QUOTES ON #মেয়েবেলা

#মেয়েবেলা quotes

Trending | Latest

খুব করে হাসতে ইচ্ছে করছে আজ!
কতদিন প্রাণ খুলে বাঁচা হয়নি..
অকারণে মায়ের কোল ঘেঁষে বসা হয়নি,
বাবার খুনসুঁটি, চুলে ঠাম্মার বিলি কাঁটা;
এসব যেন বহু বছর আগের মতো!
গায়ে ওড়না পেঁচিয়ে শাড়ি, গামছার চুল,
মুখে খানিক পাউডার আর ঠোঁটে লাল রঙ,
সেই খেলার বউ বউ টাই যেন সুখের ছিলো;
তখন মিথ্যে সংসারে সত্যি বিয়ে সাজাতাম,
আজ সত্যি সংসারে মিথ্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি!
পুরোনো ডায়রির গন্ধে হালকা লাগছে খুব,
আস্তে করে পায়ে হেঁটে বাবার কোলে মাথা দেবো;
চোখ বুজে মায়াবী শক্তিতে ফিরিয়ে আনবো সব,
মেয়েবেলা আর আমি খুব করে হাসবো আবার।

-


21 SEP 2019 AT 22:13

। উড়ণচন্ডী ।

উড়ণচন্ডী বলে আমায় লোকে,বলুক তবে গায়ে লাগে না মোর!
পাগলামিটা আমার জন্মগত,উস্কখুস্কো আমি বরাবর।

হেসে খেলে মাতিয়ে রাখি পাড়া,গেছো মেয়ে বলে আমায় লোকে
লোকের চোখে যারা ভদ্র মেয়ে তারা সবাই কী মন থেকে চকচকে!?

ধুলোবালি গায়ে মেখেই মানুষ,পরিচ্ছন্নতার নেই যে কোনো বালাই
চুরি করে আচার খাওয়া স্বভাব,ধরা পড়ে খেয়েছি অনেক ধোলাই!

তবুও আমার স্বভাব একি আছে;বাইরে থেকে বড্ড এলোমেলো,
পারিনা আমি শহুরে কথা বলতে,গ্রামের মেয়ে তাই শব্দ অগোছালো।

বাস্তবতা বড্ড বেশি কাঁদায়,সুযোগ পেলেই হারিয়ে যেতে চাই
কল্পনাতে থাকতে ভালোবাসি,ভালোই আছি! চাওয়ার কিছু নাই।।

-


29 MAY 2020 AT 20:54

আমি আজ হাঁটতে গিয়েও আছাড় খাই,
এগোনোর উন্মাদ বাসনার মধ্যেও
ফিরে তাকিয়ে দেখি
শৈশবের গলা চিরে যে মেয়েবেলা
ডাক দিয়েছে বারবার
কি অবলীলায়
সে ছুটতে জানে সময়ের উল্টো স্রোতে,
নির্ঘুম দেশে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে
আমার বোধগুলো,
অজানা আশঙ্কার উল্লাস
গভীর রাতে নৃত্য করে আমার ভাবনার পন্ডশ্রমে,
আকণ্ঠ পান করি সান্তনার বিষ,
চক্রবৃদ্ধির হারে বেড়ে চলে বাঁচার দেনা,
বিমুখ কুয়াশা কাটিয়ে
আদুরে অবহেলায় জাপটে ধরি
ছন্নছাড়া প্রিয় জীবনকে....

-


20 JAN 2018 AT 19:38

মেয়েবেলা দস্যিপনা,শৈশবময় পল,
মেয়েবেলা মনের কোণে স্মৃতির শতদল।

-


22 AUG 2018 AT 20:16

কন্যাদেরকে হত্যা করে,
গড়ছিস নাকি পুরুষতান্ত্রিক সমাজ??
ভুলে যাস না নারীই তোকে
গর্ভে ধারণ করে দশ দিন দশ মাস।
যেদিন তোরা বুঝতে শিখবি,
অনেক দেরি হবে।
দেখবো তখন পুরুষ সমাজ
কেমনে জনম লবে।
ছেলেবলায় মায়ের অঙ্গের স্পর্শে
পেয়েছিস তুই বৃদ্ধি,
তবে নারীর মেয়েবেলা কেন কেড়ে
মেটাস মনের সিদ্ধি।
এখনো অনেক সময় আছে
শুধরে নে নিজেকে
নাহলে একদিন খোয়াবি তুই
তোর কোলের মেয়েকে......

-


19 MAR 2020 AT 20:51

ওই যে দেখছো ঐখানে ওই বাতাবিলেবু গাছ
ওর তলায় খেলনাবাটি খেলছে আমার মেয়েবেলা,
ওই যে পুকুরপাড়ে ভেসে যাচ্ছে হাঁসেদের দল
তাদের সাথে বেড়ে উঠছে আমার শৈশবের বিকেল,
কিছু শান্ত সাদামেঘ মুখ দেখছে শেষবিকেলে জলের আয়নায়,
সন্ধ্যে নামছে, শাঁখের আওয়াজের সুর বয়ে যাচ্ছে গোধূলি রঙিন করে,
এইসময় বড়ো আপন লাগে এই প্রকৃতি বাড়ি ঘর,
কত চেনা অচেনা গন্ধ লুকিয়ে আছে এই স্নিগ্ধ হাওয়ার খাঁজে খাঁজে,
পশ্চিমে লেগেছে রঙের আঁচড়,
বড়ো মিঠে মায়াময় সময় হাতছানি দেয় ,
পৈঠা বেয়ে এগিয়ে চলে সময়ের নৌকো,
ঝিঁঝির সুরে গ্রাস করে রাতের আঁধার,
কিছু পদছাপ ধুয়েমুছে যায়,
সময়ের খাতায় গল্প বোনে বাস্তবের ধারাবাহিকতা।

-


28 NOV 2017 AT 2:10

স্মৃতির পাতায় জমছে ধুলো
উড়ছে মলিন স্বপ্ন গুলো,
স্বপ্ন মেখে সোনার হরিণ
দিচ্ছে পাড়ি অন্তহীন,
রূপকথার পক্ষীরাজে
লাগাম দেওয়া আর যায় না যে,
ডাক পুতুল আর কানামাছি
টিফিন বেলায় চেঁচামেচি,
চুরি করা অলস দুপুর
ছাদের কোণায় শুকনো আমচুর,
মুখস্থ ওই সহজ পাঠ
আর লঙ্কা মুড়ি আলুর চাট,
লোডশেডিং এর ভারী মজা
বই ফেলে দিয়ে জোনাকি খোঁজা,
উঠোনেতে মাদুর মেলা
আর আকাশ জুড়ে তারার খেলা,
একটানা ঝিঁঝিঁর ডাকে
লুডো খেলা পড়ার ফাঁকে,
আমার পড়া, আমার খেলা
ওগো আমার মেয়েবেলা,
আর একটিবার এস ফিরে
এত শত কাজের ভিড়ে,
তোমায় নিয়ে গর্ব করি
তোমায় বুকে জড়িয়ে ধরি,
জানি আর তোমার আসবে না ডাক,
তবু স্মৃতিগুলো আমারই থাক।

-


29 MAY 2021 AT 16:45



কেটেছিল মেয়েবেলা যৌথ পরিবারে,
ভালোবাসা মায়া মমতার মিলিত সমাহারে।
ডানপিটে মেয়ে দস্যিপনায় ছিল যে সিদ্ধহস্ত,
বাবার শাসন মায়ের বকুনি নির্দ্বিধায় করে যেত অগ্রাহ্য।
জীবনটা ছিল নদীর মতো স্বচ্ছ ,
হেসে খেলে যেত বয়ে।
পুতুলের সংসারে গিন্নীপনায় ভবিষৎ এর ঝলক যেত ছুঁয়ে।
মনে পড়ে যায় ঠাম্মার হাতের আচারের স্বাদ,
ছাদে বসে চুরি করে খাওয়া।
ঠাকুর দালানে পুজোর উৎসব সবে মিলে
উপভোগ করা।
মেয়ে বেলার স্মৃতি কড়া নাড়ে স্মৃতির দোর গোড়ায়।
আজ জীবনের মধ্যাহ্নে হিসাব কসে বেহিসেবি
মন,
কালের অমোঘ স্রোতে ভেসে গেছে কত আপনার জন।

-



ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম তুতো দিদিদের সাথে। বাড়ির চারপাশ ঘুরে শাকপাতা বাজার করে আনা, সবজি কাটা, রান্না করা সে অনেক কাজ। পছন্দ মত বাজার করা, রান্না করার মত প্রধান কাজগুলো কোনোদিন আমায় দেওয়া হতো না। তারপর খেলা যখন মধ্যগগণে, তখন হঠাৎ করে তারা সব ফেলে রেখে উঠে যেত। বাসন ধোয়া, জায়গা পরিস্কার করার মত বিরক্তিকর কাজ গুলো আমায় একাকে করতে হতো। বড্ড কান্না পেতো তখন, মাঝপথে কেনো সবাই আমায় একা ফেলে চলে যায়!
সেই ছোট্ট বেলার ঘটনাগুলোর সাথে বড় বেলার জীবনের কিছু মিল খুঁজে পাই। আমাদের সাজানো গোছানো জীবনে কেউ কেউ আসে, তারপর সব অগোছালো অবস্থায় মাঝপথে একলা করে দিয়ে চলে যায়। জীবনটা বড়ই অদ্ভুত!

-


7 MAY 2020 AT 13:33

👧মেয়েবেলা👧
আমার চিলেকোঠার ঘরে এখনও কি আছিস তু্ই?
সকাল সাঁঝে আমায় কি মনে করিস তু্ই?
অবুঝ বায়নাক্কা আর আবদার
রকমারি পুতুল আর পতুল খেলার সংসার
সব কি আজও স্মৃতির বাক্সে বন্দি?
নাকি সময়ের সাথে সেসব হারিয়েছিস ....!!
সবই আজ ভুলেছিস....?
আমি আজও তোকেই খুঁজি অহরহ
মনের কোণে বাঁচিয়ে রেখেছি সকল স্মৃতিসহ...

-