‘ চোখের সামনে মানুষ অনাহারে মরবে , ব্যাধি , জরা , মহামারীতে উজাড় হয়ে যাবে , আর দেশের মানুষ চোখ বুজে ‘ ভগবান “ ভগবান ’ করবে— এমন ভগবৎ প্রেম আমার নেই , আমার ভগবান আছে মাটির পৃথিবীতে , স্বর্গ চাই না , মােক্ষ চাই না , বারে বারে ফিরে আসি এই মর্ত বাংলায় । ”
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-
উপার্জনের পিছনে নয়, প্রতিষ্ঠিত হতে গেলে কাজ করে যাও।
একসময় উপার্জন আপনার পেছনে ছুটবে।-
শত্রুর শক্তিকে যদি
তুমি প্রকৃত মূল্যায়ন না করো,
তাহলে যুদ্ধে অবস্যই
হার হতে পারে তোমার।-
স্বপ্ন ভরা দুচোখে,
এখনও দেখি তোমাকে।
কভু কি কখনো ভোলা যায়.!
তুমি যে প্রথম প্রেম।
হৃদয় জুড়ে রয়েছ
স্মৃতিতে তুমি থেকেছ
তোমায় কেমন ভুলতে পারি
কি যাদু মন্ত্র বলে।-
মৃত্যু যদি না থাকতো
জীবনের মূল্য অমূল্য হয়ে যেতো।
অমর কেউ রবে নাই বলেই-
সুখ দুঃখ হাসি কান্নার এতো দাম।-
বিশ্বাস
চাতুরতা ছলনা অথবা বহু পরীক্ষায়
তোমার জন্ম হয় বটে.!
যে প্রতিক্ষা লয়ে বড়ো হও,
এক ভুলে তুমি নিষ্প্রান হয়ে যাও।
তোমার ক্ষমতা অসীম, বিস্তর তোমার শক্তি
তুমি আনিতে পারো তুফান,
আবার মাথায় নাও যতো ঝঞ্ঝা।
হোক যত কষ্টের সংস্কার,
আস্থায় করো তাহা প্রতিকার।
যাকে দেখো না, তাকে চাহ
বিশ্ববিধাতা রুপে পূজা করো।
তুমি খুলে দিতে পারো কারো মন
আর বেঁধে দিতে পারো ন্যায় চক্ষু।
বিশ্বাস তুমি নিঃশ্বাসের মতো সত্য
একবার ভেঙিলে.! পারো না হতে প্রাণবন্ত।
-
প্রিয় বর্ষাদি,
দিন দিন তোমার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। কদিন আগে শরৎবাবুর সাথে দুর্গাপূজো প্যান্ডেলে যাচ্ছেতাই নোংরামি, চোখে দেখা যায় না।
কালিপুজোর পর নির্লজ্জের মত হেমন্তবাবুর সাথে।
এখন আবার দেখছি শীতল বাবুর সাথে লটরপটর....
ছি! বর্ষাদি ছি! আর কত নিচে নামবে তুমি?
শ্রাবণ দার সাথে ভরা সংসার ছেড়ে একের পর এক...!
আর কত সর্বনাশ করবে? এবার থাম প্লীজ।-