পৃথিবী সব কক্ষপথ ঘুরে দেখে শেষে, সূর্য সমান দূরে।
-
লেখালিখি ভালো লাগে কিন্তু মনে যেটা আসে সেটাই গুছিয়ে লেখার চেষ্টা... read more
পাতা যেহেতু বৃক্ষের পাতার ব্যথাও বৃক্ষের'ই
একটা মানুষ ক্রমশ গাছ হয়ে উঠছে এভাবেই।-
গাছ ও জানে পাখি তার কেউ না... যে ফিরবে,
কিন্তু যে ফুল তার সব , সে কোনদিন ফিরবে না।-
সত্যিটা কোকিল-ও জানে, সত্য জানে কাকও
রঙের মিল'ই যথেষ্ট নয়, চাই কন্ঠ সুরের বাঁকও
-
প্রত্যেকের কিছু গল্প থাকে,
জড়িয়ে থাকে দীর্ঘশ্বাস।
সব জীবন-ই মলাটবিহীন,
ভিন্ন স্বাদের উপন্যাস।
-
বিচ্ছেদের পরই, আজও আমি অন্য কাউকে মায়ায় বাঁধিনি ;
বিশ্বাস এতোটাই ছিল যে, -শুধু জানি ফিরবে তুমি একদিনি ।-
অভিযোগ নেই প্রিয়, শুধু চাই "ভালো থেকো"৷
আমার স্বপ্নের ইতি হোক, তোমার স্বপ্ন বাঁচিয়ে রেখো।
-
আসলে আমি দুঃখী নই, বাকি সব তোমার মেনে নেওয়া ভুল-
তুমি যাকে জীবন্ত লাশ ভাবো, সে শুধুমাত্র মোমের পুতুল!
-
গল্পে অল্প হলেও একটু আমার নামের শব্দ থাক;
হোক না উপস্থিত অন্য কেউ আমারটুকুই স্তব্ধ থাক।
-