং শেকড় যেন শক্ত হয়,
খেয়াল রেখো তত।-
বর্ষা গভীর রাতে,
মেঘের আঁচল ভাসে।
আবেগ আমার বানভাসি হয়
বৃষ্টি যখন আসে।
জোনাকিরা দ্বীপ জ্বেলে যায়
আপন খুশির স্রোতে ,
বৃষ্টি ধারায় উদাসী মনে
আবেগ যেমন বাঁচে।
-
রবির সকাল স্নিগ্ধ ভীষন,শান্ত থাকে মন।
বেলা করেই ঘুমটা ভাঙে, চোখে যে রঙীন স্বপন।
হাঁকিয়ে দিয়েছি বাড়ির সবারে,রবিবারটা আমার,
কোনো কথা নেই, বাজারের ভার বাড়ির কর্তার।
আদা তুলসীর সকালের চা টাবানাবে কেবল তুমি,
আয়েশ করে চায়ের কাপে চুমুক দেবো আমি।
কি?! মাছের মাথার মুড়ি ঘন্ট আর চিকেন কষা?
জানোনা তোমার কোলেস্টেরলে হয়েছে কি দশা?
না না বাপু,ওসব খেয়েদরকার নেই আর,
ওই আলু পোস্ত মুখের ডালে দুপুর হবে বাম্পার।
রাত্রে ঐ রুটির সাথেএকটুকরো মিষ্টি,
ঘেমে হাঁসফাঁস,উঠছে নাভিশ্বাস হচ্ছে না যে বৃষ্টি ।
-
সেই ছোট্ট থেকেই স্বপ্ন গুলো
ভাঙছে টুকরো হয়ে
যেমন করে মেঘেরা ভেঙে
বৃষ্টি আসে নেমে।
হারিয়ে গেছে স্বপ্ন কত
পাইনা খুঁজে আর,
ঘুমের মধ্যে হাতড়ে বেড়াই
খুঁজি যে বারবার।
অবশেষে হাল ছেড়েছি,
আর স্বপ্ন নেই কোনো,
ভাসিয়ে দিলাম জীবন নৌকো
স্বপ্ন নেই যেন।-
বাদল মেঘের পরে ,
জানি বৃষ্টি নামবে ঝরে,
শুকনো পাতা বৃষ্টি স্নানে,
আকুল হয়ে রবে।
হাসবে নদী খিলখিলিয়ে,
আকাশ পানে চেয়ে,
বলবে কথা মাঝির সাথে
ভাটিয়ালি গানে।
সবুজ বনে অবুঝ পাখি
কয়না কোনো কথা,
বাসাটি তার ভিজবে এবার,
শুনবে কে তার ব্যথা?-