Ar Ju   (আরজু)
49 Followers · 66 Following

লিখতে ভালোবাসি
Joined 21 July 2017


লিখতে ভালোবাসি
Joined 21 July 2017
20 APR 2019 AT 10:02

সবাই একদিন নিখোঁজ হব
উধাও হবো কোনো এক রাতের প্রহরে
কে বা ভালো কে-ই বা মন্দ
খুঁজবে না কেউ এই সাদা-কালোর শহরে।

-


13 APR 2019 AT 11:03

হাতে হাত রেখে দিয়েছিলে কথা
ছাড়বে না কোনোদিনই আমার সাথ,
অশ্রু চোখে কেটে চলে
আজও অনেক রাত..

-


12 APR 2019 AT 23:14

মন ভুলেছে ছন্দ সাজাতে,
সাথ ছেড়েছে কলম
একাকীত্ব গিলে খাচ্ছে রোজ
খুব দরকার, "ভালোবাসা" নামক এক মলম

-


12 APR 2019 AT 12:14

আমি অন্ধকারেই মানাই ভালো,
আলো তো অভিশাপ,
অন্ধকারে ডুবে গেলে
কে খোঁজে কার পাপ

-


10 APR 2019 AT 8:43

এমনই এক বিকেল বেলার কথা গঙ্গার পাড়ে বসে হাতে হাত রেখে কথা দিয়েছিলে হাজারো দুঃখ কষ্টে পাশে থাকবে বলেছিলে,বলেছিলে ছেড়ে চলে যাবে না কখনো। এখন সবই স্মৃতি,
যখন দেখি তুমি অন্য কাউকে নিয়ে ব্যস্ত,
তখন আমার মনের মধ্যে নতুন করে জন্ম নে কষ্ট

-


8 APR 2019 AT 18:55

"বেলুন নেবেন,বেলুন"??

মেলায় মুখোমুখি দুই শিশু,
একটা বেলুন কে ঘিরে হাজারো প্রত্যাশা দুজনের,
একজনের পেটে, আরেকজনের মনে

-


8 APR 2019 AT 13:14

মনকে কে ভোলানো অতই যদি সহজ না হয়,
তোমাকে কাছে না পেয়েও পেয়েছি আমি হারানোর ভয়

-


8 APR 2019 AT 8:23


হাজারো ব্যস্ততার মাঝেও যেন সময়টা থমকে থাকে
পুরোনো গানগুলো কানে একই রকমে বাজে,,
সুরগুলো এখনো বদলয়ানি,,
বদলায়নি ছোটবেলার আবেগও

-


7 APR 2019 AT 20:47

আজ না হয় ভালোবাসার খাতিরে একটা বিকেল উপহার দেবো তোমায়,
ছলছাতুরির বাহানা করে না হয় একবার পারলে ছুঁয়ে যেও আমায়..

-


6 APR 2019 AT 22:32

তোমাকে নিয়ে মনের মধ্যে সাজিয়েছিলাম আস্ত এক বাড়ি,
সত্যি হবে না জেনেও রোজ দিয়েছি অলীক স্বপ্নে পাড়ি

-


Fetching Ar Ju Quotes