- আমাকে আর ভালোবাসো?
- না।
- তাহলে কাঁদো কার জন্য?
- কিছু স্মৃতির থেকে মুক্তি পাওয়ার জন্য।-
~৩ বছর পর~
- হ্যালো! কেমন আছো?
- হ্যালো, ভালো আছি। কে বলছেন?
- আ...মি। কি করছো?
- অপেক্ষা।
- আমি তো হারিয়ে গিয়েছি।
- তুমি হারিয়েছো, আমার ভালোবাসা নয়।।-
মাকে আমি প্রশ্ন করি ভালোবাসা মানে কি?
মা বললো স্বার্থ থাকলে সবাই করবে ডাকাডাকি।-
রাতের আকাশে তারারা সব মিটমিটিয়ে জ্বলে
মনকে ছেড়ে ভালোবাসা গুলো টাকার পিছে চলে।-
ফুলের ঘ্রাণ ভ্রমরই আসল জানে;
ভালোবাসা গুলো হারিয়ে যায় স্বার্থের পিছুটানে।
-
কলম মানে বন্ধ মুখের ভাষা,
কলম মানে নিস্তব্ধ ভালোবাসা।
কলম মানে নির্জন রাতের সঙ্গী,
কলম মানে সত্যতার নতুন ভঙ্গি।
কলম মানে অপূর্ণ সব স্বপ্ন,
কলম মানে অগ্নি শিখা ভিন্ন।
কলম মানে একাকীত্বের উজ্জ্বল রবি,
কলম মানে নতুন নতুন কবি।-
আমাকে জ্বালিয়ে নোংরাতে ফেলেছিলে
ভুললে কি তোমার সেই একাকীত্বের দিন;
আমার শ্বাস কেড়ে নিয়ে রেখেছিলে তুলো
হ্যাঁ আমি সেই তোমার নিস্তব্ধতার সঙ্গী নিকোটিন।-
গল্পগুলো হচ্ছে দাফন মনের অন্তরালে
শব্দটা হারাচ্ছি রোজই তোর জেদের কাছে;
পুরানো গোলাপ থাকলে পড়ে কেউ দেখেনা তাকে
তাজা গোলাপ নেওয়ার জন্য সবাই তাকিয়ে গাছে।-
আমি বলি কষ্ট হয়
বুঝেও বুঝিস না এখন;
ডিপ্রেশনে যাবো যেদিন
SSR হবো তখন।-
জ্বলন্ত শিখায় ধরছি নিজেকে
তবুও পুড়ছে না দেহ আমার;
সেও বলছে মিষ্টি হেসে
পোড়া হৃদয়ে পুড়বে কবার?-