পরিযায়ী লেখনী   (Idiotic✍🏽)
262 Followers · 180 Following

Nothing special
Joined 23 July 2017


Nothing special
Joined 23 July 2017

হতে পারি কঠিন
তবুও একটা মন তো আছে।
ভেঁজা চোখে বড্ড সস্তা আবেগ,
দামী সবকিছু সামলে রেখো কাছে।।

-



এমন বিকেলে,
আমায় আঘাত করে সাধ্য কার?
প্রতি সকালেই যে,
আমার আমিকে ক্ষত-বিক্ষত করি বারবার....!

-



পুরোনো সূর্যের কাছে লেখা ছিল,
নতুন ভোরের ঠিকানা!
সময় সাজিয়েছে বসে কালো মেঘ,
বর্ষা ভাসিয়েছে কাগজের নৌকো, অমূল্য সেই চিঠিখানা।

-



নিজের কাছে এখনও নিজেই অচেনা
অন্যের কাছে তাই বৃথা প্রত্যাশাও রাখিনা

-



তোমার ভদ্রলোকের দেশ
আমি প্রতিবাদী, এক অভদ্র ছন্নছাড়া
তোমরা চুপটি করেই থেকো
বিপদেও মূক, কেউ যেন না-পায় সাড়া

-



অন্ধ মনের, বন্ধ ভাষায়,
অনুভূতিরা বড় অসহায়!

এতদিন,
জীবন স্রোতে, আঁধার ঠাসা,

এখন দেখো,
আসছে আলো, পথের দিশায়!

-



ভাঙ্গবেই যদি তবে পাথর ভাঙ্গো
মনটা নরম, সেটা তো জানো...!

-



रात के हमसफ़र, मैं हूं एक परदेसी
रात ढ़लने दो, सुबह ही मिलने अना मेरी प्यारी-सी...

-



Like a mother, it takes care of lives
Without any expectations of any return

-



পারলে উদয় লিখো
ধংস এঁকে,
সভ্যতার এগিয়ে চলার প্রলাপ না বকে!
সৃষ্টি আঁকো,
সততার কলমের টানে, জীবনরেখার প্রতি বাঁকে।

-


Fetching পরিযায়ী লেখনী Quotes