কবি শেষ বেলাই বলে গেলেন----
শেষ করার আগে,,,শুরুর চেষ্টা টা খুব জরুরী।-
Dibyendu Biswas
(Dibyendu Biswas)
7 Followers · 5 Following
আমি সেই মানুষ কে কবিতা শোনাতে চাই যারা কবিতা পড়ে আবার নতুন করে বাঁচতে চাই 💓💓🤗🤗
Joined 1 April 2020
31 MAY 2021 AT 9:48
11 APR 2021 AT 0:18
জীবন স্রোতে জীবনের ধারা ধারাবাহিক।।।।
হঠাৎ যদি আসে জীবনে মোড়
তাহলে বুঝে নিও ---কিছু হারিয়েছো নতুনের হাতছানি তে।।।।-
10 FEB 2021 AT 19:54
যে অপেক্ষা করতে জানে----
সে ছোটো ছোটো সুন্দর মূহুর্ত গুলিকে উপেক্ষা করে না....!!!!-
9 FEB 2021 AT 22:50
ভালোবেসে যদি বদনাম-ই না হও
তাহলে তুমি ভালো থাকার মর্ম বোঝোনি..।।-
25 SEP 2020 AT 0:13
মন খারাপের দিনে অভিমানী মুখে তুমি আমায় বৃষ্টি রূপে চাইলে...!!!
আমি তো স্নিগ্ধ বাতাস হয়ে তোমায় স্পর্শ করতে চাইলাম 💓💓-
18 SEP 2020 AT 23:41
ভালোবাসা বড়োই অদ্ভূত
যেখানে চোখের জলের দাম নগন্য
সেখানে সুখের ভাগ বড্ড খামখেয়ালী...!!!!
-
16 SEP 2020 AT 14:36
প্রয়োজন এর পরে যদি একটু সময় থাকে
তবে তা আমায় দিও প্রিয়
এটাই হোক আমার পারিশ্রমিক যা তোমায় করেছে মোর প্রিয়.....!!!!!!!-
8 SEP 2020 AT 21:46
জীবনের হাজারো খুনসুটির সাথী ওই বন্ধু গুলো..!!!
যাদের গুরুত্ব শব্দে নয় অনুভূতিতে প্রকাশিত হয়..!!!-