ধূসরিত আরশিনগর,
ছেঁড়া চিরকুটে কাটাকুটি অভিমান।
শুকনো গোলাপে
নীলাভ স্মৃতির, কলঙ্কিত অভিযান ...-
ডাইরি বন্ধ শুকনো গোলাপ
বন্ধ সব শব্দ
চরিত্র গুলো বদলে গেছে
বদলায়নি শুধু গল্প!!!
ভাঙা পাঁচিলে শ্যাওলা ধরেছে
মনটা আজও নোনতা জলে ভিজছে
কুয়াশা জমেছে মনের ভিতর
শিশির গুলো বরফ হয়ে জমছে!!!-
শুকনো গোলাপ তাই খসে পড়ছে প্রতিনিয়ত
প্রেমে আজ বার্ধক্য, নেই আর আগের মতো,
চোখে আজ রক্ত ক্ষরণ, বয়ে চলে স্রোত
ফেলে রেখে আবেগের উর্বর পলিস্তর । ।-
তোমার দেওয়া লাল গোলাপটা
আজও রয়েছে ডায়রির ভিতর,
আর তাতে লেখা প্রেমের কিছু কথা
অমর হয়ে থাকবে সারাজীবণ।।-
নিজেদের অধিকার ফলাতে গিয়ে বারবার, কখনও যে সম্পর্কের সূতোটাই ছিঁড়ে যেতে পারে..তা আগে থেকে কেউ বুঝতে পারেনা হয়তো। আর বুঝতে পারলেও নিরুপায় হয়ে পরে নিজেদের নাছোড়বান্দা জেদের কাছে, ভুলে যায় নিজের এক্তিয়ার এর কথা..!হার মেনে যায় সমস্ত ভালো থাকা মন্দ থাকা…..লক্ষ্য হয়ে ওঠে অনধিকার বোধ।কেউ অপরিমিত ভালোবাসলেই বোধহয় এরকম হতে পারে..প্রচুর আশা -আকাঙ্ক্ষা বাসা বাঁধে মনে প্রিয় মানুষটিকে ঘিরে,জীবনের সবটুকু রঙ দিয়ে তুলির টানে ভবিষ্যৎ এর সুন্দর স্বপ্নমাখা ছবি আঁকতে ইচ্ছে করে….কিন্তু যদি ভালোবাসা একতরফা হয়..তবে যে এক্কেবারে নিঃস্ব করে দেয়,জীবনের শেষ নির্জাস টুকুও নিংড়ে নেয়….!!জীবনের সমস্ত ভালো থাকার রঙ ডায়েরি র হলুদ পাতার ভাঁজে, শুকনো গোলাপের মতো সতেজতা হারিয়ে গোপনে সখ্য বাড়ায় নিঃসঙ্গতার সাথে…..!!
-
তাপ পেয়ে শুকনো গোলাপ গেল আজ পুড়ে
নিরুপায় কবিতা গুলো দুঃখ পেলে বাড়ে।-
শুকনো হাত
---------------------
সেই যে শুকিয়েছে হাত
আর ভিজে না তেমন।
আশায় আশায় চলছে প্রয়াস
তবে এখনো ভেজেনি হাত।
শুকনো হাতখানা
কেমন যেন অপেক্ষায় প্রহর গুনে।
চাহিদাগুলো জেগে ওঠে
কিন্তু, ব্যর্থতার হতাশায় চুপচাপ থাকে।
দেখতে দেখতে এইভাবে
কেটে গেল আট আটটি মাস !
এখনো আশার আলো আছে বেঁচে।
সেই যে শুকিয়েছে হাত
আর ভিজে না তেমন।-
প্রথম যেদিন দেখি তোমায়...... ,
সেদিনই মোর হৃদয় গহীনে এঁকেছিলেম
তোমার জন্যে প্রেমের ছবি....!
ভেবেছিলেম এ নিঃস্তব্ধ প্রেম একদিন ঠিক
তোমার ঠিকানা খুঁজে নেবে....!
কিন্তু এ চঞ্চলা মন যে প্রেমের পিয়াসী....!
ইচ্ছেরা বললো , লাল গোলাপ দিয়ে
জানাতে তোমায় মোর হৃদয়ের পরিভাষা....!
আজ সেই জীবন্ত গোলাপ শুকনো হয়ে.... ,
আমার ডায়েরীর পাতায় তোমায় ছোঁয়ার
অপেক্ষায় প্রহর গুনছে প্রিয়া....!
তুমি ফিরিয়ে দিয়েছিলে সেদিন....!
বলেছিলে , তুমি অন্যকারও.....!
বুকভরা নিরাশা নিয়ে একাকীত্বের আঁধারে
হারিয়ে ফেলেছি আমি নিজেকে.....!
তবু , এই শুকনো গোলাপে আজও
প্রাণ পাই আমার প্রেমের প্রিয়ার...!
তোমার রূপের মাধুরীতে জড়ানো এ গোলাপ....
আজও জীবন্ত আমার কাছে.....!
আমার প্রাণঢালা ভালবাসায় ভরা এ গোলাপ...
আজও তোমার আদরবাসার প্রতীক্ষা করে....!
জানি , তোমার কল্পনার আকাশে
আমার কোনো অস্তিত্ব নেই....!
তবু , আমার হৃদয়গহনে তোমার জন্যে...
সযত্নে যে সামিয়ানা পাতিয়েছি.... ,
তার মাঝেই আগলে রাখবো আমার প্রেয়সীকে..!
শুভ কামনা রইলো তোমার জন্যে....!
তুমি সুখে থেকো আমার প্রিয়া.....!!-
যানি তুমি এসব ভুলে গেছ
স্বামী সংসার নিয়ে সুখে আছ
তোমার পড়েনা মনে.......
নবীন বরন আর গোলাপের কথা.?
বরনের অছিলায়, মৃদুমন্দ হাসিতে,
ফাঁসিয়ে ছিলে আমায়।
রোটোম্যক্সের পেনটা, ধার চাওয়ার নামে -
নিয়েছিলে উপহার।
তারপর কতো চিঠি, গিটিংস, বেড়াতে যাওয়া-
প্রেমের স্বপ্ন সাগরে ভেসে থাকা।
তোমার দেওয়া লাল টকটকে গোলাপ খানি,
আজও আছে নীল ডাইরীর পাতার ভাঁজে।
তবে, ডাইরীটির বয়স হয়েছে
কভার পেজটা ফ্যাকাসে পড়েছে
পাতাগুলো আর সাদা নেই হলদেটে।
তাজা লালবর্নের গোলাপ টা বয়সের ভারে,
শুকিয়ে কাত.! কালো পড়েছে।
কাঁটা গুলোর আজ ধার নাই, পীড়া দেবার মতো
কিন্তু ওদের আজও বন্ধুত্ব অটুট
একসাথে বিশ বছর রয়েছে দুজনে।।-
পুরোনো ডায়েরির
পাতাদুটো জানে
শুকনো গোলাপের
ভাঁজে ছাপা
সুপ্ত প্রেমের মানে-