সুদেষ্ণা সাউ   (✍️সুদেষ্ণা)
33 Followers · 24 Following

read more
Joined 13 June 2020


read more
Joined 13 June 2020

মৃতদেহের কবরে তো
সবাই কাঁদে,,
মৃত মনের কবরের
খোঁজ ক জন রাখে।।

-



যে ক্ষণে সপ্তসুরের মিলন হবে একই সুরে,,
যে ক্ষণে পুব আকাশের শুকতারা টা খসে পড়বে আমার বাগানে,,
ঠিক যেদিন অবাধ বৃষ্টিতে ভিজবো আমি,,
সেদিন না হয় এক গুচ্ছ কাঠ গোলাপ এনো আমার নামে।

-



অনুভূতি গুলো আজ কবিতা হোক,,
তুমি জড়ানো এই বিনিদ্র রাতে,,
কখনো যদি মনে পড়ে আমায়
খুঁজতে পারো ওই তারার ওমে।

-



পথিক যে পথ ভুলেছিল আলোর অভাবে,,
সে পথ আজ আবার আলোকিত হয়েছে
প্রেম - জোনাকির আলোতে ।।

-



যদি আলো হয়ে আসো
আমার এই বিনিদ্র কালো রাতে,,
মনের কারাগারে আগলে রাখবো
নাহয় ভীষণ যতনে।

-



অপ্রেমিক হয়ে যে নিকোটিনে
ঠোঁট ডুবিয়েছ প্রিয়,,
প্রেমিক হয়ে নিকোটিন ছেড়ে
আমার হাত ধরে না হয়
এভাবেই থেকে যেও।।

-



দূর্বল ভেবে মাঝপথে
হাত ছেড়েছিলো যাঁরা,,
সময়ের পরিহাসে
প্রেমের অভাবে ভুগছে তাঁরা।।

-



আমার আকাশ বাড়ি
সেজেছে আজ তোমার দুয়ারে,,
মন ওই দেওয়ালে
শুধু সাদা কালো ছবি আঁকে।।

-



মস্তিষ্ক আজ জর্জরিত তোমার ঋণে
আজও আমি আসক্ত তুমি নামক নিকোটিনে।।

-



সোহাগ
চুম্বনে
বিনিদ্র রাত।।

-


Fetching সুদেষ্ণা সাউ Quotes