সবাই একদিন নিখোঁজ হব
উধাও হবো কোনো এক রাতের প্রহরে
কে বা ভালো কে-ই বা মন্দ
খুঁজবে না কেউ এই সাদা-কালোর শহরে।-
হাতে হাত রেখে দিয়েছিলে কথা
ছাড়বে না কোনোদিনই আমার সাথ,
অশ্রু চোখে কেটে চলে
আজও অনেক রাত..
-
মন ভুলেছে ছন্দ সাজাতে,
সাথ ছেড়েছে কলম
একাকীত্ব গিলে খাচ্ছে রোজ
খুব দরকার, "ভালোবাসা" নামক এক মলম-
আমি অন্ধকারেই মানাই ভালো,
আলো তো অভিশাপ,
অন্ধকারে ডুবে গেলে
কে খোঁজে কার পাপ-
এমনই এক বিকেল বেলার কথা গঙ্গার পাড়ে বসে হাতে হাত রেখে কথা দিয়েছিলে হাজারো দুঃখ কষ্টে পাশে থাকবে বলেছিলে,বলেছিলে ছেড়ে চলে যাবে না কখনো। এখন সবই স্মৃতি,
যখন দেখি তুমি অন্য কাউকে নিয়ে ব্যস্ত,
তখন আমার মনের মধ্যে নতুন করে জন্ম নে কষ্ট-
"বেলুন নেবেন,বেলুন"??
মেলায় মুখোমুখি দুই শিশু,
একটা বেলুন কে ঘিরে হাজারো প্রত্যাশা দুজনের,
একজনের পেটে, আরেকজনের মনে
-
মনকে কে ভোলানো অতই যদি সহজ না হয়,
তোমাকে কাছে না পেয়েও পেয়েছি আমি হারানোর ভয়-
হাজারো ব্যস্ততার মাঝেও যেন সময়টা থমকে থাকে
পুরোনো গানগুলো কানে একই রকমে বাজে,,
সুরগুলো এখনো বদলয়ানি,,
বদলায়নি ছোটবেলার আবেগও-
আজ না হয় ভালোবাসার খাতিরে একটা বিকেল উপহার দেবো তোমায়,
ছলছাতুরির বাহানা করে না হয় একবার পারলে ছুঁয়ে যেও আমায়..-
তোমাকে নিয়ে মনের মধ্যে সাজিয়েছিলাম আস্ত এক বাড়ি,
সত্যি হবে না জেনেও রোজ দিয়েছি অলীক স্বপ্নে পাড়ি-