প্রেমবঞ্চিতা ষোড়শীর কাছে
'একতরফা'র প্রমাণ চাও?
একবারও কি বেণীমাধব তুমি,
তার হৃদয় পোড়ার গন্ধ পাও?
-দেবযানী-
আজ শুধু শরীরি ভালোবাসা হোক
শীতলতা নামুক তপ্ত মরুভূমিতে,
দুটো ইউনিভার্স সবটা চিনে নিক
আর জানুক কতটা আমি মত্ত তুমিতে।
-
তোর শরীরের প্রত্যেকটা তিল আমার চেনা। তোর বুকের ডানদিকের লাল তিলটায় ঠোঁট ছোঁয়ালে তুই ভালোলাগায় আরোও ডুবে যাস। তোর ডান পায়ের গোঁড়ালির কাঁটা দাগটা আমি আবিস্কার করেছি। আরোও কিছু আবিস্কার করেছি, তোর পিঠের ছ-টা তিল সরলরেখা দিয়ে যুক্ত করলে একটা প্রজাপতির আকার নেয়।
তোর শরীরটা একটা কবিতা, তিলগুলো এক-একটা রূপক...🌼
©দেবযানী-
বছর শেষে হিসেব-নিকেশ
সাথে আমার বদলে যাওয়া,
যা কিছু সব এসেছি ফেলে
পিছন ফিরে বারণ চাওয়া।
হরেক রকম আঘাত পেলে
অভিজ্ঞতা জমায় পাহাড়,
তফাতে থাকুক স্বার্থান্বেষী
সাবধানেরই নেইকো মার!
©দেবযানী
-
সম্পর্ক যদিও অল্প দিনের
ভিতটা পুরোই বোঝাপড়া,
ভালোবাসাটা হঠাৎ হলেও
বিশ্বাস টা সময় নিয়ে গড়া।
বিশ্বাস তাই ভেঙেছিলো যে
সারতে দেয়নি মনের ক্ষত,
সে তো ঠিক ভালোই থাকে
কষ্টরা ঘেরে আমায় যত!
-©দেবযানী
-
এই মুহুর্তেও আর একবার থেকে যাও,
ঘুরে এসো রানী-হারা এক কারিগরী রাজ্য
পরিবর্তন না পেলে, আবার খুঁজে দেখো
কার ইচ্ছেরা এখানে শাষন করে আজও।
©দেবযানী-
বাইরে যতই থাক অবাধ চাকচিক্য
প্রসাধনীতে মানসিকতা ঢাকা যায়না,
মনের সৌন্দর্য হলো শিক্ষার পরিচয়
'ব্যবহার' হোক মানবিকতার আয়না।
©দেবযানী-
ভাঙলে নাকি গড়লে তুমি
কার কিছু কি যায়-আসে?
একবার তুমি সফল হলেই
অপরিচিত কেও পাবে পাশে!
©দেবযানী
-
যে সঙ্কোচে এড়িয়ে চলো,
গুটিয়ে নিলে কিসের এতো শোকে!
লুকানো কি এতোই সহজ?
স্পষ্ট কথা বলে যে ওই দুই চোখে!
📝দেবযানী-
দুঃখজনক হলেও তবে
স্মৃতি অনেক তাতে আছে,
খারাপ নিয়ে তুমি যাও
ভালো রইলো আমার কাছে।-