- দেখ হৃষিকেশ দেখ,কি বিচ্ছিরি দেখ লোকটাকে,বাজে কেমনেই, মানুষের কোনো লক্ষণ নেই,কোনো কিছুর সৌজন্য নেই,ছেড়া ফাটা জামা,নোংরা দাড়ি,চুল গুলো এলোমেলো! কোথা থেকে আসে বল তো এসব লোকজন বইমেলায়! কেই বা ঢুকতে দেয়!
- জানি না। তবে মেজদি বলে শুনেছি, এরা অদ্ভুত হয় খুব। এরা ইতিহাস আকড়ে ধরে বাঁচে। সচরাচর জীবনে বই ছাড়া এদের কোনো ভালো বন্ধু হয় না। এদের কোনো সঠিক ঠিকানা হয় না,এদের কোনো পরিকল্পনা থাকে না,এদের বর্তমান ই এদের সব। এরা হলো হেরে যাওয়া মানুষ।-
এরা গেরিলা যুদ্ধের ইতিহাস জানে না।
বি-বা-দী র করে সমালোচনা!
'পরিচিত'-দের 'বন্ধু' বলে এরা,
যাদের অসময়ে কারোরেই প্রায় টিকি মেলে না।।
এরা হাজার প্রতিশ্রুতি করে দিনে,
কিন্তু দিন শেষে একটাও মনে রাখে না।
রাস্তা,ঘাটে ,পথে-বাদাড়ে -
দর্শন এদের ,সর্বত্র মেলে,
কিন্তু একটা সময় পর -
নিখোঁজ হয়ে যায় সব এদের,
রোজকারের প্রগতিশীল অভিন্নহৃদয় সুর মূর্ছনা।
আসলে, স্বার্থ হীন কোনো সম্পর্ক,
হয় - নাআ।।-
তোমার কথার শব্দদূষণ,তোমার গলার স্বর।
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুণ জ্বর।
তুমি ....
( Collected )-
হাজারো ব্যথার ভিড়ে,
লুক্কায়িত সেই বিচিত্র সন্ধ্যেগুলো জানে --
প্রতিটা রাতে বৃষ্টি নামার আগে,
আজও এ আকাশটা, কতবার ভাঙে!!— % &-
বোঝানোর ক্ষমতা সবার থাকে না।
কিন্তু বোঝাতে গিয়ে,অনেক ভালো বোঝা যায়।— % &-
যে পদ্ম গোবরে জম্মে,
তার কদর আর করে কে!
উপমাতেই শুধু স্থান পেয়ে যায়....— % &-
Everyday the sky wants to touch the horizon. The horizon interrupts. Twilight ends. And night comes.🤔
The sky does not cry then for the horizon. The horizon disappears, in the pitch black darkness ...🤗🤗-
তোমার মনের সুশ্রী ভাষা,সমাজের কি লাগবে কাজে!
বড়জোর একটা প্রেমিক হবে!
তাও মানুষ হিসেবে,সেই থাকবে বাজে।।
-
আরে এরা সবাই প্রবঞ্চক,এদের বৃত্তিই প্রবঞ্চনা।
তবুও এতটা মূর্খ এরা,এরা জানেনা,
মৃত মানুষের জাত হয়না।।-
এ শহরে সব মদমত্ত, নিজস্ব জুলুমের খেলায়।
মাঝে আমি বড় হয়ে গেলাম,শান্তি খোঁজার বাহানায়।।
-