স্নিগ্ধতায় ভরা রয়েছে সেই মায়া ভরা মুখে,
দেখলেই যেন চারিপাশটা মধুর হয়ে উঠে প্রকৃতির উল্লাসে।
চোখের মায়ায় যেন প্রতিনিয়ত টানছে ওর পাশে,
কিভাবে যে আকৃষ্ট হয়েছি তা বুঝাতে পারছি না ওকে।
হয়তো বিশ্বাসের স্তম্ভ দাঁড়া হয়নি এখনো,
আশা করি অতীতের সবকিছু ভুলে বিশ্বাস করবে আবারো।
বুঝাতে পারছি না যে ওকে,সব হয়না যোগ্য বিশ্বাসের,
আবার বিশ্বাস করেই না দেখো,তোমার পরিভাষা বদলে দেবো বিশ্বাসের।
জানি পরিপূর্ণ নয় যে আমি কোনভাবে..
কিন্তু তোমার সাথে পূর্ণতা করার ইচ্ছা রয়েছে যে মনে..
হাতটা দাও না একবার বাড়িয়ে,
দেখবে কিভাবে ভবিষ্যৎটা রঙ্গিন করি দুজন মিলে..
-
আবারো পড়েছি প্রেমে বর্ষদিন পরে
নতুন করে রংগেছি আমি,হাজারো দুঃখ পরে
পারছিনা বলতে কিছুই,আবারো হারানোর ভয়ে
বলার পরে যদি চলে যায় সেই আতঙ্কে...
যাবো আমি চলে আবারও নিজের গন্তব্যে
যাওয়ার আগের মনের কথা বলার সাহস নেই যে এই ভীতু মনে...
বললাম না আগে..যদি না বলে দেয় সেই আতঙ্কে।
-
আশা
মনে কত আশা কত আকাঙ্ক্ষা
কিন্তু পূর্ণ হয়নি কোনদিন,
তবুও এই আশা বুকে নিয়ে
বেঁচে আছি চিরদিন।
ছোটবেলায় মনে রাখবে
জীবন লক্ষ্য রাখবে একধারে,
সেই কথা মনে রেখে
বড় হবে ধীরে ধীরে,
তখন দেখবে বড় হয়ে
লক্ষ্য তোমার খুব পাশে।
-
হিম সকালে উঠেছি আমি তড়িঘড়ি
কফি কাপে দিলাম চুমুক,
সাথে সাথেই জোরালো আমার হাড়গুলো-
জীবনের পথ
জীবনের পথে চলে থাকি
চলতে চলতে চলতেই থাকি
কখন জীবনের পথ হবে শেষ
মরণ হলেই শেষ হয়ে যাবে সব সুখের পরিবেশ।
হাসি কান্না তো চলবেই এই জীবন পথে
নাটক অভিনয়ের পরিপূর্ণতায়
ভরিয়ে তুলে এই জীবনটাকে..
অনেক কাটা আছে এই জীবন পথে
কাটাকে ও ফুল বানিয়ে চলতে হবে সুন্দরভাবে।
-
~শূন্যতা~
শূন্যতায় ভুগছি আমি সেদিন থেকে
শেষবার কথা বলে চলে গিয়েছিলে যেদিন থেকে।
ভুলে গেছি আর এখন তোমার কথা
ভালোবাসা বলে নেই যে এখন আর কোন ঠিকানা।
অবিশ্বাস,ঘৃণা গ্রাস করছে আমায় চারিপাশে
বিশ্বাস করিবার চেষ্টা করিলেও, হয় না যে এখন আর কোনোভাবে।
তোমার যাওয়াটুকু এখনো নিশ্চি না মেনে
যদি একবার চিন্তা করো তাহলে দেখবে তো তুমি,
এভাবে কি যাওয়া যায় চলে?
-
"আমার দ্বারা হবে না কিছু"
কেটে গেলো কতো কতো কালপ্রহর কতো নিশিদিন
আশায় ছিলাম আমি,আমার স্বপ্নগুলোও একদিন হবে রঙিন।
শিক্ষা দীক্ষা শেষ করে ঘুরছি আমি চাকরির খুঁজে প্রতিদিন,
সিফারিশ ছাড়া হয় না যে এখন আর কিছুই
তাই খালি হাতেই ফিরতে হয় প্রতিদিন৷
ঘরে এসেও আবার শুনতে হচ্ছে অনেক কথা
"আমার দ্বারা হবে না কিছু"
সেই শব্দটা এখন দিচ্ছে প্রতিদিন শরীরের গাতা।
বুঝাতে পারছি না আমি কাউকে...করছি আমি হাজারো প্রচেষ্টা,
আমি কি নিজেও চাই না?
আমার জীবনের সব স্বপ্নগুলোকে রঙিন করিবার চেষ্টা।
-
মহমায়া
যতই পবিত্র হোক ভালোবাসা
দিনশেষে জিতবে যে সেই টাকা
এইটা নিজে থেকে না বললেও
জানে যে পুরো দুনিয়া।
ভালোবাসা বলে নেই যে কোনো কথা
পকেট শূন্যে আপনজনের ও যায় না দেখা
আর তুমি কি ভাবছো?
দুদিন আগের আসা মেয়েটা
বুঝবে তোমার শূন্যতা..
নিজের পায়ে একবার দাঁড়িয়ে দেখো
সবার কাছে তোমার কদরটুকু কতো
কিন্তু এই সব কিছুই যে মহমায়া..
-
ব্যর্থতা
ব্যর্থতার মুখোশ পড়ে রয়েছে আমি হাজারো মানুষের মধ্যে
ব্যর্থতার কথা জিজ্ঞেস করার মানুষগুলো নেই যে আর পাশে
ব্যর্থতা যখন অগ্রসর হয়, আপনজন ও তখন পিছু হয়..
সেই অবহেলাই যেন নিচ্ছে ভয়ঙ্কর পরিণয়।
বড় হয়ে নেই যে আর আগের আমি
ছোটবেলাই ছিল যেন সোনার তরী
এখন আর বলে না কেউ "কি করছিস রে তুই বাপ”।
কত স্বপ্নই না ছিল সেই ছোট্ট মনে
কিন্তু বড় হওয়ার সাথেই বদলে গেল সব বাতাসের গতিতে
সাথে যেন ব্যর্থতায় পেয়েছে আমার ঠিকানা।
লুকিয়ে লুকিয়ে ঘুরছি আমি
যদি কোনো প্রশ্নের সম্মুখে পারি
শান্তির আশায় যেন আমি চারিদিকে ঘুরি৷
-
অন্ধকারের নিশি রাএে নেই যে আলোর দেখা
ঘুরতে এসে হারিয়ে গেলাম অচেনা একটি জায়গায়
অন্ধকারের এই রাত্রে নেই যে কোনো রেশ
জিনিপুকের আলো আর অজানা আওয়াজে নিচ্ছে আমাদের বেশ।
বিকেল বেলা বেরিয়েছিলাম পথিক হয়ে আমরা
হঠাৎ সিদ্ধান্ত আর সাথে সাথে সেই জায়গায় যাওয়া।
ভাবিনি তখনও আমরা, হয়ে যাবে রাত
যদি বুঝতাম তবে যেতাম না যে আর আজ।
রাত্র শুধু বেরিয়ে যাচ্ছে নেই যে কিছুর দেখা
মোবাইলের আলোয় একটু একটু করে এগিয়ে আসছি আমরা
দূর প্রান্তে এক আধার আলো,হঠাৎই মিললো দেখা
তারই সাথে দীর্ঘশ্বাসে এগিয়ে এলাম আমরা।।
-