উৎস পাল   (অশরীরী)
372 Followers · 10 Following

read more
Joined 1 December 2017


read more
Joined 1 December 2017
17 DEC 2022 AT 14:49

বিহ্বলতায় চিরন্তন

-


16 DEC 2022 AT 19:24

ভেজা মন।
আর
আহত আমি...

-


6 MAY 2022 AT 1:00

আর জমানো জলে ভাসে
কত মহসিন-দিল,
কত মহসিন-দিল।
জমেছে এখানে শুধুই বৃষ্টি,
বৃষ্টি ভেজা মোহাব্বত।
নোনা ধরা ঠোঁট,
আর অপেক্ষায় কুরবত
অপেক্ষায় কুরবত...

-


17 AUG 2021 AT 12:06

আমরা বার বার এটা ভুলে যাই
কিছু পথ ওয়ান-ওয়ে।
কিছু রাস্তা শুধুই এক তরফা হয়...

-


4 FEB 2021 AT 14:51

To most of the hubbies after one month of married life -



(A desi wife)⤵️

-


28 JAN 2020 AT 22:56

ছেলেটির নাস্তিক চাউনি হয়তো এটুকুই বলতে পেরেছিলো,

–যদি তুমি পারো, তাহলে ওদের এবার একটু বিদ্যে-বুদ্ধির বদলে না হয় বোধ প্রদান করো, কেমন!

-


19 NOV 2019 AT 2:02

ভাবনা বেয়ে নামছে অন্তহীন ক্ষয়
নামে যেমন, বট-অশ্বত্থের প্রবীণ ঝুরি।

স্নায়ু-ভ্রম সর্ন্তপনে গিলছে আমায়,
যেমন গিলে খায় সময়।
ঠিক যেন এক অক্টোপাস!

অন্তহীন অতলে তলিয়ে যাবো এভাবেই
যাবে না পাওয়া আর খুজে কোনোদিনও,
হারিয়ে যাওয়া এই আমিটা'কে।

ক্লান্ত চোখে দেখছি,
সারা শরীরের অন্তহীন ক্ষয়।
মিশে যেতে চাই এভাবেই
ভাবনার সমগ্র ধুলিকনায়।

আমি না-ই বা থাকি
থেকে যাবে আমার অন্তহীন ক্ষয়,
অন্য এক প্রান্তে,
কোনো এক পাঁজরে।।

-


14 JAN 2022 AT 14:57

লিখেছেন অমানিশার উপাধ্যায়...

-


14 JAN 2022 AT 14:23

equivalent of a life unspent, of a
kiss unwritten, cuddles unwrapped.
Of a family unmade, love untold.
Of miswritten grammar's, over
languages of love. An immeasurable
burden, weighs on heart when a
letter's unwritten...

-


11 JAN 2022 AT 19:22

একশো চুয়াল্লিশ এ মন-পরোয়ানা
অধরা আমি...

-


Fetching উৎস পাল Quotes