QUOTES ON #রক্ত

#রক্ত quotes

Trending | Latest
8 JUN 2019 AT 23:00

নিঝুম শহর
একলা রাত
বৃষ্টিভেজা মুহূর্তরা
রক্তের ফোঁটা গুনছে।

-


22 MAR 2019 AT 22:56

-


9 JUL 2020 AT 17:34

মানুষ ভেদাভেদ করে জাতপাতে,
কখনো ভেদাভেদ তো হয়না রক্ততে।
সকলের রক্ত রং তো লালই হয়,
আর জাতিভেদে রক্ত তো কারোর ভিন্ন নয়।

-


15 JUL 2021 AT 23:38

তুমি-আমি হয়তো আমরা আর এক হতে পারবোনা এ-জন্মে...
তবুও আমার ভিতরে খনন করলে রক্ত নয়, তুমি চুঁইয়ে পরবে।

-


6 JUL 2020 AT 18:13

বিপ্লবী কখনো মরে না ,
দিয়ে যায় জীবনে আলোর ঠিকানা !
স্বাধীনতা অপারেশন টেবিলে --
নান্দনিক বোধে ব্লুপ্রিন্ট হাতে !
রক্ত ঝরছে ,ভিজছে মাটি লাল খুনে ,
ধরিত্রী গর্ভে জন্ম নেবে
আবার দধীচি আর একলব্য !
যন্ত্রণার ঘূর্ণাবর্তে জীবন লাট খাচ্ছে ,
এক বিস্ময়কর চাহুনীতে সংগ্রামী মন !
কেউ বা সত্যের সিঁড়ি বেয়ে ,
কেউ বা মিথ্যার ধ্বজা ধরে --
জয় পরাভবের হাসি কান্নায়
ভেসে ওঠে বাস্তবের চালচিত্র !

-


14 JUN 2020 AT 8:57

রক্ত দান মহৎ দান
এই বার্তায় বাতাসে ছড়িয়ে দিতে চায়
বর্ডারে দাঁড়িয়ে থাকা সৈনিক যখন দেশের জন্য রক্ত দান করে..
এই দেশমাতার রক্ষার জন্য।।
সেই রক্ষাকারীর রক্তক্ষয়কে পূরণ করা
তেমনি সকল নাগরিকের কর্তব্য।।
জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলা সৈনিক যখন রক্তের জন্য আপ্লুত,,,
তখন আমার আপনার রক্তদান
ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবনের প্রাণ। তাই সকলে এগিয়ে আসুন এই মহৎকর্মে...আপনার ছোট একটি পদক্ষেপ বদলে দেবে জীবনের ধারা।।
যা কখনো হয়তো আপনার পরিবারের জন্য প্রযোজ্য....
তাই --রক্তদান মহৎ দান ---
এই হোক নব জীবনের মূলমন্ত্র!!!!

-


14 JUN 2020 AT 9:17

রক্তের ঋণ বড়ো ঋণ!
যদি তুমি তার বাড়িতে সারাজীবন
চাকর হয়ে কাটিয়ে দাও!

তাও তার দেয়া ১ ফোটা রক্তের ঋণ
তুমি মেটাতে পারবে না।
"রক্তের ঋণ রক্তদান করেই মেটাতে হয়।"

-


6 APR 2020 AT 0:27







✍️নীরব প্রেমিক💔

-


14 JUN 2020 AT 13:03

মানব জাতি বাঁচানোর পুণ্যে
নিজেকে দাও স্থান,
এক বছরে দুই-তিন বার
রক্ত করো দান।

রক্ত দানের দু'সপ্তাহের মধ্যে
ঘাটতি পূরণ হয়,
বোন-ম্যারো সতেজ থাকে
রক্ত-কণিকার কমে ক্ষয়।

জটিল রোগের ফ্রি চিকিৎসা
রক্ত দানের ফলে,
রোগ-এর উপস্থিতির কথা
রক্ত উপাদানে বলে।

রক্ত দানে জীবন দান
যুবক্ উৎসাহে বলুন,
শয্যাশায়ী রক্ত চাহিদার
মানুষকে সাহায্য করুন।
—নূরুল ইসলাম

-



তোর ডায়েরি তে অন্য নামের বানান,
নতুন মন মিশেছে তোর জিনে।
আমার আবার রক্তে গভীর ক্ষত
আমার রাত তাই ডুবছে নিকোটিনে।।

-