QUOTES ON #মেলারকথা

#মেলারকথা quotes

Trending | Latest
9 APR 2019 AT 21:30

-


23 JUN 2020 AT 20:47


মোর মন ফিরে যায় ছোটবেলায়
শুধু রথের মেলার লাগি ,
সারা রাত ধরে ঝরেছে বৃষ্টি তবু
রথ সাজানোয় জাগি ।
লাল নীল সবুজ রঙিন কাগজে
রথ সাজিয়ে নিতাম ,
রথের দড়িতে টান দিয়ে বেরাতে
বড়ই মজা পেতাম ।
পুরীর রথের জাঁক জমক আর
মেলার জিলাপি গজা ,
রথের মেলার বিশেষ আকর্ষণ
দড়ি টানার কি মজা ।

-


1 FEB 2020 AT 14:58

গ্রামের মেলা দেখেছি অনেক আমি
বহু বছর আগে ,
শহরের মেলা এতো জমজমাট,তাই
বড়ই ভালো লাগে ।
সব মেলাই দেখি একই রকম শুধু
বই মেলাটা ছাড়া ,
সেথায় দোকান গুলি সাজানো থাকে
নানান বইয়েতে ভরা ।
একদিন গেলাম বই মেলাতে সেথায়
ঘটে গেলো এক ঘটনা ,
দেখি এক পথ শিশু বই কেনার লাগি
ধরেছে ভীষণ বায়না ।
ফিরেও দেখেনা কেউ তার দিকে,তবু
সে যে থাকে আবিচল ।
একটি বই কিনে তুলে দিই তার হাতে
দেখি চোখ থেকে ঝরে জল ।

-


8 APR 2019 AT 21:22

মেলা

(ক্যাপশনে)

-


8 APR 2019 AT 18:09

ছোটবেলায় যখন মেলায় যেতাম,বাবা হাতটা শক্ত করে ধরে রাখতো,যদি হারিয়ে যাই?

সেই বাবাই সাহস যুগিয়েছিল,
বড়ো হয়ে একা চলার পথ।
আজ এক দুর্ঘটনা তাকে এমন এমন চমক দিল,
যে দ্বিতীয়বার আর একা বেরোনো বারণ! ☺

-


9 APR 2019 AT 8:12

"রাসমেলা"

রাজার শহরে বাস আমার, ঐতিহ্যবাহী এক ধাম;
অঙ্গাঙ্গীভাবে যুক্ত সেথা, 'রাসমেলা' যার নাম।
মেলার স্মৃতি ঘাঁটলে আজও ভীষণ মনে পরে,
ছোট্ট ছোট্ট পায়ে ঘুরেছি কত বাবা-মায়ের হাতদুটি ধরে।
মেলা মানেই নাগরদোলা, চড়তে হবেই তাতে;
ভয় মেশানো খুশির ছোঁয়া মিশে থাকতো যাতে।
'খেলার পুতুল', 'রান্নাবাটি' ছিল তখন ভীষণ দামী;
খোঁজ চলতো সবার আগে, হাতে পেলেই খুশি আমি।
মেলা মানে, নানান স্বাদের খাবার যত
এটা খাও, ওটা খাও, খাও যা খুশি ইচ্ছেমত।
আটকে যেত দু-চোখ যেথায়, নাম তার ক্যান্ডিফ্লস্ (হাওয়াই মিঠাই);
না কিনলে মন বলতো হয়ে গেল বুঝি লস্।
হরেক রকম পসরা সাজিয়ে, চলে দেদার বিকিকিনি;
আসবে কবে রাসমেলা, বছরভর অপেক্ষায় প্রহর গুনি।😄😄😄

-


8 APR 2019 AT 20:26

সুয্যিমামা ডুবলে পাটে,
জ্বলবে আলো ,দেখবে তাতে-
হাজার বেলুন ঘিরবে আকাশ ,
হুল্লোড়ে আজ মাতবে বাতাস,
হাতে হাত দিয়ে সাত হতে সাতাশ,
রঙবেরঙ-র পথঘাটে-
ত্রিপল মাথায় রান্নাবাটি,কানের দুলের দর কষে।
মেলা, তোমার ছাদের তলায় শত শৈশব হাসে-
শত শত শৈশব দর হাঁকে।
শত শত শৈশব চৌকাঠে বসে ,
তারা গোনে আর চেয়ে থাকে,
কখন ডাকবে বাঁশীওয়ালা
আর খোকা যাবে ছুটে কোলে।
মেলা, তুমি পুতুল দিও খেলতে আমায়, ওড়াতে দাও খুশী-
আর দিও ওই ঘামে ভেজা ঠোঁটে দরদামে জেতা হাসি।

-


8 APR 2019 AT 18:55

"বেলুন নেবেন,বেলুন"??

মেলায় মুখোমুখি দুই শিশু,
একটা বেলুন কে ঘিরে হাজারো প্রত্যাশা দুজনের,
একজনের পেটে, আরেকজনের মনে

-


9 APR 2019 AT 18:06

||| মেলা |||



চোখ রাখো ক্যাপশনে।

-


9 APR 2019 AT 3:41

মেলা'র অন্দর-বাহিরে মেলা প্রচেষ্টা,
এতো মিলেয়েও যে সব মিললো না!

-