Bhanjan Das   (ভঞ্জন ☘️)
501 Followers · 45 Following

প্রিয়জন হতে পারি নি তো কি হয়েছে , প্রয়োজনে অনেকের পাশে থেকেছি।
☘️
Joined 30 September 2017


প্রিয়জন হতে পারি নি তো কি হয়েছে , প্রয়োজনে অনেকের পাশে থেকেছি।
☘️
Joined 30 September 2017
24 APR 2022 AT 2:24

ও মেয়ে তুমি নিখুঁত ভীষণ
অগোছালো ওই শাড়ির ভাঁজে,
চোখের কাজল লেপ্টে গেলে
দেখতে তোমায় দারুন লাগে।
যখন তুমি চুল খুলে দাও
দামাল হাওয়ায়, ঝড়ের আগে,
সত্যি বলছি, অবাধ্য এ মন
তখন তোমার দিকেই ভাগে।
যখন তুমি আনমনে হায়
তাকিয়ে দেখো আমার পানে
আমার জীবন থমকে দাঁড়ায়,
হারিয়ে যায় সে কোন গোপনে...
তোমার চোখে অশ্রু জমে,
মেঘ জমে যায় আমার মনেও
হাসলে তুমি অকারণে,
অমাবস্যায়ও জোৎস্না খেলে।

-


5 SEP 2021 AT 1:08

জীবনে কেউ না কেউ কিছু না কিছু
শিখিয়েই চলেছে আমাদের অনবরত।
কেউ ভালবাসতে শেখায়,
কেউ আবার ভালোবাসা ভেঙে গেলে
নিজেকে শক্ত করে এগিয়ে নিয়ে যেতে শেখায়,
কেউ আবার নতুন করে ভালবাসতে শেখায়,
কেউ কান্না ভুলে হাসতে শেখায়, আবার
কেউ কেউ নতুন করে বিশ্বাসের বীজ বলতে শেখায়,
কেউ সময়ের সাথে বইতে শেখায়,
কেউ মুহূর্ততে বাঁচতে শেখায়।

সেই সব "কেউ" দের আমার শ্রদ্ধা আর শুভেচ্ছা,
আর তাদের জানাই শুভ শিক্ষক দিবস।

-


30 JUN 2021 AT 2:05

বেঁচে থাকার যত কারণ
পালিয়ে গেলে যাক,
তোমায় নিয়ে অনুভূতি
অন্ধকারেই থাক।

-


26 FEB 2021 AT 0:23

আমার রচনার ভূমিকাতেই
উপসংহারের অনুভূতি হয়ে যায়।

-


23 SEP 2019 AT 15:39

Sometime we need someone who understand us properly.

-


18 SEP 2019 AT 23:24

কল্পনার জগৎ টা কি সুন্দর তাই না...?
সব কিছুই সম্ভব!
চোখ বন্ধ করে মনের মানুষটির সাথে
হাতে হাত রেখে সমুদ্রের ধারে
কিছুটা পথ হেঁটে নেওয়া যায়,
হাতে হাত রেখে রাতের আকাশের চাঁদটিকেও
দেখে নেওয়া যায়,
কোলে মাথা রেখে সারাদিনের ক্লান্তি দূর করা যায়,
কিন্তু অনুভূতি গুলি যে ধরা ছোঁয়ার অনেক বাইরে
তাই তো কল্পনার জগতে যা বাস্তব ,
বাস্তব জগতে তা শুধুই কল্পনা মাত্র।

-


18 SEP 2019 AT 0:16

Stop explain yourself to everyone.
They just listen but not understand.

-


17 SEP 2019 AT 0:12

প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে
অনেক খানি ফাঁক,
তবুও পারিনি উপেক্ষা করতে
আসন্ন জীবনের ডাক।

-


13 SEP 2019 AT 23:25

আগলে রেখো আবেগ, সামলে রেখো স্মৃতি,
অভ্যেসটা রপ্ত করো এটাই কালের রীতি।

-


13 SEP 2019 AT 1:00

আপস করে বেঁচে আছি
বাঁচার মত বাঁচছি কই ,
আবির মুখ রাঙিয়ে দিলেও
মন রাঙাতে পারলে কই।

-


Fetching Bhanjan Das Quotes