অবহেলার আঘাত পেয়ে ভালোবাসা যায় হেরে,,
অপেক্ষারা হারিয়ে গেছে উপেক্ষাদের ভিড়ে,,
কান্না জমাট চোখের কাছে
পাথর বুকে ভাঙছে মেঘ,,
উপেক্ষা দেয় আমায় যারা
অপেক্ষায় থেকে যাক তারা-
খুঁজে দেখো! আমায় পাবে তুমি চোখের তারায়-
কখনো আঘাত পেলে জোরে,,
কাকভোরে জল ভাঙা মেঘ হয়ে -
ছোঁয়াচে ব্যাথায় বালিশের আস্কারা চাই,,
তোমার রন্ধ্রে যত ইচ্ছে ফানুস,,
বুকের ভূগোলে যে মনের মানুষ,,
রাতজাগা তারার আলোয় মুঠোফোনে বন্দি,,
আমার নিরব অভিমান বাজায় আপন সুর,,
সে সুরে আমার বালিশ অসহায় বানভাসি।-
যে তোমার নীরবতার ভাষা বোঝেনা,,
সে তোমার চিৎকারের ভাষাও বুঝবেনা,,
কারণ,,,
ফসল বৃষ্টির জলে হয়,,বন্যার জলে নয়,,,-
अगर सब कुछ मिल जाये ये ज़िन्दगी मे,,
तो तमन्ना किस्कि करोगे,,
कुछ अधूरी ख्वाइशें हि तो जिने को मजा देती है,,
मन की कलम से @तनिमा-
ফিরে এলাম, দূরে গিয়েও হাতছানিতে...
মনের সাথে লড়াই শেষে অবুঝ মনের ওই চাওনিতে,,,,-
জীবনের সারমর্ম মানুষ বিশেষে ভিন্ন,,
কিন্তু সারমর্ম একটাই...
জীবন বড় মূল্যবান,,
আছে যতক্ষণ ......
বাঁচার মত বাঁচতে হবে ততক্ষন,,,-
যদি প্রেমে পড়ো,,
তবে প্রতিদিন সে পুরোনো হবে,,
যদি ভালোবাসো,,
তবে তাকে প্রতিদিন নতুন করে
ভালোবাসার কারণ খুঁজে পাবে,,,,,-
to feel you without your presence,,
to smile without reason,,
to walk with you without knowing destination,,
with you is the only happiness to love & to be loved,,,,-
NEW YEAR BRINGS LOT'S OF CHALLENGES,,
KEEP CONFIDENCE,DEDICATION TOWARDS YOUR GOAL TO BE SUCCESSFUL-
CONFIDENCE & DEDICATION towards our GOAL is the KEY
of SUCCESS,,,,
-