QUOTES ON #শুকনোগোলাপ

#শুকনোগোলাপ quotes

Trending | Latest
15 MAY 2020 AT 21:53

ডায়রির পাতার ভাঁজে রাখা প্রিয় কবিতা মোড়ানো শুকনো গোলাপে আজও তুমি-তুমি গন্ধটা রয়ে গেছে...

-


16 JUN 2022 AT 9:59

অভিমানী গোলাপ শুকিয়ে কাঠ, সুপ্ত অশ্রু ফিরে ডাকে,
কাঁচা ঠোঁটের অফুরন্ত হাসি, ক্ষত মনের অদৃশ্য ছবি আঁকে।

-


28 AUG 2018 AT 0:11

শুকনো গোলাপ আজও সজীব আমার মনের মাঝে,
তাও তোমার কথার শেল বড্ড বুকে বাজে....

-


28 AUG 2018 AT 2:16

তুই নামের বিষাক্ত দংশনে ক্ষত বিক্ষত মন ,
তুই তো মিথ্যে মরিচীকা কিন্তু খুব আপনজন।

-


28 AUG 2018 AT 16:10

তখন ছিল গোধূলিবেলা,তোমার হাতে গোলাপ আর আমার বইয়ের ভাঁজ,
কন্টকময় বিশ্বাসটা ছিল অবচেতনে,আমার তখন ছিল অমানুষিক সাজ।

-


28 SEP 2021 AT 8:05

শুকনো গোলাপ 🥀
এই নাও গোলাপ টা ধরো
ব্যস কিছুদিন অপেক্ষা করো
যেমন আছো তুমি তেমনই থাকবে
তোমার আমি, আবার ফিরে আসবো ।।
দিন যায় মাস যায়
সে তো আর ফিরলনা
কত যুগ, পেরিয়ে গেছে আজ
পোস্টমাস্টার আজও ডাকলো না ।।
কথা যে দিয়েছি তারে,
যেমন আছি আমি তেমনি অপেক্ষায় রইব
সেতো ফিরেনি আজও
কোন ঠিকানায় তারে কেমনে আমি খুঁজবো ।।
যেমন আছি আমি তেমনি তোমার থাকবো
এপাশ-ওপাশ কোথাও, আমি না জড়াবো ।।
বয়সের সাথে ধীরে ধীরে, আজ বুড়ো হয়ে গেছি
সাদা চুল মাথায় হাতে লাঠি নিয়ে
ওই পথেই সদা, আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছি ।।
যেমন আছি আমি তেমনই থাকব
হঠাৎ একদিন হয়তো কারো কাঁধে,
বাঁশের দোলায় দুলব ।।
তখনো বলবো আমি
যেমন ছিলাম আমি আজও তেমনিই আছি
দেহে শুধু প্রাণটা নেই আজ
এই হৃদয়ে আজও, তোর ই হয়ে আছি ।।
একবার এসে দেখো মোরে
চিতায় লুকিয়ে আছি, আমি কাষ্ঠ ভিড়ে
ডায়েরির ভাঁজে সেই শুকনো গোলাপ
সেটাই শুধু আজ, আমি ছেড়ে গেছি রে ।।

-


28 AUG 2018 AT 7:42

পরিবেশটা তুমি নিজেই গড়েছো বাহানা নানা কাজে।
গোলাপ আজ তোমার কথায় মুখ লুকায় শরম লাজে।।

-


9 JAN 2021 AT 21:31

বসন্তের কচি সবুজে
শিশিরের শেষ আলাপ
ছেঁড়া মলাটের উপন্যাসে
অভিমানী শুকনো গোলাপ

-


28 AUG 2018 AT 12:41

ডায়রির ভাঁজে গোলাপ কুঁড়ি নীরবে শুকায়।
সম্পর্কের মাঝে ঘুনের পোকা বিশ্বাস কুরে খায়।।

-


8 NOV 2020 AT 13:01

তুমি যখন ব্যস্ত ভীষন নতুন স্বপ্নের হাতছানিতে,
আমি তখন শুকনো গোলাপ যত্নে সাজাই ফুলদানিতে!

-