বন্য বসন্ত নীরা   (বন্যবসন্ত)
392 Followers · 68 Following

read more
Joined 22 September 2020


read more
Joined 22 September 2020

খেয়া বেয়ে চলছে যে পথ
থির নদী, ঢেউহীন জল
মূক ভাষা তাদের ও তো আছে
পড়ে থাকে তাদের ও লুকানো শপথ।

আকাশের গভীরতর বুক
রাতদিনের নিয়মিত তাপে
প্রতিদিন লুকায় তার ক্ষয়ে যাওয়ার অসুখ
ভাষাহীন বলে শুধু গর্জায় আর
মাঝে মাঝে কেঁদে ভাসায় বুক।(বৃষ্টি)

ভাষা নেই বলে শুধু চারপেয়ে
নিছক হাঁকডাকে থেমে যায় শেষে
আর ভাষা টুকু সম্বল বলেই
মানুষ নির্দ্বিধায় রাজা হয়ে বসে।

–বন্যবসন্ত

-



মেঘেদের কোলাহলে চুপকথাদের ভিড়
অজানা বেদনারা আজ যেন থির
ঠাঁই নেই , কাকভেজা বলাকার দল
ভেবে মনে ডর বাড়ে যদি নামে ঢল

রাতের শিউলি যত ভেসে যায় জলে
অধরা স্বপ্নরা যেমন –ভাসে অতলে
ব্যথাতুর প্রেমিকার নীরব কথা
যেন মেঘেদের কাছে জমা অলিখিত খাতা।

ঠোঁটে ঠোঁটে মিশে যাওয়া এক রঙিন বিকেল
পারে কি বৃষ্টি মুছতে সেই আদর অঢেল?
কত কথা আনাগোনা, খানিক উদাস মনে
স্মৃতি কথা থেকে যায় মনের কোণে।



-



আমাদের যুদ্ধটা থেমে গিয়েছিল ,তারপর কোনো প্রেম আসেনি
কারণ“ নীরবতা " টাই পরে মূকবিপ্লব হয়ে গেল।

-



হাজার বছর বাঁচতে ইচ্ছে হয়,
তোর সোহাগ পেলে,
অথচ দেখ এখনো কেমন থমথমে
তোর অভিমান— গনগনে আঁচে জ্বলে।

কেমন আছিস? সুখের ঘরের আগল পেয়ে?
জানিস? তোরে দুচোখ চাইতে মন চায়..
আজো তেমন বুকের মাঝে
মুখ লুকাস আদর পেয়ে?

সত্যি ভীষণ তোকে দেখতে ইচ্ছে করে।
ঠিক কত মাস কেটে গেল এমন?
তোর সাথে তুমুল তর্ক ঝড়ে
হয়না কথা আগের মতন করে।

-



প্রেমের কলঙ্কে দাগ যদি থাকে তবে বন্ধু হয়ো ,
আজন্ম ফিসফিস কথা হবে, কোলাকুলি, আস্থার পাহাড় হবে
দু একটা কাঁচা খিস্তি খেউড় মন্দ কি তা?

কিন্তু এই যে যারা এফোঁড় ওফোঁড় করে দেয়
নিদারুণ কথার ব্যথায়...
অথবা দেগে দেয় কাদা ভরা মন্দ রেখা
অকাল বর্যায় ধুয়ে যায় না যে দুঃখ
তারে কোথায়,কোন্ নামে বলি
হে প্রিয় বন্ধু মোর'



-



বেড়া ডিঙিয়ে ,যাওয়া নেই কোথাও
প্রাচীরের উপর কাঁচ আর পেরেক পোঁতা
পেরোতে চাইলে এফোঁড় ওফোঁড় সবকিছু।
তবু ধৈর্য্যের পরীক্ষা নিতে চাও যদি বলি
আমার হারিয়ে যাওয়া নেই ...
তাহলে তোমায় এত ভালো কে আর বাসবে?
হারিয়ে যাওয়ার ১০১ টা সহজ উপায় তোমার থাকে তো জানিও।
তবেই পিছু হঠার কারণ খুঁজব আমি।

-



~ উপোসী যে ঠোঁট ~

কারাবাসে আজ আমার ঠোঁটের উষ্ণতারা
ঠিকানা চায়নি কখনো..
বেহিসেবী হারিয়ে যাওয়ার প্রবল ইচ্ছেদের
ছুটি দিয়েছি আমি...
অথচ গ্যালারির ফ্রেমে বন্দী তোমায় প্রতিদিন
ছুঁয়ে দিই আলতো ঠোঁটে
রাতের শেষে দু'ফোটা চোখের জলে...।

আমার খুব জানতে ইচ্ছে হয় ,কেমন হয় প্রেমিকের চুম্বন!

খুব জানতে ইচ্ছে হয়
মৃত প্রেমিকার নির্জীব ঠোঁটে ঠোঁট রাখলে কেমন অনুভূতি হয় প্রেমিকের...??
খুব কি শীতল?
নাকি সেও মৃত্যু ভালোবেসে ফেলে আমার মতন?

-



আলো বন্দী করতে চেয়ে যে ভুল হয়েছিল
সেগুলো শুধরে নেয়ার সময় নেই আর,
আমি অন্ধকার ভালোবেসেছি,
অথচ ছিটকে আলোয় বেরোতে পারলে
তোমার মতন আমার ও একটা হিল্লে হতো।
অঙ্কের ভুলের মতন মানুষ চিনতেও
ভুল হয় আজকাল।
এক আর এক দুই এখন আর হয়না।

-



হৈমন্তী রাতের শীতলতায় পদপিষ্ট শহর
চিৎকার করে রাতের একলা পাখি
খোলা ব্যালকনিতে রাতের মল্লিকার মৃদুবাস
আগাম এক সকালের সূচনা
হাতের তালুতে নেমে আসে চাঁদের আলো
হাত বাড়িয়ে ছুঁতে চাওয়া অস্পষ্ট ‘তুমি' র
মতন এক আকাশ কুসুম কল্পনা।
আসলে সত্যি কিছু না...
শুধু সূচনাটুকু ছাড়া।

-



দূরত্ব বেড়েছে আজ সময়ের হাত ধরে
আঙুল ছোঁয় না ,অন্য আঙ্গুল
দিনশেষে সূর্য ডোবার পর ,
অপেক্ষা ও ফুরোয় বছরান্তে
তারপরও কোনো এক সন্ধের মুখে
আবার যদি দেখা হয় আমাদের,
বিপরীত মুখে বসে হাতড়ে বেড়াব
কোনো পুরোনো কথা, স্মৃতির এলবাম থেকে।
কারণ শুরু থেকে শেষ হয়,
কিন্তু শেষ থেকে শুরু হয়না।

-


Fetching বন্য বসন্ত নীরা Quotes