Rumiz Uddin Khan   (✍️রুমিজ উদ্দিন খাঁন)
168 Followers · 48 Following

Joined 11 June 2017


Joined 11 June 2017
18 SEP 2022 AT 21:03

আমরা যেগুলো চাই না,পছন্দ করি না,
সেগুলোই আমার সাথে ঘটে।
সেগুলোর সাথে আমারদের জীবন যুদ্ধ।
তাই হতাশ হয়ে লাভ,নেই যুদ্ধ চালিয়ে যেতে
হবে মৃত্যু পর্যন্ত।

-


5 SEP 2022 AT 23:49

জীবন আর সময় প্রতিদিন
কিছু না কিছু শিখিয়ে যাবে।
কখনো শিক্ষক হয়ে বা
কখনো কঠিন বাস্তব হয়ে।

-


22 AUG 2022 AT 10:05

পথ গিয়েছে মিশে
সাগরের কিনারায়।
আমিও হয়েছি ক্লান্ত
মৃত্যুর দরজায়।
অপেক্ষা শুধু কখন সে
ডানা মেলে আসবে।
এখনো কি অবহেলা করবে?
নাকি ভালোবাসবে?

-


21 AUG 2022 AT 18:47

তোমার মনটা ঠিক এরকম পাহাড়ের মতো সমতল।
যে ভূমিতে চলতে গিয়ে কতো প্রেমিক আজ টলমল!

-


19 AUG 2022 AT 0:46

তোমাকে ভালোবাসা এ কি দারুন একটা রোগ।
যে রোগেতে একটু একটু করে মরি আমি রোজ!

-


12 AUG 2022 AT 22:36

তার নদীতে ভীষণ জোয়ার
তাই ভুলেছে সবে কিছু ।
ভাঁটা পড়লেই "ভাঙা নৌকা"
আর রইবে না অন্য কিছু।

-


11 AUG 2022 AT 22:48

কাছে আসার জন্য যানবাহন লাগে না,
দূরে যাবার জন্যও যানবাহন লাগে না।

-


11 AUG 2022 AT 22:25

ভালোবেসে তুমি যাকে দিলে সবটুকু রূপ--

খোঁজ নিয়ে দেখো প্রিয়,
তার কাছে তুমি আজ ভীষণ অরূপ!

-


28 JUL 2022 AT 14:45

হাত বাড়িয়ে ডাকো তুমি
দাও বার বার ফিরিয়ে!
হারতে আমি পারি না যে
হারাই গভীর ঘুমে ঘুমিয়ে!

-


11 JUL 2022 AT 10:45

কতো করে আপন করতে চেয়েছিলাম
তুমি তাও দিলে পর করে।

শুধু ভালোবাসা কেন?
কোনো জিনিস সস্তায় পেলে,
ফেলে রাখে মানুষ অবহেলাতে।

-


Fetching Rumiz Uddin Khan Quotes