দিগন্তের একপ্রান্তে বসে থাকা.....
এক আকুলিনী প্রেমিকা আমি.....!
তোমার মধুর আবেশ জড়ানো....
মিষ্টি কণ্ঠস্বরের তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে..... ,
ব্যাকুল দৃষ্টিতে আকাশ পানে চেয়ে ভাবে....
এই বুঝি এলো তার প্রেমিকের বার্তা...!
হতাশ দিবস পার হয়ে আসে বিনিদ্র রজনী.... !
হৃদয়ের ব্যাকুল ইচ্ছেরা যেন ইচ্ছেডানা মেলে....
তোমার কানে কানে বলতে চায়..... ,
এই পাগলিনী প্রেমিকার গোপন ইচ্ছেকথা....!
তোমার ব্যস্ত মনের ব্যস্ততারা চায়না তোমায়....
সে বারতা পৌঁছে দিতে তোমার হৃদয় গৃহে....!
তবু তোমার আকুলি প্রেমিকা আকুল চিত্তে....
প্রতীক্ষারত তার ব্যাকুলতার কাছে.....!
ভালবাসার মাদকতায় মাতালিনী প্রেমিকা....
নেশাতুর হয়ে আছড়ে পড়েছে তোমার হৃদয়ে....!
তোমার প্রেমের সিক্ত ছোঁয়ার টানে....
মাতাল প্রেমিকার কণ্ঠে বাজে একই প্রতিধ্বনি...
ভালবাসি....ভালবাসি....ভালবাসি....
শুধু তোমাকেই ভালবাসি প্রিয়....
শুধু তোমাকেই.....!!!!!!-
দুয়ারে দুয়ারে আজ শূণ্যতার চিঠি....
নৈঃশব্দ্যরা শ্রাবণ আনে চোখে ,
মৃত্যু পিওন শবের ঝোলা কাঁধে .....
নিস্পন্দ দেহের হিসাব রাখছে মুখে !
চারিদিকে শুধুই বিষাদ বায়ুর ঘ্রাণ .....
কত শত হৃদয় গুণছে মৃত্যু প্রহর !
আদুরে জীবন যে বড্ড মায়াময় ......
সে স্পর্শ বোঝে শুধুই প্রাণ ভ্রমর ।
-
ওরে ও কাব্যি করা মেয়ে ....
নির্জনতায় ভাবিস কি তুই আকাশ পানে চেয়ে ?
যা উড়ে যা পাখির দেশে.....
মায়ার বাঁধন সর্বনেশে !
মন গহিনে ব্যথা পুষে থাকিসনে আর ঘরের কোণে !
বাঁচার মত বাঁচতে শেখ শুধুই যে তোর নিজের সনে।
না পাওয়া সব দুঃখের জ্বরে ,
আর কতকাল ভুগবি ওরে ?
দে ছেড়ে দে সব পিছুটান....
খোল রে আগল , ভাঙ রে মান ।
চোখের তারায় আগুন জ্বালা .....
স্বপ্ন ঘরে দিসনে তালা ।
-
শাড়ির আঁচলে ক্লান্তি আঁকা ঘাম....
রাতের বিছানা স্বপ্ন দেখে তোমার ,
আহ্লাদী মন প্রেম সোহাগী ছোঁয়ায়....
মাতাল হাওয়ায় ফাগুন খোঁজে আমার ।
হয়ত বা ক্ষণিক চাওয়া ....
না হয় একটু আদরবাসার সুখ ,
চোখের কোণে আলতো বৃষ্টিধারা.....
রঙিন বসন্তের তৃপ্তি মাখা মুখ ।
-
বর্তমানে সম্পর্কের মূল্য মানুষের দৃষ্টিতে এতটাই ঘৃণ্য যে -----
মা - ছেলের পবিত্র বন্ধনও অপবিত্র হয়ে যায় !
কলুষিত হয় স্নেহের বন্ধন !
রক্তাক্ত হয় অন্তর !-
আঘাতের তীব্র ক্ষত
আশকারা পাক চোখের কালোয়....
নীরব বসন্ত কাব্য লিখুক
অভিমানের নীলচে আলোয় !!
-
স্তব্ধ জীবনের স্পন্দন ......
অত্যাচারী জীবনের বিধ্বংসী কারাগার ছিন্ন করে ,
অন্তরাত্মা ডানা মেলেছে
চির মুক্তির উন্মুক্ত আকাশে ।
ক্ষোভ আর অভিমানের নিঃশব্দ কান্নারা
ধোঁয়ায় ধোঁয়ায় খুঁজে চলেছে মুক্তির ওম !
ছাই হয়ে যাচ্ছে বিধ্বস্ত জীবনের শোক ।
নেই কোনো পিছুটান ,
নেই কোনো কোলাহল ,
নেই কোনো মন উচাটন ।
শুধুই শান্তি .... শান্তি.... আর চির শান্তি !!
-
অহংকারের পরিপূর্ণতায় মগ্ন মন.....
বিবর্ণ হয়েছে আজ সব আলাপন ,
সব পেয়েছির দেশে যখন আনন্দের উচ্ছ্বাস.....
কথার পিঠে কথারা তখন ফেলছে দীর্ঘশ্বাস !-
একটি অসমাপ্ত প্রেম ....
মিলনের তীব্র হাহাকার !
আকাশ ঠিকানায় প্রেমিকার মন ,
অপেক্ষায় জেরবার !
প্রেম কি শুধুই মায়াময় ?
মৃত্যু ঘরেও অপেক্ষমান ?
হোক না তবে মরণের পরপারে ......
অসমাপ্ত প্রেমের পূর্ণ স্নান !!
-
অবহেলায় - অপমানে .....
হারিয়ে দেবে খুব ভেবেছ ?
একলা মনে তাকিয়ে দেখো ...
নিজের কাছে নিজেই হেরেছ !
শ্রাবণ ভেজা মনটা যখন ....
প্রশ্ন করবে নিজের কাছে ,
ভুলেও কিন্তু বোলোনা তখন....
" জিতের অহং আমারই আছে " !
জীবন ঘড়ির কাঁটার চলন ....
এগিয়ে যাচ্ছে বৃত্ত পথে ,
হিসাব-নিকাশ জমা থাকছে....
সেই বৃত্তের কেন্দ্রতে !!
-