হতে পারি কঠিন
তবুও একটা মন তো আছে।
ভেঁজা চোখে বড্ড সস্তা আবেগ,
দামী সবকিছু সামলে রেখো কাছে।।-
এমন বিকেলে,
আমায় আঘাত করে সাধ্য কার?
প্রতি সকালেই যে,
আমার আমিকে ক্ষত-বিক্ষত করি বারবার....!-
পুরোনো সূর্যের কাছে লেখা ছিল,
নতুন ভোরের ঠিকানা!
সময় সাজিয়েছে বসে কালো মেঘ,
বর্ষা ভাসিয়েছে কাগজের নৌকো, অমূল্য সেই চিঠিখানা।-
নিজের কাছে এখনও নিজেই অচেনা
অন্যের কাছে তাই বৃথা প্রত্যাশাও রাখিনা-
তোমার ভদ্রলোকের দেশ
আমি প্রতিবাদী, এক অভদ্র ছন্নছাড়া
তোমরা চুপটি করেই থেকো
বিপদেও মূক, কেউ যেন না-পায় সাড়া-
অন্ধ মনের, বন্ধ ভাষায়,
অনুভূতিরা বড় অসহায়!
এতদিন,
জীবন স্রোতে, আঁধার ঠাসা,
এখন দেখো,
আসছে আলো, পথের দিশায়!-
रात के हमसफ़र, मैं हूं एक परदेसी
रात ढ़लने दो, सुबह ही मिलने अना मेरी प्यारी-सी...-
Like a mother, it takes care of lives
Without any expectations of any return-
পারলে উদয় লিখো
ধংস এঁকে,
সভ্যতার এগিয়ে চলার প্রলাপ না বকে!
সৃষ্টি আঁকো,
সততার কলমের টানে, জীবনরেখার প্রতি বাঁকে।-