আঁধারের কালো মেঘ একদিন ঠিক কেটে যাবে জেনো
আমাদের গল্পগুলো কিছুটা একই, শ্রাবণের বর্ষা ভেজানো।-
তোর খামোশি দিল উদাসী চোখের ভাষা জানান দেয়,
রিক্ত ঠোঁটও হাসতে জানে তোর মনেতে পেলে আশ্রয়।
চুপসারে তাই লিখছি চিঠি তোর ডাক নামেরই গল্প কথায়।
-
বিষাদ ভুলে তারা স্বপ্ন সাজাই ভালোবাসার জন্য,
গল্প শেষে যেভাবে একলা হাসে অমিত - লাবণ্য।-
কাব্যের বেড়াজালে বাঁধবো এবার,
না বলা কথাদের আস্তানা
প্রিয় তুমি সাথী হয়ে ধরলে হাত মোর
হবে শুরু এক নতুন দাস্তানা।-
সুখের খোঁজে গিয়েছিলে তুমি
মেঘের দেশে,
ভাগ্য ছিল নিষ্ঠুর তাই সুখ বৃষ্টি
হয়ে নামল অবশেষে।-
ভুলিয়ে দিয়ে সকল ব্যথা তোর হাসিতেই হাসবো প্রিয়।
মনখারাপীর একলা রাতে তোর একটা চুমুই শ্রেয়।।-
ক্লান্ত হওয়া দিনের শেষে নোনাজলের বেশে।
স্বপ্নগুলো হয় পুড়ে ছাই ব্যর্থতার কার্নিশে।।-
"আমি বহুবার প্রেমে পড়েছি। তবে, ভালোবাসতে পারেনি কাউকে। তাই কীভাবে একটা মানুষকে ভালোবেসে সারাজীবন কাটিয়ে ফেলা যায় তাও আমার জানা নেই!"
-