QUOTES ON #রাতের

#রাতের quotes

Trending | Latest
27 AUG 2020 AT 6:07

নিঝুম রাতের নিশুতি ভেঙে
ডাকছি তোমায় আমি।
উঠে দেখো সূর্য‍্যি মামা
আড়িপেতে বসে রয়েছে।

-


3 DEC 2019 AT 20:44

রাতের জোনাকি দিচ্ছে আলোর ডাক
করছি সবাই তাকেই অনুসরণ ,
খুঁজছি পথের দিশা
জানি পাবোই
সন্ধান ।

-


12 AUG 2022 AT 16:00

-


29 OCT 2018 AT 11:35

টেবিলে কয়েকটা বইয়ের আনাগোনা,
পাশে এলার্ম ঘড়িতে রাত দুটো...
হটাৎ Silent রাখা ফোনের Screen আলোকময়!!
বুক ঢিপঢিপ,শক্ত করি হাতের মুঠো।

-



তুমি আমি পাশাপাশি,,
রাতের আঙিনায় বসে
তারা গুনবো
আকাশে।❤️

-



~সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্নের তার বুনতে..
সে যে চেয়েই থাকে ভরা চোখে
রাতের আকাশে মেঘ ধরতে !!

-


29 SEP 2019 AT 10:53

রাতের অন্ধকারে যারা,
মেয়েদের পণ্য মনে করে..
তারাই দিনের আলোতে,
তাদের লক্ষী রূপে পুজো করে।।

-


17 APR 2020 AT 9:56

হঠাৎ করে ঘুরতে গেলাম খবর না দিয়ে
গাড়ি দিয়ে ভ্রমণ করলাম তাদের বাড়ি দিকে
থামতেই গাড়ি হঠাৎ করে চমকে গেল সবাই
তারা ভাবলো এমন সময় কে এলো রে ভাই
দরজা খুলতেই সবার মুখে হাসি ফিরে পেল
বাচ্চা দুটো আমার সামনে মামা বলে এলো

চোখ খুলতেই দেখি আমি
সব যেন স্বাভাবিক হয়ে গেল

-



হঠাৎ জল থৈ থৈ , জানালার কাঁচ ঝাপসা....
ভিজে কাক চুপিসারে কার্নিশে উদ্বেগে বসে
শুধু অপেক্ষায় বাসায় ফেরার
কেউ কি তার পথ চেয়ে আছে বসে?
এক পশলা বৃষ্টি উদ্যমতায় শাণিত হয়।
অধরোষ্ঠের সলাজে মন্থর প্রেম,
বেঁধেছে নতুন গান মেঘমল্লারে।
স্তব্ধ ঠোঁট আঁকিবুকি কাটে বুকের খাঁজে,
অশ্রু ধুয়ে দেয় মিলন বিষন্নতা. ..!!
বৃষ্টির জলে ঝাপসা হয় বিগত অতীত–
রাতের চরম কাম রেখে যায় অলীক সুখ
কিছুটা হলেও ভালো থাকার মন্ত্র।।

-


8 OCT 2021 AT 0:13

রাত জাগা
তাঁরা
ডেকে আমায় বলে,
সকল মায়া ফেলে আয় তুই চলে।

-