Rohan Pramanick   (রোহন♥️)
28 Followers · 10 Following

বিষাক্ত মানুষ!দূরে থাকুন!
Joined 23 August 2018


বিষাক্ত মানুষ!দূরে থাকুন!
Joined 23 August 2018
25 NOV 2019 AT 23:41

প্রেমের জন‍্য প্রাণ নয়
একটু প্রয়োজন বিশ্বাসের,
টাকা তোহ সবার থাকে
ভালো মন থাকে কয়জনের?

তুমি মাপছো মানিব‍্যাগের ওজন
একবার না হয় মনের ওজনটাও মাপো,
তা যদি তুমি করতে পারো
তাহলেই জানবে তোমার প্রেম সার্থক!!

-


4 NOV 2019 AT 22:49

ঠোঁটের কোণে ছোটো হাসি
চোখের কোণেও অল্প
তুমিই আমার না লেখা
অসমাপ্ত গল্প।।

-


29 OCT 2019 AT 19:50

আমার রাস্তা দুর্বল, আঁকাবাঁকা
আঘাত সদাই সঙ্গী,
জীবনে চলার পথে নাটকীয় চরিত্ররা
হয়ে চলেছে মনের ক‍্যামেরায় বন্দী।।

-


7 JUL 2019 AT 23:53

হয়তো আজও ব‍্যর্থ বোঝাতে
তোমাকে কতটা ভালোবাসি,
শুধু এতটুকু জেনে রাখো
তোমার ছায়া হয়ে বেঁচে আছি।।

-


6 JUL 2019 AT 0:00

প্রেমটা এখন শুকনো গাছ
নেই তাতে কোনো গন্ধ,
তাই উপড়ে ফেলে দিয়েছি
মনের মাটি থেকে চিরদিনের জন‍্য।।

-


5 JUL 2019 AT 13:57

শিড়দাঁড়াটা সোজা রেখে
লড়াই করো সময়ের সাথে,
জিতবে তুমি একদিন
কোনো এক দিনের শেষে।।

-


5 JUL 2019 AT 0:18

চারিদিকে ক্রাসের ভিড়ে
ভালোবাসা আজ বিলুপ্তপ্রায়,
মিথ‍্যে অভিনয়ের কাছে
ভালোবাসা হারিয়ে যায়।।

-


3 JUL 2019 AT 0:18

তোমার দেওয়া লাল গোলাপটা
আজও রয়েছে ডায়রির ভিতর,
আর তাতে লেখা প্রেমের কিছু কথা
অমর হয়ে থাকবে সারাজীবণ।।

-


2 JUL 2019 AT 22:18

প্রেমের কথা বলা হয়েনি
বন্ধুত্ব হারানোর ভয়ে,
এখনো সেই প্রেম তাজা আছে
আমার এই কোমল হৃদয়ে।।

-


8 FEB 2019 AT 23:33

পছন্দের শাড়িতে তুমি এসো
আর আমি তোমার প্রিয় পাঞ্জাবিতে,
আমি তুমি আজ মিলেমিশে
বাকিটুকু থাক কবিতাতে।।

-


Fetching Rohan Pramanick Quotes