আলোর পথ ধরে যে মেয়েটি চেয়েছিল হাঁটতে,
থমকে গেলো জীবন টা তার! অদৃশ্য কালবৈশাখীর এক রাতে।
ফুরিয়ে আলো নেমে এলো গহীন কালো আঁধার,
মুখোশধারী পোকার আঘাতে ক্ষত-বিক্ষত হলো শরীর টা তার।
চারিদিকে আজ কলরব বিচার চাই বিচার চাই,
কে করবে বিচার?সমাজটা আজ ভরে গেছে সব আগাছায়।
জানি একদিন ঘুচিয়ে সব আঁধার,ফুটবে খুশির আলো,
সেই দিন আর নেই তো বেশি দূরে,
পাপীদের হবে নাশ,আশার প্রদীপ জ্বলবে ঘরে ঘরে।
-
পেশাগত ভাবে রাধুনি... read more
মন খারাপের অচল পাহাড়,এক নিমেষে ভাঙার ছুতো,
দুটি মন আজ নেইকো দুটো,মিলে মিশে হয়ে গেছে একাকার।
থাকিনা যতই দূরে,জেনে রেখো দিন শেষে আসবো ঠিকই ফিরে,
তোমার আমার দেখা হবে ঠিক আগামী গানের সুরে।
-
কী করে বোঝাবো তোমাই তুমি আমার কে?
কী করে বলবো তোমায়!
তুমি হৃদয়ের স্পন্দন,তুমি জীবনের গান,
তুমি জীবন,তোমাতেই আমার মরন,
তুমি জীবনের আলো,
তুমিই আমার সব খুশি, তুমিই আমার বন্ধু, তুমিই ভালোবাসা,
আমার হৃদয়ে তুমি,আমার স্বপনে তুমি,আনমনে তুমি,বেখেয়ালে তুমি তুমি তুমি আর তুমি।
তুমি আছো আমার প্রতিটা নিশ্বাসে, আমার দিন রাত,প্রতিটা মুহূর্তে শুধুই তুমি।
তুমি সকালে,তুমি সন্ধ্যায়,তুমি আমার রাত জাগা তারায়, হাজার কাজের ফাঁকে তুমি তুমি আর তুমি।
আমার জন্য পাওয়াও তুমি,হারানও তুমি,আমার জন্য হাসিও তুমি, কান্নাও তুমি,আমার চেতনেও তুমি আমার ঘুমেও তুমি।যেখানেই যায়,যায় দেখি সেখানেই তুমি,কী করে বোঝাবো তোমায়,তুমি ছাড়া তো আমি কিছুই না।-
ফেরারি মন পথ ভুলে গিয়েছিস হারিয়ে,
ঘর ছেড়ে বহুদূরে,অচেনা কোন শহরে।
মন তুই যাসনা যতই দূরে,
দিন শেষে তোকে ফিরতেই হবে,আপন ঘরে।
-
ফুরিয়ে যায় সময়,থাকেনা কিছুই হাতে,
চোখের কোণে জল আসে,প্রিয় মানুষের দেওয়া প্রতিটা আঘাতে,
নির্জন একাকী রাতে।-
দেখো চারিদিকে ঘুচিয়ে সব গহীন কালো,
গ্রাম থেকে ওই শহরতলি,উঠেছে জ্বলে আশার আলো।-
যাওয়া আসার মাঝে, রেখে গেলাম অভিমান যত,
চেনা মুখের আড়ালে খুঁজে পেলাম মুখোশধারী কত শত।-
স্মৃতির ওপারে গোধূলির বেশে, যেখানে মোহনায় গিয়ে সূর্য মেশে,
সেখানে খুঁজেছি তোমায়, ওই দিন বদলের দেশে।
হাজার খুঁজেও আমি হয়েছি আজ ব্যর্থ,পাইনি তোমার দেখা।
শেষে ফিরতে হল একা একা।
জানি একদিন সব বদলে যাবে, জানি তুমি আমার হবে।
সেই আশা আজ বেধেছে বাসা, এ মনের ঘরেতে, জানি নদী এসে মিলবে মোহনাতে,
সব মিলেমিশে হবে একাকার তোমাতে আমাতে।— % &-
বন্ধু বলে যারে ডাকো সত্যিই কি সে তোমার বন্ধু হয়,
বিপদে যে পাশে রয় সেই তো আসল বন্ধু হয়।
— % &-
আমি সেই মিছিলে হেঁটেছি বহুবার,
যেখানে পথ শিশু ধুলো চেটে খায়।
স্বজন হারার বেদনায় বারিধারা ধূলোতে লুটায়,
আমি আলো নিভিয়ে স্তম্ভিত হয়ে আজ অন্ধকার ঘরের এক কোণায়।-