নদীর কথা গুঞ্জন তোলে বাতাসের কানে কানে।
ঝিরিঝিরি বাতাস এলোমেলো হয়ে যায়,
দীর্ঘশ্বাসে হৃদয়ে তার কম্পন জাগে।
কত ভাঙ্গন কত জোয়ার ভাটার উঠাপড়া ছুঁয়ে যায় তাকে।
পথ চলতে চলতে নদীর নীরবে নিজেকে বিলিয়ে যাওয়া,
বাতাসের ডায়রির ধূসর পাতায় লেখা থাকে ।
কানে কানে ঢেউ তোলে নিঃশব্দচারিতায়।-
টানটান জীবন,
উষ্ণতায় চড়েছে পারদ।
সম্পর্কের ঘনত্বে বেনো জলের অকাল প্লাবন।
দেওয়াল ঘড়িতে শুধুই সময়ের টিকটিক স্পন্দন।
সাজানো ঘর শূন্যতার দখল।
পাশাপাশি মুখোমুখি নীরব নিশ্চল অনুভূতির আগল।
আলেয়ায় ভাসে হৃদয়,
সুখ পাখিটা হয়েছে বেহাত,
খুঁজে বেড়ায় অবুঝ মন।
-
শীত ঘুম ভাঙলো,
কুয়াশার পর্দা যবনিকা টানলো।
লিখছে সকাল দিনের ডায়রী,
আলোর লেখনী ঝিকমিকায়।
দীঘির জলে গুঁড়ো সোনা ফোড় টেনে যায়।
অসমাপ্ত অনুভূতি রঙ বদলায়,
না পাওয়ার নীল ব্যথায় কোমল পরশ ছোঁয়ায়।
কিছু কথা কিছু হাসি মিলে মিশে পান্না সাজায়।
ভালোবাসার নতুন দিগন্ত নীল আকাশ ছুঁয়ে যায়।-
ফেলে আসা পথ,
তার সবটুকু আলো,
ধুয়ে দিক আগামীর যত কলুষতা, বিভীষিকার কালো।
খোলা আকাশ,
সুস্থ বাতাবরণ,
ভেসে যাক অবক্ষয়ের চোরা স্রোত,
মানুষের চেতনায় অঙ্কুরিত নতুন কিশলয়।
-
স্বপ্ন নিয়ে স্বপ্নচারণ ছিল যে তার নেশা,
হৃদয় ডিঙ্গা সাগর পাড়ে ফেলতো নোঙর অজানা এক দিশা।
দুচোখ জুড়ে সুখের মায়া পল্লবিত ছায়ায়।
আকাশ জুড়ে সোনালী ঝালর সোনার কাঠির ছোঁয়া।
মেঘলা মন রঙ ছড়ায় খুশির সামিয়ানায়।-
একটা আসমানী পাখি বুকের ভিতর,
আকাশটা ছোঁবে বলে উড়ান ভরে ডানায়।
কাজল কালো মেঘ দুরু দুরু বুক,
আয় বৃষ্টি অপেক্ষাতে সময় বয়ে যায়।
সোনা সোনা আলোয় সূর্যমুখী ভালোবাসা যায় বিলিয়ে।
ছন্দে লয়ে সুরে জীবনের বীণায় জীবন ঝংকৃত হয়।
মথিত বাতাস নীরব প্রকৃতি আশার আলোয় ঝিলমিলায়।
উজানে বেঁধে ঘর ভাটার টানেও মোহনা ছুঁয়ে রয়।-
ঘন ঘোর বর্ষায়, কান পেতে শোনো কিছু কথা বাতাসের গায়।
কেন জল জমে দুই চোখের পাতায়।
মেঘলা মনে ঝড়ের দাপাদাপি,
ভেঙে চুরে নিঃশেষ হতে চায়।
করতে জোরালো হৃদয়ের বাঁধন , বেহাত বেভুল সময়ের পারাবার।
জমছে ব্যথার মেঘ,
বৃষ্টি কণায় ঝরে ঝরে নিঃশেষ হয়ে যাক।
যদি কিছু রয়ে যায় বিজলী ঝলকে ওঠে ক্ষণিকের অলীক মায়ায়।-
ভালোবাসার খতিয়ান স্বাক্ষরিত দুটি হৃদয়।
চেনা অনুভূতি ভাটায় বালুর চর।
ফুরাইনি আদান প্রদান ,
গরমিলে সম্পর্কের গণিত।
সকাল সাজে অরুনিমায়,
ধূসর আকাশ গোধূলী বেলায়।
ভুলে যেও না বাঁধ ভাঙা বর্ষণ,
উথলে ওঠা হৃদয় সাগর,
গভীরে মুক্তার স্নিগ্ধতা ছুঁয়ে রয়।-
কত কথার এলোমেলো ঢেউ হৃদয় সাগরে,
ব্যথার বুদবুদ মিলিয়ে গিয়ে নতুন রূপ ধরে।
হৃদয় লিখনে কত পাণ্ডুলিপি হয়েছে রচিত অগোচরে।
স্মৃতিরা করে বিদ্রোহ, মনের উপত্যকা অসজ্জিত বেসামাল।
পথহারা কথার মিছিল নীরব অশ্রু পাতে কাটায় প্রহর।
হয়তো একদিন সময় দেবে ধরা,
না বলা কথারা মুক্তির গান গাবে,
সব অজুহাত যাবে মিশে অঙ্গীকারের সুদৃঢ় অঙ্কুরে।-
থাক স্মৃতি মনে অমলিন,ভিজুক দুচোখ রবির শ্রাবণ গানে,
হয়নি ব্যর্থ তোমার সৃষ্টি, আজও খুঁজে পাই লেখায় তোমার জীবনের মানে।-