দুর্গম পথ করতে সুগম বাড়িয়ে দেয় যারা হাত,
আমার কাছে তাঁরাই প্রভু; তাঁরাই মানুষরুপী জগন্নাথ ।।
©️ 🖋️ তমা বিশ্বাস
-
অতঃপর একদিন দূরত্ব বাড়িয়ে দেখলাম
আদতে সবাই দূরের ছিল,আমিই কাছের ভেবেছি !!-
I'm an introvert.I'm not shy.I'm not stuck up. I'm just listening and observing.I'm very straight forward.I can't stand small talk and also I could talk for hours and hours.I enjoy my own company happily and if I open up to you that means I trust you.
-
Another year.
One year more......
And we know difficulties bring miracles.
What had passed was good.
What comes comes with full of surprises....
So welcome it without any expectations.
Happy new year 2025
-
কেউ আমার উপর জেদ দেখাক। ঘন-ঘন অভিমান করুক,অল্পতেই আমার উপর রেগে যাক,কিছু একটা নিয়ে সন্দেহ করে খোঁচা মেরে কথা বলুক এই ব্যাপার গুলি আমার দারুণ লাগে,আমি এই মানুষটাকেই উপভোগ করি।প্রকৃত ভালোবাসার প্রকাশ কিন্তু এমনি হয়।
আমি চুপচাপ হাসি আর তার বাচ্চামি গুলো দেখি।
কিন্তু এই একই পাগলামি আমরা কারো সাথে করলে তাদের মনে হয় আমরা বিঁধিয়ে কথা বলছি, মনে হয় অপমান করছি,মনে হয় নিজেকে জাহির করছি অন্যকে ছোট করে।
এমনটা আমাদের সাথে প্রতিনিয়তই হয় তাই না?
আসলে বোঝাবুঝি দ্বিপাক্ষিক হলে বিষয়টা যতটা সুন্দর হয়।একপাক্ষিক হলে সেটা যোঝাযুঝিতে পরিণত হয়।বাস্তবে যেটা আমাদের মন মত নয়,আমরা যেটা মানতে চাইনা সেটাই বুঝতে অস্বীকার করি। আর তখন নিছক মজাটাও অস্বস্তি হয়ে ওঠে।
©️ তমা বিশ্বাস-
রবিপুজো
সেই আমাদের স্কুলে
যেতাম ভোরে চলে।
সাথে নিয়ে ফুল,মালা
শাড়ি পরা ছেলেবেলা।
সহজ পাঠ থেকে তার শুরু
আজও সাথে আছেন কবিগুরু।
দিয়েছি তব নৃত্য,সঙ্গীত,কবিতায় অঞ্জলী
পড়েছি শিশু ভোলানাথ,পড়েছি গীতাঞ্জলি।
জগৎ যখন জর্জরিত
আঁধারে মানুষ নিমজ্জিত
জ্বালাও তখন এ পোড়া বঙ্গে
তেজ দীপ্ত তব বাণীর সঙ্গে...
নিজের হাতে নিবিয়ে দেওয়া
সেই সুসভ্যতার আলোক!
তোমার লেখনী হয়ে উঠুক
নবযুগের নবীন পথের চালক।
আজ সেই রবির দিন,
যার কাছে অফুরান ঋণ!
উদযাপনের কি বুঝি ছাই
অনুরণনেই তোমায় পাই।
কথায়,তালে দোলাও মোদের প্রাণ।
ভুলবোনা কখনো আমরা তোমার দান।
হৃদয়ে আমার হে রাজাধিরাজ রয়েছ সন্তর্পনে,
কাজের মাঝে নিজেকে খুঁজি তোমার গীতবিতানে।
🖋️🖋️©️ তমা বিশ্বাস-
. রং-ঢং
ফাগুন হাওয়ায় পলাশ রঙে রঙিন হলো দিগন্ত,
প্রকৃতির রঙ জানিয়ে গেল এসেছে আজ বসন্ত।
আকাশ বাতাস উঠেছে ভরে লাল-নীল আবিরে,
একই লাবণ্যের টানাপোড়েন অন্তরে কি বাহিরে
মরমী পথের গভীরতা জানে ঝরে পড়া গুলমোহর
উজ্জ্বল হোক প্রাণ-মন,সুন্দর হোক প্রতিটা প্রহর
ভেদাভেদ দূরে যাক সব না হোক কোন ছল কৌশল
দুঃখ কেবল যায়না বোঝা মানুষের হঠাৎ রঙ বদল!
যাদের সঠিক মান হুশ আছে তাদের চোখে রামধনু রং...
তাদের সান্নিধ্য লাভেই বদলাক জীবনকে দেখার ঢং।
🖋️©️ তমা বিশ্বাস-
অনিয়মিত ঘুম, অনিশ্চিত ভবিষ্যত, হাজার কর্মব্যস্ততা, একের পর এক বৃথা চলে যাওয়া দিন, কাধের উপর বাড়তে থাকা দায়িত্ব, আগের বছরের পাওয়া গোলাপ নতুন বছরে ডাইরির ভাঁজে......
এত কিছুর পরেও নতুন বছরের উন্মাদনা তুঙ্গে; কারণ প্রতিটা দিন অভিজ্ঞতায় নতুন।।-