মৃতদেহের কবরে তো
সবাই কাঁদে,,
মৃত মনের কবরের
খোঁজ ক জন রাখে।।-
সুদেষ্ণা সাউ
(✍️সুদেষ্ণা)
33 Followers · 24 Following
ভালোবাসায় মেটাবো ভাড়া , স্নেহচুম্বন ললাটে, হৃদয় বাড়ির তুইতো মালিক,আমি তো কেবলই ভাড়াটে... read more
Joined 13 June 2020
27 OCT 2021 AT 8:53
যে ক্ষণে সপ্তসুরের মিলন হবে একই সুরে,,
যে ক্ষণে পুব আকাশের শুকতারা টা খসে পড়বে আমার বাগানে,,
ঠিক যেদিন অবাধ বৃষ্টিতে ভিজবো আমি,,
সেদিন না হয় এক গুচ্ছ কাঠ গোলাপ এনো আমার নামে।-
30 AUG 2021 AT 20:01
অনুভূতি গুলো আজ কবিতা হোক,,
তুমি জড়ানো এই বিনিদ্র রাতে,,
কখনো যদি মনে পড়ে আমায়
খুঁজতে পারো ওই তারার ওমে।
-
24 AUG 2021 AT 23:57
পথিক যে পথ ভুলেছিল আলোর অভাবে,,
সে পথ আজ আবার আলোকিত হয়েছে
প্রেম - জোনাকির আলোতে ।।-
7 AUG 2021 AT 19:33
যদি আলো হয়ে আসো
আমার এই বিনিদ্র কালো রাতে,,
মনের কারাগারে আগলে রাখবো
নাহয় ভীষণ যতনে।-
22 JUL 2021 AT 12:42
অপ্রেমিক হয়ে যে নিকোটিনে
ঠোঁট ডুবিয়েছ প্রিয়,,
প্রেমিক হয়ে নিকোটিন ছেড়ে
আমার হাত ধরে না হয়
এভাবেই থেকে যেও।।-
6 JUL 2021 AT 13:26
দূর্বল ভেবে মাঝপথে
হাত ছেড়েছিলো যাঁরা,,
সময়ের পরিহাসে
প্রেমের অভাবে ভুগছে তাঁরা।।
-
27 JUN 2021 AT 8:01
আমার আকাশ বাড়ি
সেজেছে আজ তোমার দুয়ারে,,
মন ওই দেওয়ালে
শুধু সাদা কালো ছবি আঁকে।।
-