Oh
Creator
I'm every time
think
about you
for your outstanding
creativity,
more & more...
-
বাবা মানে
—নূরুল ইসলাম
বাবা মানে - জন্ম দাতা
সঙ্গ দেওয়ার সাথি ,
অঙ্গ, মনের ব্যাথার ঔষধ
পরিচয় দিবা-রাত্রি।
বাবা মানে - শিক্ষা দাতা
জ্ঞান দীক্ষার শুরু,
শূন্য খাতা ভরিয়ে তোলার
বাবা-ই প্রধান গুরু।
বাবা মানে - অন্ন দাতা
হালাল রুজির দিশা,
কর্মে দক্ষ বানিয়ে কিছু
নতুন গড়ার নেশা।
বাবা মানে - পরিত্রাতা
হাজার বাঁধা বিপত্তির,
লক্ষ্য ভেদের মন্ত্র সদা
উৎসাহ, স্থির বুদ্ধির।
আরও লেখা পড়তে আমন্ত্রণ রইলো
www.notundisha.com এই সাইটে...-
স্বপ্ন থেকে জাগো
—notundisha
জীবনের আলোক মোড়
পঞ্জিকা ধরে আসেনা কারো।
দিশা-র পথের পথিক যারা
মেহনত কে সঙ্গী করো।
অবসাদে কেউ আধমরা নয়
আপন তেজে জ্বলতে শেখো।
সুখের চাবি প্রহর গোনে
স্বপ্ন থেকে জাগতে শেখো।-
পরাধীনতার অভিশাপ থেকে
আজকের দিনে স্বাধীন দেশ,
সেই শহীদের স্মরণ করি
যাদের রক্ত ঋণে আঁধার শেষ।
ব্যবসা চালে দেশ-কে জালে
বন্দি কারির কবর হোক,
এখন সবাই শপথ করি
মুক্ত দেশের শূন্য শোক।
রুদ্ধ বাক, ক্ষুধার জ্বালা
নিত্য নতুন সর্ব হারা,
যাদের খুনে হয়েছে নিলাম
তাদের জানাই লক্ষ সেলাম।-
—নকল প্রেমের ঝলকানি—
নকল প্রেমের ঝলকানি
মৃত্যু করে কানাকানি।
বাঁচার জন্য লড়াই করি
পাইনি স্বাদ কানাকড়ি,
ভালোবাসা ঐ সার্থের দাস
প্রেমের ফাঁদে শুধুই লাশ।
অবসাদ এর এই খেলাতে
তুচ্ছ কেন জীবন ,
আত্মা তোমার স্রষ্টা প্রীতি
যত্নে রাখো সুজন।
—নূরুল ইসলাম-
১৪২৮ এর ১লা বৈশাখের দিন গুলো সবার ভালো কাটুক, সুস্থ্য-আনন্দ ও স্বপ্ন পূরণের বাস্তবতায়... www.notundisha.com এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভ নববর্ষ।
-
কি আছে এই দিনে রে-ভাই
কি আছে এই দিনে ?
বছর শুরু শুধুই শপথ
নাকি কিছু গ্রিটিংস কিনে?
মিঠাই, পায়েস উঠবে মুখে
ফাটবে বাজি বর্ষ বরণ,
দেখছি এবার করের বোঝা
নতুন পোশাক করবে হরণ।
পথের শিশুর মধ্য রাতে
শব্দে যখন ভাঙবে ঘুম,
নেত্র উষ্ণ রঙিন আলোয়
কাঁপবে হৃদয় দুরু-দুম।
সূর্য - নদী - পাখির ডাকের
হয়না কোনো রদ-বদল,
কল্পনার এই নতুন দিনে
সংখ্যা কিছু হয় বদল।
মুক্ত বাতাস, আলো, জলে
ধরণী বুকে ফুটুক ফুল,
স্বাগত জানাই নববর্ষ
ছন্দে ফেরাও মানব কুল।
—নূরুল ইসলাম-